147 টি সেরা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা | শুভ সকাল কবিতা, স্ট্যাটাস ও ছবি

এই আধুনিক ইন্টারনেটের যুগে আমরা স্মার্টফোনে দিয়েই আমাদের দিনের শুরু করি। আমরা সকাল বেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমেই স্মার্টফোনে ব্যবহার করে থাকি। তাই অনেকেই তার প্রিয়জনদের সুপ্রভাত জানানোর জন্য হোয়াটস্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অথবা SMS (খুদে বার্তা) এর ব্যবহার করে থাকে। সেই কোথায় মাথায় রেখে আমরা আপনাদের জন্য ১৪৭ টি সেরা শুভ সকালের সুন্দর ছবিকবিতা নিয়ে এসেছি। এই সুপ্রভাতের শুভেচ্ছা বার্তা গুলো প্রিয়জনদের পাঠিয়ে তাদেরকে একটি সুন্দর এবং খুশিতে ভরা দিনের শুভেচ্ছা জানিয়ে দিন।

আমাদের এই ব্যাস্ততম জীবনে সকালই হলো এমন একটা বিশেষ এবং শান্তি পূর্ণ সময় যখন আমরা কিছু নতুন আশা ও লক্ষ নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করি। প্রতিটি সকাল আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে সাহায্য করে। তাই ইতিবাচক মানসিকতা নিয়ে দিন শুরু করা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে আপনাদের জন্য ২০২৩-এর সেরা মোটিভেশনাল উক্তি ও ইতিবাচক শুভ সকালের কবিতা নিয়ে এসেছি।

সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

আলাে সূর্যের, হােক কিংবা
আশার।
দুটোই জীবনের অন্ধকার
মুছে ফেলে।
🌄শুভ সকাল🌄

শুভ সকাল বন্ধু sms

শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেঁসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় সুপ্রভাত।

শুভ সকাল বুধবার ছবি

ঈশ্বর আমাদের সকলের জীবনেই
সুখ লিখেছেন,
নির্দিষ্ট সময়ে তা আসবে…
কিন্তু তিনি তার ক্যালেন্ডার
আমাদের সাথে শেয়ার করেন না…
🌄সুপ্রভাত🌄

প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।
🌄শুভ সকাল🌄

আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর,
চিরকাল মেঘলা দিন থাকে না…
রোদ নিশ্চয়ই উঠবে।
🌄শুভ সকাল🌄

একটি নতুন সকাল তোমাকে
নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার
মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
🌄শুভ সকাল🌄

আজকের এই নতুন দিনটিকে
মুখে হাসি নিয়ে স্বাগত জানাও,
এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়।
🌄সুপ্রভাত🌄

প্রতিটি মানুষ হাসতে চায়
কান্না ছাড়া,
কিন্তু রামধনু কি দেখা যায়
দু-ফোঁটা বৃষ্টি ছাড়া…
🌄শুভ সকাল🌄

যারা বিশ্বাস করতে জানে,
তারা ধৈর্য্য রাখতেও জানে,
ঈশ্বর সর্বদা ধৈর্য্যশীলদের সঙ্গ দেন..
🌄সুপ্রভাত🌄

গাছে গাছে ডাকছে পাখি,
সূর্য মামা দিলো উঁকি।
হিমেল হাওয়া বলে গেলো,
নতুন দিন শুরু হলো।
জেগে উঠো তারাতারি ,
SMS গেছে তোমার বাড়ি।
🌄শুভ সকাল🌄

শুভ সকাল প্রিয়তমা

শুভ সকাল প্রিয়তমা

“কিছু নুতুন স্বপ্ন কিছু নুতুন আশা
কিছু ভালোবাসা কিছু চাওয়া
কিছু ভালোলাগা নিয়ে তোমাকে বলছি
শুভ সকাল।”

সুন্দর সকালের শুভেচ্ছা

“দিনের শুরুতে বুক ভরা
ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও,
বিনিময়ে এই পাগলটাকে
সারাদিন একটু ভালোবাসা দিও।
•• শুভ সকাল ••”

শুভ সকালের সুন্দর ছবি

প্রতিদিন সকালে উঠেই,
চোখের সামনে তোমার
ছবি ভেসে ওঠে।
আর প্রতিদিন নতুন করে
তোমার প্রেমে পরি।
❦~শুভ সকাল~❦

শুভ সকাল,
দিনের শুরুতে মনে
করিয়ে দিতে চাই,
তুমি আমার জীবনে সব
থেকে বড় পাওয়া।
দিনটা ভালো কাটুক।

ঘুম ভাঙ্গার সাথে সাথেই
কেন জানিনা তোমার
কথা মনে পরে,
আচ্ছা তোমার ও কি
এমন হয়?
❦~শুভ সকাল~❦

“হালকা সালকা মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস।
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে।
কাটুক একটা ভাল দিন,
তোমায় জানাই গুড মর্নিং।”

শুভ সকাল মেসেজ

“তোমার জন্য জোস্না রাত,
রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা,
মিষ্টি সকাল বেলা।
•• শুভ সকাল ••”

