SSC Full Form and SSC Meaning In Bengali (SSC এর পূর্ণরূপ কি, এসএসসি ফুলফর্ম, SSC এর পুরো নাম ও SSC মানে কি)
স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই SSC শব্দটা প্রায়শই আমাদের কানে আসে। কিন্তু আপনি কি জানেন এই SSC এর পূর্ণরূপ কি অথবা এসএসসি মানে কি? যদি না জেনে থাকেন তাহলে আপনি একদম সঠিক আর্টিকেলটি খুলেছেন। কার আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা SSC এর পূর্ণরূপ কি, এসএসসি মানে কি, SSC পরীক্ষা দেওয়ার যোগ্যতা ও SSC Full Form জানতে চলেছি।
SSC Full Form In Bengali – (SSC এর পূর্ণরূপ কি)
SSC এর Full Form হলো Staff Selection Commission। বাংলা ভাষায় এসএসসি-র পুরো নাম হলো স্টাফ সিলেকশন কমিশন বা কৰ্মচারী চয়ন আয়োগ।
এছাড়াও SSC এর আরো একটি পুরো নাম আছে যা হলো Secondary School certificate। এর বাংলা অর্থ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
SSC কি ও এসএসসি মানে কি -(SSC এর বাংলা অর্থ)
Staff Selection Commission বা SSC হলো ভারত সরকারের একটি বিশেষ সংস্থা যা ভারত সরকারের বিভিন্ন মন্ত্ৰণালয় ও বিভাগে কৰ্মচারীদের নিয়োগ করার কাজ করে। এই সংস্থাটি মূলত ভারত সরকারে গ্রূপ B এবং গ্রূপ C এর কৰ্মচারীদের নিয়োগ করার জন্য পরীক্ষা নিয়ে থাকে। পূর্ববর্তী বছরগুলিতে, স্টাফ সিলেকশন বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছে যেমন :-
- স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা (SSC CGL)
- স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম (SSC CHSL)
- জুনিয়র ইঞ্জিনিয়ার
- স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল
- স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ
- এসআই (কেন্দ্রীয় পুলিশ সংস্থা)
- স্টেনোগ্রাফার সি অ্যান্ড ডি
- ইত্যাদি।
স্টাফ সিলেকশন কমিশন সর্বপ্রথম ৪ ই নভেম্বর ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই সংস্থাটির নাম ছিল Subordinate Services Commission যা পরে গিয়ে ১৯৭৭ সালে Staff Selection Commission এ পরিবর্তিত করা হয়।
SSC এর মূখ্য কার্য্যালয় (সদর দপ্তর)
Staff Selection Commission এর মূখ্য কার্য্যালয় বা সদর দপ্তর বর্তমানে নিউ দিল্লিতে অবস্থিত।
এছাড়াও SSC এর আরো সাতটি আঞ্চলিক ও দুটি সহ-আঞ্চলিক দপ্তর রয়েছে যা প্রয়াগরাজ, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, ব্যাঙ্গালোর, নয়াদিল্লি, রায়পুর ও চণ্ডীগড়ে অবস্থিত।
SSC এর অন্যান্য ফুল ফর্ম
- Shanghai Supercomputer Center 👉 সাংহাই সুপার কম্পিউটার সেন্টার
- Shared services center 👉 শেয়ার্ড সার্ভিস সেন্টার
- Saudi Space Commission 👉 সৌদি স্পেস কমিশন
- Space Systems Command 👉 স্পেস সিস্টেম কমান্ড
- State Security Council 👉 স্টেট সিকিউরিটি কাউন্সিল
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
SSC কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
SSC ৪ ই নভেম্বর ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রথমে SSC এর নাম কি ছিল?
প্রথমে SSC এর নাম ছিল Subordinate Services Commission।
SSC এর মূখ্য কার্য্যালয় কোথায় অবস্থিত?
SSC এর মূখ্য কার্য্যালয় নিউ দিল্লিতে অবস্থিত।