সরস্বতী পূজা মন্ত্র, পদ্ধতি ও নিয়ম | Saraswati Puja Mantra PDF In Bengali

PDF সহ শ্রী শ্রী সরস্বতী পূজা মন্ত্র (ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও স্তব মন্ত্র) এবং সরস্বতী পূজা পদ্ধতি [Saraswati Puja Mantra In Bengali]

মা সরস্বতী (saraswati) হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। প্রতিবছর মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই বছর ৫ ই ফেব্র‌ুয়ারি (২২শে মাঘ) পালিত হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সময় (পঞ্চমী তিথি) পড়েছে ৫ই ফেব্র‌ুয়ারি ভোর ৩টা ৪৬ মিনিট থেকে ৬ই ফেব্রুয়ারি ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত। এদিন বাগদেবীর কৃপা লাভ করতে ঘরে ঘরে (শিক্ষা প্রতিষ্ঠানে) মা সরস্বতীর আরাধনা করা হয়। ধর্মপ্রাণ ভক্তরা সকাল থেকে উপবাস করে বাগদেবীর কাছে পুষ্পাঞ্জলি নিবেদন এবং সরস্বতী প্রণাম মন্ত্র পাঠ করে। এছাড়া এইদিন ছোটোছোটো ছেলেমেয়েরা দেবীর সামনে হাতেখড়ি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে শিক্ষার জগতে পা রাখে।

দেবী সরস্বতী আরাধনার অন্যতম প্রধান অংশ হলো দেবীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং স্তব মন্ত্র। এই মন্ত্রগুলি ছাড়া সরস্বতী বন্দনা সম্পন্ন হয় না। তাই বাগদেবী আরাধনার মন্ত্র ও পদ্ধতি সম্পর্কে আজকে আমাদের এই বিশেষ উপস্থাপন সরস্বতী পূজা মন্ত্র, পদ্ধতি ও নিয়ম

সরস্বতী পূজা মন্ত্র
সরস্বতী পূজা মন্ত্র

সরস্বতী পূজার মন্ত্র – (Saraswati Puja Mantra)

বিদ্যার দেবী মা সরস্বতী। মা সরস্বতীকে পূজা করা হয় বিদ্যা ও বুদ্ধি লাভের জন্য। সরস্বতী বন্দনা করার জন্য অনেক প্রকারের মন্ত্র আছে। তবে আজ মূলত আমরা সরস্বতী আরাধনার মূলমন্ত্র গুলি আপনাদের কাছে তুলে ধরবো। সরস্বতী পূজার সমস্ত মন্ত্র গুলি নিচে PDF ফাইলে দেওয়া হলো।

সরস্বতী পূজার ধ্যান মন্ত্র

ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ
কুচভরনমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ
সকলবিভবসিদ্ধৈ পাতু বাগ্দেবতা নমঃ।।

সরস্বতী পূজার স্তব মন্ত্র

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।

পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।

স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।

যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি ওঁ ঐং শ্রীশ্রীসরস্বতীদেব্যৈ নমঃ।।

সরস্বতী পূজার প্রণাম মন্ত্র

জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

সরস্বতী পুজোর হাতেখড়ি দেওয়ার মন্ত্র

সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণি । বিদ্যারম্ভম্ করিস্যামি সিদ্ধং ভবতু মে সদা ॥

বাড়িতে সরস্বতী পূজা করার সহজ পদ্ধতি, নিয়ম বা বিধি

সরস্বতী পূজা পদ্ধতি
সরস্বতী পূজা পদ্ধতি

বাড়িতে নিজেই কিভাবে সরস্বতী মায়ের পূজা করবেন তার সম্পূর্ণ পদ্ধতি বা রীতি এখানে দেওয়া হলো।