শুভ সকাল বন্ধু

কোন এক সাগরের পাশে
অথবা সবুজ কোন সুন্দর দ্বিপে
তোমার কাঁধে মাথা রেখে
জেগে উঠতে চাই,
আর বলতে চাই
সুপ্রভাত প্রিয়তমা।

পৃথিবীর সব থেকে সুন্দর
জিনিষ কি জানতে চাও?
বিছানা থেকে উঠে
আয়নায় নিজের মুখটা
দেখো উত্তর পেয়ে যাবে।
❦~শুভ সকাল~❦

প্রতিদিন ঘুম ভেঙ্গে
ভাবি একদিন তোমার
পাশে জেগে উঠবো,
তোমার মুখটা দেখবো
প্রথম চোখ খুলে।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

সূর্যটাকে খুব হিংসে হয়,
প্রতিদিন সকালে সে
তোমার মুখটা আমার
থেকে আগে দেখে বলে।
❦~শুভ সকাল~❦

কারো জন্যে পৃথিবীর সব
থেকে সুন্দর মুহূর্ত হল
তার ভালোবাসার মানুষের
পাশে জেগে ওঠা,
একদিন আমরা একসাথে
ঘুম থেকে উঠবো।
সেই দিনের অপেক্ষায়
শুভ সকাল শুভেচ্ছা জানাই।

❦~শুভ সকাল~❦
আমার ভালোবাসার সকালটি
তোমায় উপহার দিলাম।
জেগে ওঠো আর আমার
ভালোবাসা গ্রহণ করো।

প্রিয়তমা,
তুমি আমার জীবনের আলো।
তুমি আমার প্রতিটিদিন
আলোকিত করো।
তোমায় শোনাই
এই শুভ সকালে শুভেচ্ছা বানী,
তুমি আমার প্রেমের ফুল,
তুমি আমার রাণী।

গোলাপ ফুলের মত ফুটে
ওঠো প্রতি সকালে,
শুধু আমার ভুবন রাঙাতে।
ধন্যবাদ আমার সুখের
কারণ হবার জন্যে।
Good Morning

পৃথিবীর সব অক্সিজেন ফুরিয়ে
গেলেও আমি বেচে থাকবো,
কারণ তুমিই আমার আলো,
তুমিই আমার বাতাস।
❦~সুপ্রভাত~❦

তুমি হয়তো এখনো
ঘুমের কোলে,
ঠিক এমন সময় তোমার
চুলে হাত রেখে
তোমার কপালে আলতু
করে চুমু দিয়ে, বলতে চাই
❦~শুভ সকাল~❦

শুভ সকাল,
তোমার প্রতিটি দিন আনন্দ,
ভালোবাসা, আদর, যত্নে
ভরিয়ে দিতে চাই।
যতদিন বেচে থাকি
তোমার সাথে সারাজীবন
সূর্যোদয় দেখতে চাই।

শুভ সকাল বন্ধু

কথায় বলে ভালো মানুষের
কথা ভাবলে দিন ভালো যায়..
তাই ভাবলাম, তোমাকে
আমার কথা মনে করিয়ে দিই…
🌄সুপ্রভাত🌄

ঝামেলাবিহীন সুন্দর একটি
দিনের কামনায়,
জানাই শুভ সকাল,
ভালো কাটুক তোমার
আজকের দিন।

সুপ্রভাত শুভেচ্ছা

“চাঁদের আলো ফুরিয়ে এলো,
তারা গুলো সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেঁসে
তারিয়ে দিয়ে রাত,
ভালোবেসে বন্ধু তোমায় জানাই
•• সুপ্রভাত ••”

শুভ সকাল স্ট্যাটাস

“রাতের বুকে মাথা রেখে,
চাঁদ ঘুমায় মনের সুখে।
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু,
ভোরে উঠো হাঁসি মুখে।
•• শুভ সকাল ••”

শুভ সকাল ছবি ডাউনলোড

“নিশি যখন ভাের হবে,
তারা গুলাে নিভে যাবে,
সামনে আসবে নতুন
একটা দিন।
দিন টা হােক অমলিন,
শুভ হােক তােমার প্রতিদিন।
*শুভ সকাল *”

শুভ সকাল ছবি Gif

জীবন মানেই ছুটতে হবে,
থামা মানে শেষ।
দু’দিনের এই ভবে থেকে
কেন হিংসা দ্বেষ।
জীবন থাকুক ভালবাসায়,
বন্ধু থাকুক সাথে।
শুভ কামনা জানিয়ে গেলাম
এই সুপ্রভাতে।
❦~শুভ সকাল~❦

ঘুম ঘুম রাতের শেষে,
সূর্য আবার উঠলো হেঁসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।

শুভ সকাল
মহান সৃষ্টিকর্তা তোমাকে
ভালো রাখুক,
সকল অশুভ শক্তি
থেকে তোমাকে মুক্ত রাখুক।
দিনটা ভালো কাটুক।
Good Morning

“নীল আকাশের মেঘের ভেলায়
দীঘির জলে ফুলের মেলায়,
সবুজ ঘাসের শিশির কণায়
প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানায়
•• শুভ সকাল ••”

