ভাই বোনের এই পবিত্র উৎসবটিকে নিচে দেওয়া ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা, কবিতা, ছবি, Wishes, Quotes ও Greetings গুলো দিয়ে আরো বর্ণময় করে তুলুন।
ভাই-বোনের পবিত্র ভালোবাসা ও স্নেহের বন্ধনকে প্রতিবছর আরো আরো বর্ণময় ও অটুট করে তুলতে কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে অর্থাৎ কালী পূজার দু দিন পরে ভাইফোঁটার পবিত্র অনুষ্ঠানটি পালন করা হয়। এই দিনে বোন তার ভাইয়ের কপালে চন্দনের টিকা দিয়ে ভাইয়ের দীর্ঘজীবন ও জীবনে আসা সমস্ত বাধা বিপত্তিকে দূর করার জন্য প্রার্থনা করে থাকে এবং পরিবর্তে ভাই তার বোনকে একটি উপহারও দিয়ে থাকে। ভাইফোঁটার এই পবিত্র দিনে ভাই / বোনকে একটি স্পেশাল গিফ্টের সাথে ভালোবাসা ও শুভ কামনায় ভরা ভাইফোঁটার শুভেচ্ছা জানানোর জন্য আমার আপনাদের জন্য বেশ কিছু ভাইফোঁটার শুভেচ্ছা কবিতা ও বার্তা নিয়ে এসেছি।
ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়ার উৎসবটি অনেকটাই রাখি পূর্ণিমার মতো। এই উৎসবটি রাখি পূর্ণিমার মতনই সকল ভাই বোনের জন্য একটি স্পেশাল উৎসব। এই স্পেশাল উৎসবটিকে নিজের ভাই বোনের কাছে আরো স্পেশাল করে তুলতে নিচে দেওয়া Subho Bhai Phota Bengali Wishes ও Quotes গুলো দিয়ে তাদের ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে দিন।
ভাইয়ের জন্য ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা
করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
ভাই তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ ভাইফোঁটা
আশা করি তুমি জানো
যে আমার গুপ্তধনের
সবচেয়ে মূল্যবান রত্ন তুমি।
এই ভ্রাতৃদ্বিতীয়ার এই পুণ্য
তিথিতে তোমাকে জানাই
শুভ ভাইফোঁটা
আমি কোনদিন শব্দে
বোঝাতে পারব না,
যে তোমার মতন একটা
ভাই পেয়ে আমি কতটা
সৌভাগ্যবান…
সারা জীবন আমাদের
সম্পর্ক যেন এমনি অটুট থাকে।
শুভ ভাইফোঁটা
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা..
যমের বোন দেয় যমকে ফোঁটা,
আমি দি আমার ভাইকে ফোঁটা”
শুভ ভাইফোঁটা
আমার মিষ্টি ভাইকে জানাই
ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা…
শুভ ভাইফোঁটা
বোনের জন্য শুভ ভাইফোঁটার SMS
শুভ ভাইফোঁটা
আমার ছোট্ট বোনকে..
ঈশ্বর যেন সর্বদা
সুখী রাখেন…
আকাশের তারার মতন
উজ্জ্বল হোক তোমার জীবন।
খুশিতে ভরে থাকুক তোমার মন,
ভাইফোঁটার পবিত্রক্ষণে ভাইয়ের
তরফ থেকে তার বোনের জন্য রইলো
অনেক অনেক শুভেচ্ছা
প্রথম যেবার তুই আমাকে ফোঁটা দিয়েছিলি,
সেবার থেকেই তোর ফোঁটা নেওয়ার
অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করি।
শুভ ভাইফোঁটা রে বোন!
তোর ছোট হাতের ছোট আঙুলে
দিবি আমায় ফোঁটা,
তোর জীবনে আমি ছড়িয়ে দেব
রঙিন খুশির ছটা।
শুভ ভাইফোঁটা
তুমি আমার সর্বকালের সেরা বন্ধু…
সবাই যখন আমার রাগ দেখে,
তুমি খুঁজে নাও আমার রাগের কারণ।
তাই তোমাকে আমি এত ভালোবাসি,
আমার হৃদয়ের ছোট্ট বোন্।
শুভ ভাইফোঁটা
দাদার জন্য ভাইফোঁটা কবিতা
ভাইফোঁটা হলো শুধুমাত্র একটি উপসর্গ
তোমাকে এটা বলার জন্য,
যে তুমি পৃথিবীর সবথেকে ভালো দাদা।
শুভ ভাইফোঁটা
প্রিয় দাদা,
ভাইফোঁটা হলো উপযুক্ত সময়
তোমাকে বলার যে তুমি
কতটা স্পেশাল আমার কাছে…
তুমি যেন সারাজীবন খুশিতে থাকো…
আরতি হলো, ফোঁটা হলো,
শেষে হলো মিঠাই,
এবার তো আমার উপহারটা
দাও না দাদাভাই..
