মহা শিবরাত্রি পূজা পদ্ধতি, মন্ত্র ও নিয়ম | Shivratri Mantra PDF In Bengali

PDF সহ মহা শিবরাত্রি মন্ত্র, শিবরাত্রি পূজা পদ্ধতি এবং শিবরাত্রি ব্রত পালনের নিয়ম [Shivratri Mantra In Bengali pdf]

দেবাদিদেব মহাদেবই হলেন সর্বোচ্চ দেবতা তিনিই সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই তিন কারণের কারণ। প্রতিবছরই ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির পবিত্র মহাশিবরাত্রি দিনে তাঁর আরাধনায় মেতে ওঠেন কোটি কোটি শিব ভক্তেরা। মহাশিবরাত্রি দিনে সারা বিশ্বের কোটি কোটি ভক্তের মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ব্রত পালন করে থাকে। চলতি বছরে এই পবিত্র দিনটি ১৮ই ফেব্রুয়ারি শনিবার পালিত হবে যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের ৫ তারিখে পরছে। পঞ্জিকা অনুযায়ী এবছর মহাশিবরাত্রির তিথি ১৮ই ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টা বেজে ২ মিনিট থেকে শুরু করে ১৯শে ফেব্রুয়ারি বিকেল ০৪.১৮ পর্যন্ত থাকছে।

দেবাদিদেব মহাদেবর আরাধনার অন্যতম প্রধান অংশ হলো ব্রত, মন্ত্র ও পূজার পদ্বতি। এই তিনিটি জিনিস সকল শিব ভক্তেরি জেনে রাখা দরকার। তাই মহাশিবরাত্রির এই পবিত্র দিনের উপলক্ষে আমরা মহাশিবরাত্রির মন্ত্র, পূজা পদ্ধতি এবং ব্রত পালনের নিয়ম নিয়ে আপনাদের কাছে হাজির হলাম।

মহা শিবরাত্রি পূজা পদ্ধতি
মহা শিবরাত্রি পূজা পদ্ধতি

আরো পড়ুন:- মহা শিবরাত্রি শুভেচ্ছা

মহা শিবরাত্রি পূজা পদ্ধতি

মহা শিবরাত্রি পূজা করার অন্যতম প্রধান অংশ হলো শিবরাত্রি ব্রত। তাই সবার প্রথমে আসুন জেনে নেওয়া যাক শিবরাত্রি ব্রত পালনের নিয়ম গুলি।

শিবরাত্রি ব্রত পালনের নিয়ম

শাস্ত্র মতে শিবরাত্রির পূজা দেওয়ার পদ্ধতি অথবা নিয়ম শুরু হয়ে যাই শিবরাত্রির আগের দিন থেকেই। শিবরাত্রির পূজা দেওয়ার জন্য ভক্তদের শিবরাত্রির আগের দিনে শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করতে হয়। রাতে বিছানায় না শুয়ে মাটিতে অথবা খড়ে শুতে হয়। শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই শিবরাত্রির পূজা করতে হয়। তবে উপবাসের দিন ফল ইত্যাদি খাওয়া চলে।

চার প্রহরে মহাদেবের পূজা করার নিয়ম

শাস্ত্র মতে শিবরাত্রির রাত্রিবেলা চার প্রহর ধরে দুধ, দই, ঘৃত ও মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক বা স্নান করাতে হয়। এর মধ্যে :-

  • প্রথম প্রহরে দুধ দিয়ে,
  • দ্বিতীয় প্রহরে দই দিয়ে,
  • তৃতীয় প্রহরে ঘৃত বা ঘৃ দিয়ে
  • ও চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়।

এর পর বেলপাতা, নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করতে হয়। পূজার পর মহাদেবের ১০৮ টি নাম যোগ করে সারারাত জেগে জেগে ভক্তিগীতি গেয়ে ও ব্রতকথা, মন্ত্র আরাধণা করতে হয়।

বাড়িতেই শিবরাত্রির পূজা করার জন্য পূজাসামগ্রী ও নিয়মকানুন

এমন অনেকেই রয়েছন যাঁরা ব্যাস্ত জীবন যাপনের কারণে অথবা আশপাশে পুজো দেওয়ার কোনো মন্দির না থাকার কারণে মন্দিরে গিয়ে শিবরাত্রির পূজা দিতে পারেন না এবং তারা বাড়িতে বসেই শিবরাত্রির পূজা করতে চান। তাদের জন্য প্রয়োজনীয় পূজাসামগ্রী ও নিয়মকানুন গুলি নিম্নরূপ।

