আমাদের দেশে প্রশাসনিক কাজকর্মকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য প্রায় প্রতিটি জেলার প্রতিটি সরকারি বিভাগেই একজন করে প্রধান কর্মকর্তাকে নিয়োগ করা হয়, আর এই উপ-বিভাগীয় প্রধান কর্মকর্তাকেই SDO বলা হয়। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা এসডিও-র ফুল ফর্ম, এসডিও-র যোগ্যতা, ও তাঁর কর্তব্য গুলির সম্বন্ধে জানবো।
SDO Full Form In Bengali
SDO-র ফুল ফর্ম হলো Sub Divisional Officer। বাংলা ভাষায় এসডিও-র পূর্ণরূপ হলো সাব ডিভিশনাল অফিসার। এনাকে বাংলাতে উপ-বিভাগীয় কর্মকর্তা বলা হয়।
SDO কাকে বলা হয়
সাধারণত আমাদের দেশে প্রতিটি জেলার বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ ও সমাজকল্যাণ বিভাগ সহ সকল সরকারি বিভাগে একজন করে প্রধান কর্মকর্তা থাকে, আর এই প্রধান কর্মকর্তাকেই এসডিও বলা হয়। এই সরকারি বিভাগ গুলোকে সঠিক ভাবে পরিচালনার করার দায়িত্ব এনার উপরেই থাকে।
কীভাবে SDO হবেন?
রাজ্য সরকার কর্তৃক PCS (পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষার মাধ্যমে এসডিও নিয়োগ করা হয়। তবে এই পরীক্ষায় বসার জন্য আপনাকে সবার প্রথমে ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে।
তাছাড়াও কিছু কর্মচারীকে তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে এসডিওর পদে পদোন্নতি করা যেতে পারে।
SDO হওয়ার যোগ্যতা ও বয়সসীমা
যোগ্যতা:- প্রত্যেকটি কাজেরই একটি নিদিষ্ট যোগ্যতা থাকে। ঠিক সেই রকমি SDO পদে নিযুক্ত হওয়ার কিছু যোগ্যতা রয়েছে, যেমন-
- আপনি যদি এসডিও অফিসার হতে চান, তবে আপনাকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে।
- আপনাকে PCS (পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষায় ভালো রাংকিং এর সাথে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:- এসডিও হওয়ার জন্য নির্ধারিত বয়সসীমাটি নিম্নরূপ-
- জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ২১ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত বয়সসীমা নির্ধারিত করে হয়েছে।
- SC/ST ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ২১ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত বয়সসীমা নির্ধারিত করে হয়েছে।
- OBC ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ২১ থেকে ৩৩ বছর বয়স পর্যন্ত বয়সসীমা নির্ধারিত করে হয়েছে।
SDO-র অন্যান্য ফুল ফর্ম
- Scattered disc object 👉 স্ক্যাটার্ড ডিস্ক অবজেক্ট
- Selective door operation 👉 সিলেক্টিভ ডোর অপারেশন
- Service Data Objects 👉 সার্ভিস ডাটা অব্জেক্টস
- Social dominance orientation 👉 সোশ্যাল ডোমিনেন্স ওরিয়েন্টেশন
- Solar Dynamics Observatory 👉 সোলার ডাইনামিক্স অব্জারভেটরি
- Spatial Data Option 👉 স্পটিয়াল ডাটা অপসন
- Standards Developing Organization 👉 স্ট্যান্ডার্ডস ডেভেলপিং অর্গানিজশন
- Intel Secure Device Onboard 👉 ইন্টেল সিকিউর ডিভাইস অনবোর্ড