এই গুরু পূর্ণিমাতে আপনার গুরুদেবকে নিচে দেওয়া এই শ্রদ্ধা ও ভক্তিতে ভরা শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, ছবি ও বাণী গুলি পাঠিয়ে দিন। – (Guru Purnima wishes, quotes and greetings)
গুরু পূর্ণিমা হলো ভারতীয় সংষ্কৃতির এমন একটি সৌন্দর্যপূর্ণ তিথি যা এই পবিত্র ভূমিতে বৈদিককাল থেকেই পালিত হয়ে আসছে। এই পবিত্র দিনে শিষ্যরা তাদের গুরুদের সন্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের পূজা করে থাকে। গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে গুরুদের সন্মান ও শ্রদ্ধা জানানোর জন্য আমরা আপনাদের জন্য সেরা কিছু শুভ গুরু পূর্ণিমার বাণী, বার্তা ও স্ট্যাটাস নিয়ে এসেছি।
সকল উৎসবের পেছনে একটি ইতিহাস থাকে, ঠিক সেই রকমই গুরু পূর্ণিমার পেছনেও একটি বৈদিক ইতিহাস রয়েছে। আষাঢ় পূর্ণিমার তিথি তে মহাদেব শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার চারজন মানসপুত্র কে বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন এবং এই ঘটনা থেকেই শুরু হয় গুরু পূর্ণিমা পালন করার রীতি। গুরু পূর্ণিমার এই দিনটি যে শুধু গুরুকে পূজা করার দিন তা নয়। হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটির আরও একটি গুরুত্ব রয়েছে, এই দিনেই মহাভারতের রচয়িতা মহির্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন।
শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, বাণী ও স্ট্যাটাস
মা-বাবা এবং সকল গুরুদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
জীবনে গুরুর স্থান সবার উপরে।
গুরুই আমাদের জ্ঞান দান করেন।
ভালো-মন্দ শিখিয়ে দেয় গুরু।
সত্যি-মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেন গুরু।
এই গুরু পূর্ণিমায় সকল গুরুদের জানাই শ্রদ্ধা ও প্রণাম।
আপনার জন্যই আমি নিজেকে চিনতে শিখেছি।
জীবনের প্রতিটি ধাপে আপনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন।
আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি।
গুরু পূর্ণিমার এই পূণ্য তিথিতে আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
আরো পড়ুন:- শিক্ষক দিবসের শুভেচ্ছা
আপনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন।
গুরু পূর্ণিমার এই পূণ্য তিথিতে আপনাকে জানাই প্রণাম।
শুভ গুরু পূর্ণিমা গুরুদেব।
জীবনের প্রথম গুরু মা-বাবা তাই এই গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে মা-বাবাকেই প্রথম প্রণাম জানাই।
গুরু পূর্ণিমার এই পূণ্য লগ্নে সকল গুরুদের জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও প্রণাম।
গুরুরব্রহ্মা গুরুবিষ্ণুঃ
গুরুদেভো মহেশ্বরঃ।
গুরুরেব পরমব্রহ্ম
তস্মৈ শ্রীগুরভে নমঃ।
শুভ গুরু পূর্ণিমা!
আপনি আমার কাছে শুধু
একজন গুরু নন,
আপনি একটি অনুপ্রেরণা।
আপনাকে গুরু হিসেবে
পেয়ে আমি ভাগ্যবান।
শুভ গুরু পূর্ণিমা
শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা ছবি
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
২০২২-এ গুরু পূর্ণিমা কবে?
২০২২ সালে গুরুপূর্ণিমা ১৩ই জুলাই পালিত হচ্ছে।
গুরু পূর্ণিমা কেন পালন করা হয়?
গুরুদের প্রতি সম্মান ব্যক্ত করার জন্য ও মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে গুরু পূর্ণিমা পালন করা হয়।
এবছর গুরু পূর্ণিমা কি বারে পালিত হচ্ছে?
এবছর গুরু পূর্ণিমা বুধবারে পালিত হচ্ছে।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের গুরু পূর্ণিমার ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।