  • সরস্বতী পূজার দিন সকালে শরীরে কাচা হলুদ বাটা মেখে স্নান করা উচিৎ। এরপর শুদ্ধ বস্ত্র(কালো রং বাদে) পরিধান করে পূজা অনুষ্ঠান শুরু করুন।
  • পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। সাথে বাজার থেকে আনা সমস্ত পুজোর সামগ্রী এবং ফুল বেলপাতাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন।
  • একটি পরিষ্কার জলচৈকিতে আলপনা এঁকে, সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পেতে তার উপর দেবীর মূর্তিকে উত্তর বা পূর্ব দিকে স্থাপন করুন।
  • দেবীর মূর্তি স্থাপনের পর দেবীর ললাটে লাল চন্দনের ফোঁটা দিন এবং চন্দন সহযোগে ফুলের মালা দেবীকে নিবেদন করুন। আর মা সরস্বতীর ডানহাতে চাদমালা পরিয়ে দিন।
  • এরপর দেবীর চরণের কাছে দুধ দ্বারা পূর্ণ করা দোয়াত, খাগের কলম ও একটি কুল রাখুন। এছাড়া কুলসহ পাঁচটি ফল পরিষ্কার জলে ধুয়ে দেবীর সামনে রাখুন।
  • এবার মা সরস্বতীর সামনে অষ্টদল পদ্মফুলের আলপনা এঁকে তার উপর ঘট স্থাপন করুন। ঘট স্থাপনের জন্য গঙ্গামাটি, ধান, দূর্বা, আম্রপল্ল, সসিশ ডাব, সিঁদুর, ঘটাছাদন বস্ত্র, বেলপাতা, পলাশ ফুল ও আতকচালের ব্যবহার অবশ্যই করবেন।
  • এরপর মা সরস্বতীর উদেশ্যে চালের নৈবেদ্য ও ভোগ নিবেদন করে পুজোয় বসুন।
  • প্রথমে দেবীর সামনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে হতে গঙ্গাজল নিয়ে তিনবার ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু বলে মুখে ছিটিয়ে নিন।
  • তারপর বিষ্ণু স্বরণ করে প্রণাম জানান এবং সেই সঙ্গে ভগবান শ্রীগণেশ ও সূর্যদেবকে প্রণাম জানান। যদি দীক্ষামন্ত্র লাভ করে থাকেন তাহলে অবশ্যই গুরুপ্রণাম জানিয়ে পূজা শুরু করুন।
  • এখন হাতে ফুল নিয়ে মা সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবীর চরণে চন্দন সহযোগে ফুলটি নিবেদন করুন। এবং দেবীর পাশে রাখা বই ও বাদ্রযন্ত্রে ফুল দিন।
  • এরপর দেবী সরস্বতীর স্তব মন্ত্র পাঠ করুন এবং হাতে ফুল ও বেলপাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন।
  • এবার দুহাত জোড় করে মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করুন।
  • সবশেষে কপ্পুর সহযোগে ধুপ, দীপ, পঞ্চপ্রদিপ, চামোর, জলসঙ্খো, ফুল ইত্যাদি দিয়ে মায়ের আরতি করুন।
  • পূজার পরদিন দেবীর চরণে অর্পিত করা বেলপাতাই ওঁ সরস্বত্যৈ নমঃ মন্ত্রটি লিখে সযত্নে আশীর্বাদ স্বরূপ বইয়ের ভিতর বা বদ্রযন্ত্রে অবশ্যই রাখবেন।
  • পঞ্চমী তিথি শেষ হয়ে গেলে পরের দিন(শনি ও মঙ্গলবার বাদ দিয়ে) দেবীর মূর্তি বিসর্জন করতে হবে।

আরও পড়ুন:- সরস্বতী পূজার শুভেচ্ছা

Saraswati Puja Mantra PDF In Bengali

সরস্বতী পূজার মন্ত্র PDF টি বাংলাতে ডাউনলোড করতে নিচের লিংকটিতে ক্লিক করুন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

চলতি বছরের কত তারিখে সরস্বতী পূজা পালিত হচ্ছে ?

এই বছর ২৬শে জানুয়ারি (১১ই মাঘ) সরস্বতী পূজা পালিত হচ্ছে।

পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পূজার দিন ক্ষণ কি থাকছে ?

২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা বেজে ২০ থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত সরস্বতী পূজার দিন ক্ষণ থাকবে।

Leave a Comment