শুভ ভাইফোঁটা
ভাইফোঁটার এই পূণ্য উৎসবে
ঈশ্বরের কাছে কামনা করি
যে আমার প্রিয় দাদাকে
যেন কখনো কোনো
দুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে।
শুভ ভাইফোঁটা
তুই আমার না বলা সব কথাগুলো ঠিক বুঝে নিস,
আমার না বলা ব্যথাগুলোও তোর চোখে পড়ে যায়।
তুই আমার সবচেয়ে ভালো দাদা।
শুভ ভাইফোঁটা
দিদির জন্য শুভ ভাইফোঁটা Quotes
ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ,
আমাকে এত যত্নবান দিদি
উপহার দেওয়ার জন্যে।
তিনি সবসময় যেন
আমার দিদিকে সুখী রাখেন।
শুভ ভাইফোঁটা
আমি Lucky যে তোর
মতন একটা যত্নবান দিদি
আছে আমার।
শুভ ভাইফোঁটা
দিদির হাতে নেবো ফোটা
স্নেহের পরশ মেখে ,
কপালে নেবো চুয়া চন্দন,
আর দিদির ভালোবাসা মনে।
শুভ ভাইফোঁটা
পুব আকাশে সূর্য হাসে,
সোনা ভরা সকালে
দিদি আজ দেবে ফোঁটা
আমার কপালে।
শুভ ভাইফোঁটা দিদি
বছর ঘুরে আবার এলো সুখের দিন,
তোর চন্দন ফোঁটা করলো
আমার জীবন রঙিন।
ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ ভাই ফোঁটা ছবি
বোন দেবে আজ ভাইকে ফোঁটা,
পালিয়ে যাবে সব বিপদের কাঁটা।
বোন আমার সবার সেরা
চাইনা কিছু আর তাকে ছাড়া,
ভাতৃদ্বিতীয়া সবার হোক মিষ্টিমুখ
সবার জীবনে থাকুক অনেক সুখ।
।। শুভ ভাতৃদ্বিতীয়া ।।
ফোঁটায় ফোঁটায় বর্ষণ হোক আশীর্বাদ আর ভালবাসা।
সবাইকে জানাই শুভ ভাইফোঁটার শুভেচ্ছা।
সকল ভাই বোনের ভালবাসা যেন সারা জীবন অমর থাকে…
সুখে থাকুক তারা সারা জীবন,
দীর্ঘজীবি হোক সকল ভাই বোনেরা।
শুভ ভাইফোঁটা
প্রতিটি বোনের দেওয়া ফোঁটায়
ভাইয়েদের আয়ুবৃদ্ধি হোক,
একশত বছর..
আর বোনেদের মাথায় রাখা
দাদাদের আশীর্বাদে তাদের
আয়ুও বৃদ্ধি পাক একশত বছর।
শুভ ভাইফোঁটা
আবার হোক বোনেদের ফোঁটাতে
ভাইয়েদের আয়ু বৃদ্ধি..
আবার হোক ভাইয়েদের
পকেট খালি বোনের আবদারে,
আবার আসুক ভাই-বোনেদের
মনে খুশীর আবেশ।
সবাইকে জানাই শুভ ভাইফোঁটা
Bhai Phota Wishes In Bengali
আমার সকল ভাই-বোনের এই ভাইফোঁটা আনন্দ সাথে কাটুক।
শুভ ভাইফোঁটা
মেঘের ফাঁকে ফাঁকে সূর্য দেয় উঁকি,
ভাইয়ের আগমনেমনে আসে প্রীতি,
রক্ত ও নাড়ির টান হৃদয়ের স্পন্দন
যুগে যুগে থেকে যাবে ভাই-বোনের বন্ধন,
ছোটবেলার দুষ্টুমি আর ফেলে আশা স্মৃতি,
কপালে দেব চুয়া-চন্দন ফুল রাশি রাশি,
ভাইয়ের স্নেহ বোনের ভালোবাসা।
শুভ ভাইফোঁটার শুভেচ্ছা।
প্রকৃতির সবচেয়ে পবিত্র
সম্পর্ক গুলোর মধ্যে
অন্যতম হল ভাই-বোনের সম্পর্ক।
আজ তাদের দিন…
সকল ভাই-বোনেদের জানাই
শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
পারিস যদি ফোঁটাটা তুই
বড় করেই দিস,
তার বিনিময়ে তুই আমার কাছ থেকে
যা খুশি তাই নিস ।
শুভ ভাই ফোটা বোন
সারা পৃথিবী খুঁজলেও আমি
তোমার মতন একটা
CUTE ভাই খুঁজে পাবো না।
শুভ ভাইফোঁটা
Bhai Phota Quotes In Bengali
মিষ্টি হাতে আমার
পাগলি ছোট বোন,
ফোটা দেবে আমার
কপালে সে যখন।
দাদা বলে আমায়
ডাকবে তখন,
খুশিতে ভরে যাবে যে
আমার এ মন।
শুভ ভাইফোঁটা
বোনেরা হলো সব দাদাদের সকল দুষ্টুমির সাথী।
মা বাড়িতে না থাকলে মায়ের অভাব পূরণকারী।
সবার ভীষণ আদুরে,
ঈশ্বর সব বোনেদের সুখী রাখুক।
শুভ ভাইফোঁটা
ভাইফোঁটার পুণ্য তিথিতে
কামনা করি সকল
ভাই-বোনেদের জীবন
ভরে উঠুক পরস্পরের
প্রতি অপার ভালবাসায়।
শুভ ভাইফোঁটা
ভাই-বোনের মনের বন্ধনকে
আরো দৃঢ় করে তোলে
ভাইফোঁটা।
অমর হোক ভাই-বোনের এই অটুট ভালোবাসা।
শুভ ভাইফোঁটা
আজকের এই পবিত্র দিনে
সবাইকে জানাই
ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা…
সকল ভাই-বোনের সম্পর্ক
হোক নির্মল ও অটুট..
শুভ ভাইফোঁটা
Bhai Phota Greetings In Bengali
দূরত্বে দৃষ্টি ঝাপসা হতে পারে,
কিন্তু ভাই বোনের ভালোবাসা
দূরত্বের উপর নির্ভর করে না!
ভাই-বোনের ভালোবাসা যেন
চিরকাল এমনই অমলিন থাকে।
শুভ ভাইফোঁটা
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে কপালে দিবে ফোঁটা ভগিনী,
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী।
শুভ ভাই ফোঁটা
এই ভাইফোঁটাতে
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
যে বছর বাড়ার সাথে সাথে
যেন আমাদের ভালোবাসার
এই বন্ধন আরো
দৃঢ় ও মজবুত হয়ে ওঠে..
শুভ ভাইফোঁটা
ভাই বোনের সম্পর্ক হয়ে উঠুক
অটুট ,অপূর্ব ও অমর…
এই কমনা করে সবাইকে
শুভ ভাইফোঁটার শুভেচ্ছা জানাই।
Bhai Dooj Wishes In Bengali
থ্যাঙ্ক ইউ,
সবরকম ভাবে আমাকে
সাহায্য করার জন্য…
আমার সব দরকারে
পশে থাকার জন্য…
সবাই যেন তোমার মতো
একটা দাদা পায়…
শুভ ভাইফোঁটা
বন্ধুরা জীবনে আসে-যায়,
কিন্তু আমার এই বেস্ট দাদাটা
আমাকে ছেড়ে কখনো যাবে না…
আমি জানি।
শুভ ভাইফোঁটা
সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়,
তবে আমাদের ভাই-বোনের
সম্পর্ক আর বন্ধন কখনো বদলাবেনা…
আমার আশীর্বাদ আর ভালবাসা
সবসময় তোর সাথে থাকবে…
শুভ ভাইফোঁটা
বোন-দিদিরা মায়ের মতোই,
শাসন করে, ভালোবাসা দেয়…
বন্ধুত্বের উদাহরণ তারাই,
সকল বিপদে পাশে তাদের পাই …
খুনসুটি আর ঝগড়াঝাটি,
তুলা থাক সব স্মৃতির খাতায়,
ভালো থাকুক সকল বোনেরা,
এইটুকু শুধু এই ভাই চায়….
শুভ ভাইফোঁটার শুভেচ্ছা
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
ভাইকে এই ভাই ফোঁটায় শুভেচ্ছা জানানোর জন্য কোন শুভেচ্ছা টি ব্যবহার করবেনা?
ভাইকে এই ভাই ফোঁটায় শুভেচ্ছা জানানোর জন্য এই শুভেচ্ছা টি ব্যবহার করতে পারেন:-
দিদিকে ভাই ফোঁটা Wish করার জন্য সেরা Bengali Bhai Phota Wish কোনটি?
দিদিকে ভাই ফোঁটা Wish করার জন্য সেরা Bengali Bhai Phota Wish টি হলো:-
ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ,
আমাকে এত যত্নবান দিদি
উপহার দেওয়ার জন্যে।
তিনি সবসময় যেন
আমার দিদিকে সুখী রাখেন।
শুভ ভাইফোঁটা
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের শুভ ভাই ফোঁটা ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bhai dooj quotes in bengali পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।