Subho Bijoya Dashami 2023 এর এই পুণ্যলগ্নে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের Happy Bijoya Dashami Wish করুন আমাদের সেরা Subho Bijoya Dashami In Bengali Text Font quotes ও Wishes গুলি দিয়ে।
বাঙালির অন্তরের উৎসব দূর্গা পূজার পঞ্চম ও শেষ দিন হলো বিজয়া দশমী। বিজয়া দশমীর দিনে আমরা যেমন একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ও বড়ো দেরকে প্রণাম করে আনন্দের সাথে সেলিব্রেট করে থাকি তেমনি অন্য দিকে আবার শুরু হয়ে যায় দীর্ঘ একবছরে অপেক্ষা। বিজয়া দশমীর এই আনন্দ, উন্মাদনা ও একটু মন খারাপের দিনটাকে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে আরও বর্ণময় করে তুলতে আমার আপনাদের জন্য বেশকিছু subho bijoya Wishes এবং Quotes নিয়ে এসেছি।
Bijoya Dashami-র দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একে অপরের শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর ধুম পড়ে যায়। যার ফলে অনেকেই ইন্টারনেটে subho bijoya in bengali text status সার্চ করে থাকে। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার সার্চ এখানেই শেষ হলো। কারণ আজকের এই প্রতিবেদনে বেঙ্গলি এসএমএস আপনাদের জন্য Subho Bijoya Dashami in Bengali Font wishes নিয়ে এসেছে। তাই আর বেশি দেরি না করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অন্যান্য কাছের মানুষ গুলোকে Subho Bijoya Dashami Wish করে দিন।
Subho Bijoya Dashami in Bengali
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দুরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণডালা
বিজয়া মানে এগিয়ে চলা!!
শুভ বিজয়া
দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা,
মা এর হলো সময় যাবার,
আসছে বছর আসবে আবার।
শুভ বিজয়া
Also See:- শুভ বিজয়া ছবি
সুখের স্মৃতি রেখো মনে,
মিষে থেক আপনজনে,
মান অভিমান সকল ভুলে,
আসার প্রদীপ রেখো জ্বেলে!
মা আসবে এই আশা রেখে,
সবাই মিলে থেকো সুখে !!
শুভ বিজয়া
কুর-কুরা-কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক,
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন,
ভালো রেখো মা সবার মন।
শুভ বিজয়া দশমী
সকল স্বপ্ন পূরণ করে
মা চলে যান কোন সুদূরে,
মা-এর আসা, মা-এর যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া,
দুঃখ করে লাভ কি তবে,
আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া
Subho Bijoya Dashami Wishes in Bengali
ঢাকের উপর ছিল কাঠি
পুজো হলো জামজামাতি,
আজ মায়ের ফেরার পালা
জানাই শুভেচ্ছা এই-বেলা।
শুভ বিজয়া
পাঞ্জাবিটা রইলো এবার,
শাড়িও রেখে দিস…
বছর বছর আবার হবে,
এটাই ভেবে নিস…
শুভ বিজয়া দশমী
আকাশ জুড়ে যাচ্ছে উড়ে,
সাদা মেঘের ভেলা,
বিসর্জনের সময় হলো,
ফুরিয়ে এলো খেলা…
আসছে বছর পুজোর দিনে
থাকবো কোথায় কে যে জানে,
যেথায় থাকো মায়ের সাথে
রেখো আমায় নিজের মনে।
শুভ বিজয়া
Also Read:- শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ,
নতুন আশায় বাধি বুক,
সবার ইচ্ছে পুরন হোক,
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে।
শুভ বিজয়া দশমী
বাজে ঢোল বাজে ঢাক,
শুনে সবার লাগে তাক।
বিসর্জনে সবাই যাবে,
হাসি কান্না দুই পাবে।
সুখ দুঃখ মিলে মিশে,
শুভ বিজয়া জানাই শেষে।
Subho Bijoya in Bengali Text
মনে বিষাদের সুর নিয়ে
জানাই মা-কে বিদায়,
এসো মা বছর বছর এরকমই
আনন্দও সুখের ডালি নিয়ে।
মিষ্টি মুখে জানাই সকলকে
শুভ বিজয়ার শুভেচ্ছা
শুভ বিজয়া দশমীর প্রীতি
শুভেচ্ছা ও অভিনন্দন।
উৎসবের দিনগুলি কাটুক সুখে,
উৎসবের শেষ হোক মিষ্টি মুখে।
শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা
ঢাকের কাঠির বিদায় সুরে,
উদাস করে মন…
চললেন মা মহামায়া,
আজকে বিসর্জন।
বিসর্জনের ঢাক উঠলো বেজে,
মন লাগে না কোনো কাজে,
নীল আকাশে সাদা মেঘের
নিত্য আসা – যাওয়া,
মায়ের আশীষে পূরণ হোক
সবার চাওয়া-পাওয়া…
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
Bijoya Dashami Quotes in Bengali
পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন।
শুভ বিজয়া
মা আজ যাবেন চোলে
মাকে আমি দেবো বলে,
সামনে বছর এসো চলে,
সেই আশা বুকে রেখে,
বিজয়া হোক মিষ্টি মুখে।
শুভ বিজয়া
এবার মা যে বিদায় নিবে
আসছে বছর আবার হবে,
সবাই কে মা রেখ সুখে,
বিজয়া হোক মিষ্টিমুখে।
শুভ বিজয়া
বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি মা দুর্গার আশীর্বাদে
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
শুভ বিজয়া দশমী
বিজয়া দশমীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ বিজয়া দশমী
Subho Bijoya Caption in Bengali
মা দুর্গার আশীর্বাদে তোমার মনের
সকল আশা পূর্ণ হোক,
তুমি সাড়া বছর সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই।
দেবী দুর্গার আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
বিজয়া দশমীর পূণ্য-পাবনে
সকলকে শুভেচ্ছা জানাই…
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
বিজয়া দশমীর শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ বিজয়া দশমী
মা দুর্গার আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ বিজয়া দশমী
বিজয়া দশমীর এই শুভক্ষণে
জানাই মা-কে প্রণাম,
সারাবছর তোমার আশীর্বাদ
রেখো মোদের ওপর…
হ্যাপি বিজয়া দশমী
Subho Bijoya Priti O Subhechha in Bengali
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
বিজয়া দশমীর শুভেচ্ছা
তোমার জন্য…
সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
সকলের মনোবাসনা পূর্ণ হোক।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
হ্যাপি বিজয়া দশমী
দেবী দুর্গার আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ বিজয়া দশমী
দুঃখ গুলো ভুলে গিয়ে
বিজয়া দশমীর আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে জানাই বিজয়া দশমীর
শুভেচ্ছা ও অভিনন্দন।
দূর্গা মায়ের আশীর্বাদে
আমাদের জীবনের
সমস্ত পাপ এবং বাধা
ধ্বংস হয়ে যাক।
শুভ বিজয়া দশমী
বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে…
Subho Bijoya in Bengali Message and SMS
বিজয়া দশমীর এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক ও উষ্ণ
শুভেচ্ছা তোমার জন্য রইলো…
কামনা করি দুর্গা মা
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ বিজয়া দশমী
দূর্গা মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
আনন্দ আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক জীবন…
শুভ বিজয়া দশমী
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
মিষ্টি মুখে কাটুক বিদায় বেলা।
হ্যাপি বিজয়া দশমী
ঢাকের আওয়াজ দেয় কুর-কুর
শোনা যায় ওই বিজয়ার সুর
মায়ের এবার যাবার পালা
শুরু হলো সিঁদুর খেলা
তাই নিয়ে এই সুখী মন
জানাই বিজয়া দশমীর অভিনন্দন!
ষষ্টিতে মন হাসি খুশী,
সপ্তমিতে ঘুরা,
অষ্টমীতে অঞ্জলি আর
নতুন কাপর পরা,
নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ,
দেখতে-দেখতে দশমীতে
হবে এবারের পূজো শেষ !!
শুভ বিজয়া দশমী
এক বছরের অপেক্ষা শুরু হলো আবার,
মা দুর্গা কৈলাসে ফিরলেন আরও একবার।
শুভ বিজয়া দশমী
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
বন্ধুদের Subho Bijoya Wish করার জন্য কোন Bengali Subho Bijoya Dashami Wish টি ব্যবহার করবেন?
বন্ধুদের Subho Bijoya Wish করার জন্য এই Bengali Subho Bijoya Dashami Wish টি ব্যবহার করতে পারেন:-
দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা,
মা এর হলো সময় যাবার,
আসছে বছর আসবে আবার।
শুভ বিজয়া
এই ধরণের আরো বিজয়া Bijoya Dashami -র ছবি কোথায় পাবেন?
এই ধরণের আরো বিজয়া bijoya dashami -র ছবি পেতে এই পেজটি ভিসিট করুন :- শুভ বিজয়া ছবি
WhatsApp এ Status দেওয়া জন্য সেরা Subho Bijoya in Bengali Text কোনটি?
WhatsApp এ Status দেওয়া জন্য সেরা Subho Bijoya in Bengali Text টি হলো:-
মনে বিষাদের সুর নিয়ে
জানাই মা-কে বিদায়,
এসো মা বছর বছর এরকমই
আনন্দও সুখের ডালি নিয়ে।
মিষ্টি মুখে জানাই সকলকে
শুভ বিজয়ার শুভেচ্ছা
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের Subho Bijoya In Bengali Text Font wishes গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bengali bijoya dashami quotes পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।