প্রয়োজনীয় পূজা সামগ্রী:-

  • একটি শিবলিঙ্গ।
  • শিবলিঙ্গটাকে স্নান করানোর মতো এক ঘটি জল।
  • একটি পাত্র (থালা)।
  • একটি গ্লাস।
  • কোশাকুশি।
  • একটু সাদা চন্দন।
  • আতপ চাল।
  • কয়েকটি ফুল ও বেলপাতা (নীলকন্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল ও অপরাজিতা ফুল হলে ভালো হয়)।
  • ধূপ।
  • প্রদীপ।
  • নৈবেদ্য (ঠাকুরের প্রসাদ) ও পানীয় জল।
  • প্রণামী।

উপরে লেখা সামগ্রী গুলির মধ্যে কোনো একটির জোগাড় যদি আপনি নাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি সেই সামগ্রীটার নাম নিয়ে একটু জল ব্যবহার করতে পারেন। কারণ সমগ্রটাই আপনার ভক্তি, আস্থা, বিশ্বাস ও নিষ্ঠার ওপর নির্ভর করছে।

বাড়িতেই শিবরাত্রির পূজা করার নিয়মকানুন:-

  • স্নান করে আসনে বসে শিব ও দুর্গাকে প্রণাম করবেন।
  • পূজাস্থানে ধূপদীপ জ্বালিয়ে নেবেন।
  • শিবলিঙ্গকে তামা অথবা পাথরের পাত্রে বসানোর চেষ্টা করবেন।
  • শাস্ত্র মতে উত্তরদিক ব্রহ্মলোকপথ তাই মহাদেবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই উচিত।

মহাশিবরাত্রির মন্ত্র

এটা কথিত আছে যে মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তাঁর পূজা করার সময় নিম্নেলিখিত মন্ত্র গুলো জপ করলে আপনার মনোস্কামনা নিশ্চয় পূর্ণ হবে।

আমার আপনাদের আগেই বলেছি যে কোন প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয়। তো আসুন এবার জেনেনি যে শিবলিঙ্গকে স্নান করানোর সময় কোন মন্ত্রটি জপ করতে হয়।

  • প্রথম প্রহর:- ওঁ হৌ ঈশানায় নমঃ।
  • দ্বিতীয় প্রহর:- ওঁ জৌং অঘোরায় নমঃ।
  • তৃতীয় প্রহর:- ওঁ হৌং বামদেবায় নমঃ।
  • চতুর্থ প্রহর:- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ।

এছাড়াও এদিন মহাদেবের সবথেকে গুরুত্ব পূর্ণ মন্ত “ওম নমঃ শিবায়” এর জপ করা উচিত।

শিবরাত্রি পূজা পদ্ধতি মন্ত্র ও নিয়ম pdf

শিবরাত্রি পূজা পদ্ধতি মন্ত্র ও নিয়ম সমূহের PDF টি ডাউনলোড করতে নিচের লিংকটিতে ক্লিক করুন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

শিবরাত্রির পূজার জন্য কোন কোন ফুলের প্রয়োজন হয়?

শিবরাত্রির পূজার জন্য নীলকন্ঠ, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, ইত্যাদি ফুলের প্রয়োজন হয়।

মহাশিবরাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয়?

মহাশিবরাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করতে হয়।

মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয়?

মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করতে হয়।

মহাশিবরাত্রির তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয়?

মহাশিবরাত্রির তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘৃত (ঘৃ) দিয়ে স্নান করতে হয়।

মহাশিবরাত্রির চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয়?

মহাশিবরাত্রির চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করতে হয়।

২০২৩ সালে মহাশিবরাত্রি তিথি কটা থেকে কটা পর্যন্ত থাকছে?

এবছর মহাশিবরাত্রির তিথি ১৮ই ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টা বেজে ২ মিনিট থেকে শুরু করে ১৯শে ফেব্রুয়ারি বিকেল ০৪.১৮ পর্যন্ত থাকছে।

Leave a Comment