তুমি কি জানো প্রতিদিন
কেন সূর্য ওঠে?
সে তোমাকে অভিবাদন
জানাতে,
তোমার ভুবন রাঙ্গাতে ওঠে।
তাই আর দেরি না করে
ঝটপট উঠে পরো।
❦~সুপ্রভাত~❦

শুভ সকাল কবিতা

“পূব আকাশে হাঁসলো রবি,
ফুটলো নতুন আলো।
কোকিল ডাকে কুহূ কুহূ,
ঘুমের নেশা ছাড়ো।
স্নিগ্ধ ভোরো বিদায় নিলো রাত,
SMS-এ জানিয়ে দিলাম
মিষ্টি সুপ্রভাত।”

শুভ সকাল শুক্রবার ছবি

“সকাল বেলার পাখি আমি
ফুলের বাগানে থাকি।
ঘুম থেকে জাগিয়ে দিতে
মিষ্টি শুরে ডাকি।
ভালো থেকো সারা দিন,
তোমাকে জানাই শুভ দিন।”

শুভ সকাল ফুলের ছবি

“গান শােনাল ভােরের পাখি,
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি,
এবার একটু খােল আঁখি
কেটে গেল রাত্রি কাল,
তােমায় জানাই শুভ সকাল।”

শুভ সকাল সোমবার ছবি

“সারা রাত সপ্ন দেখে।
কত ছবি মন আকেঁ।
এমন সময় সপ্নের রাজা।
আমায় বলে দিলো টাটা।
মা এসে দিল ডাকি।
খুলতে হল দুটি আখিঁ।
জেগে দেখি নাই রাত।
তাই সকলকে জানাই
সুপ্রভাত।”

শুভ সকাল ছবি

“ডাকছে তোমায় নীল পড়ি,
গোলাপ বলছে জাগো।
সবুজ পাতা বলছে তোমায়
নয়ন মেলে দেখো।
হরিণ ছানা ডাকছে তোমায়
বাড়িয়ে দুটো হাত।
আমিও তাই বলছি তোমায়
❦~ মিষ্টি সুপ্রভাত ~❦ ”

সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

“একটু খানি শোন্,
একটু আমায় জানো।
একটু সময় দিও,
একটু খবর নিও।
একটু যখন একা,
একটু দিও দেখা।
একটু নিও খোঁজ,
বলব তোমায় রোজ ।
•• শুভ সকাল ••”

“নতুন ভাের নতুন আশা।
নতুন রােদ নতুন আলাে।
মিষ্টি হাঁসি দুষ্ট চোখ।
স্বপ্ন গুলাে পূরণ হােক।
আকাশে সূর্য দিচ্ছে আলাে।
দিনটি তােমার কাটুক ভাল।
•• শুভ সকাল ••”

“সকাল মানে মিষ্টি সূর্য,
রােদের আনাগােনা।
সকাল মানে নীল আকাশে
পাখির গান শােনা।
সকাল মানে জীবন
থেকে একটি দিন কমা।
সকাল মানে জীবন পথে
এগিয়ে চলার তীব্র বাসনা।
•• শুভ সকাল ••”

“রাত ফুরিয়ে হলো ভোর
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো সবাই উঠো চোখটি মেলে দেখো
কি অপরূপ মিষ্টি সকাল
সবাই কে জানাই শুভো সকাল।”

শুভ সকাল স্ট্যাটাস

“জীবন সাজাও স্বপ্ন দিয়ে,
মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ, তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে।”

গুড মর্নিং কবিতা

“নতুন দিন শুরু হল,
মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল,
পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাংলো ।
•• শুভ সকাল ••”

শুভ সকাল ডাউনলোড

“শীতের সকালে,
কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথ্ম গুড মর্নিং
উইশ টা ছিল শুধু আমার।
•• শুভ সকাল ••”

তোমার মুখের হাঁসি,
তোমার সব থেকে
ভালো অলংকার।
আর সুন্দর একটি সকাল,
তাজা আর ফুরফুরে মেজাজ,
তোমার সারাদিনের ভালো
থাকার হাতিয়ার হোক।
❦~শুভ সকাল~❦

শুভ সকাল ছবি

শুভ সকাল ছবি
শুভ সকাল ছবি

শুভ সকাল ফুলের ছবি

সারা দিনের মধ্যে সকাল হলো একটি বিশেষ এবং সুন্দর সময়। আমাদের সকাল টাই বলে দেয় যে আমাদের পুরো দিনটা কেমন যাবে। সেই কারনেই দিনের শুরুটা কে কিছু ভালো কাজ এবং কথা দিয়ে শুরু করা উচিত। তাই আমার আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু শুভ সকাল এর ছবি, সুপ্রভাত কবিতা এবং এসএমএস।

শুভ সকাল ফুলের ছবি
শুভ সকাল ফুলের ছবি
শুভ সকাল ফুলের ছবি
শুভ সকাল ফুলের ছবি
শুভ সকাল
শুভ সকাল

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের সুপ্রভাত এর ছবি এবং শুভ সকালের শুভেচ্ছা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো শুভ সকালের শুভেচ্ছা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment