ভারতের গুরুত্বপূর্ণ উৎসব গুলির মধ্যে একটি হল সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই বছর ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এই শুভ মুহূর্তে বন্ধু, বান্ধব ও পরিবারের সদস্যদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানানোর জন্য Saraswati Puja Wishes & Saraswati Puja Caption in Bengali পেতে আমাদের এই পোস্টটি পরতে থাকুন।
শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা
সরস্বতী বিদ্যার দেবী
কলম নিলাম হাতে,
চলি যেন সারা জীবন
মাগো তোমার সাথে।
মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী
করুক তোমার মঙ্গল
বিদ্যা বুদ্ধিতে হও যশি,
জীবনে ঘুচুক সব অমঙ্গল।
~শুভ সরস্বতী পূজা~
সকলকে জানাই
সরস্বতী পূজার
আন্তরিক প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
সরস্বতী পূজো এলে
মন আলোয় খুসিতে দোলে,
মাগো তুমি দাও ভরে
বিদ্যা বুদ্ধি আমার কোলে।
সরস্বতী বিদ্যবতী,
প্রার্থনা মা তোমার প্রতি,
সকলকে দিও জ্ঞান উপহার,
সকলের হোক শান্তির সংসার
~সরস্বতী পূজার শুভেচ্ছা~
আজকের এই শুভদিন।
সকল ছাত্র – ছাত্রী
মেতে উঠুক বীনাপানির
আরাধনায়।
সকলকে জানাই সরস্বতী
পূজার শুভেচ্ছা ও ভালােবাসা।
মা সরস্বতীর কৃপায় তােমার
জীবন জ্ঞানের আলােয় উদ্ভাসিত হোক।
সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা
দেবী সরস্বতী যেন তোমার জীবন
জ্ঞানের আলােয় আলােকিত
করে তোলেন।
সরস্বতী পূজোর শুভেচ্ছা
জানাই তােমাকে
Read More:- শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা
Bengali Saraswati Puja Wishes & Greetings
সরস্বতী পূজা বিদ্যার্থীদের কাছে যেমন মা সরস্বতীর কাছ থেকে বিদ্যা এবং জ্ঞান প্রাপ্তির দিন তেমনি প্রেমিদের কাছে এটি একটি ভালবাসার দিন। প্রেমিক ও প্রেমিকাদের কাছে সরস্বতী পূজা হল দ্বিতীয় “ভ্যালেন্টাইন্স ডে“। এবং এই বিশেষ দিনে কাছের মানুষ গুলোকে Happy Saraswati Puja Wish করারা জন্য Bengali Saraswati Puja Wishes, Greetings & Quotes গুলো নিচে দেওয়া রয়েছে।
বিদ্যা বুদ্ধি দাও মা ঢেলে
ঠেকাই মাথা তোমার কোলে।
~শুভ সরস্বতী পূজা~
বসন্ত পঞ্চমী উৎসব
আপনার কাছে ভাণ্য ও
জ্ঞানের সম্পদ বয়ে
নিয়ে আসুক।
~শুভ সরস্বতী পূজা~
সকলকে জানাই
শুভ সরস্বতী পূজার
প্রীতি ও শুভেচ্ছা।
প্রার্থনা করি, শিক্ষার আলাে
ছুঁয়ে যাক সকলকে।
আত্মা বিকশিত হােক।
~শুভ সরস্বতী পূজা~
মা সরস্বতী তােমাকে
অফুরন্ত জ্ঞান এবং বিদ্যা দিক।
তুমি ও তােমার পরিবার
আনন্দের সাথে উদযাপন
করাে আজকের দিনটি।
সকল কে সরস্বতী পূজোর
আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
একে একে দুই হয়
দুয়ে দুয়ে চার
মা এলে বুদ্ধি বারে
বিদ্যা জ্ঞানে অপার।
মায়রে আশির্বাদ যেন তোমার
জীবন নবচেতনার সঞ্চার ঘটে
এই শুভকামনা নিয়ে জানাই
সরস্বতী পূজোর আগাম শুভেচ্ছা।
এই বসন্ত পঞ্চমীতে তোমার
জীবন যেন প্রকৃত
জ্ঞান ও বুদ্ধির আলােয়
পূর্ণ হয়।
সরস্বতী পূজোর আগাম
শুভেচ্ছা রইলাে।
Read This:- শুভ সকাল এর মেসেজ
Saraswati Puja Caption in Bengali
এবছর ভাবছি সরস্বতী
ঠাকুরের পায়ে
বইয়ের বদলে মােবাইল আর
অনলাইন ক্লাসের PDF
গুলাে দেবাে।
মা সরস্বতীর কৃপায়
তোমার জ্ঞান বৃদ্ধি পাক…
শুভ চিন্তার বিকাশ ঘটুক…
~শুভ সরস্বতী পূজা~
সরস্বতী পূজোয় কেউ
হাতটা ধার দিবি।
এমন করে একটা ছবি
তুলেই ফেরত দিয়ে
দিতাম আর কি!
শুভ সরস্বতী পূজা
হাতে কোন কার্ড ছাড়া বন্ধু
দিলাম তোমায় নিমন্ত্রণ
তুমি পূজোয় এসো বন্ধু
রেখো আমার আমন্ত্রণ।
জয় জয় দেবী,
চরাচর সারে,
কুচযােগ শােভিত মুক্তা হারে,
বীণা রঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
শুভ সরস্বতী পূজার
শুভেচ্ছা সকলকে
জ্ঞান, যশ বর্ষিত হােক
তােমার ওপর,
প্রসারিত হােক তােমার
জ্ঞানের ভান্ডার,
সুখী হোক জীবন৷
শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা
Saraswati Puja Quotes In Bengali
পূজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা
পূজো মানে হারিয়ে যাওয়া
প্রেমের ফিরে আসা,
পূজো মানে নতুন করে
আবার ভালোবাসা।
~শুভ সরস্বতী পূজা~
বিদ্যদেবী জ্ঞান প্রদায়িনী,
জ্ঞানের বিকাশ করাে…
অজ্ঞানতার তিমিরতা,
ধরণী থেকে বিনাশ করাে…
~শুভ সরস্বতী পূজা~
তােমার বাহন হাঁসের মতাে,
চরণতলে বসে,
করতে পারি যেন পড়াশােনা,
সহজে অক্লেশে,
বিশ্ব জুড়ে ছাত্র তােমার,
সবার তুমি বরেণ্য,
আশীর্বাদ করাে মা গাে
জ্ঞান ও বিদ্যার বিকাশ
হােক সকলের…
~শুভ সরস্বতী পূজা~
শীতের সকাল শিশির ঘাসে
সূর্য কিরণ লাগে।
বিদ্যা বুদ্ধি জ্ঞানের বর
মাগো চাই তোমার কাছে।
শীত আসলে সরস্বতী
পূজো আসে,
পূজো গেলে মন কাঁদে
মাগো তুমি আসবে আবার
কাঁদিয়ে আমায় বছর বাদে।
বইয়ের সাথে হােক,
পেনে হাতে হােক,
খাতা তােমার কাছে থাকুক
পড়াশােনা দিন রাত হােক
জীবনের প্রতিটি পরীক্ষায় তুমি পাশ করাে,
সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Saraswati Puja Wishes In Bengali গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms)
- বিখ্যাত বাংলা উক্তি | বাছাই করা সেরা মোটিভেশনাল উক্তি {ছবি সহ}
- নতুন বৃষ্টির রোমান্টিক কবিতা | বাছাই করা সেরা সকালের বৃষ্টির কবিতা
- 99+ Best বন্ধু নিয়ে কবিতা | বাছাই করা সেরা বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো স্বরসতী পূজার শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।