[Top 25] শুভ রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | শুভ রাখি পূর্ণিমা কবিতা

Bengalisms আপনাদের জন্য এই রাখিতে নিয়ে এসেছে ২০২২ সালের সেরা কিছু শুভ রাখি বন্ধন কবিতা, রাখি বন্ধনের শুভেচ্ছা, রাখি বন্ধন নিয়ে কিছু কথা, রাখি বন্ধন স্ট্যাটাস, রাখি বন্ধন ক্যাপশন ও রাখি বন্ধন উক্তি।

রাখি পূর্ণিমার পবিত্র দিনে ভাই-বোনকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানানোর জন্য আপনি যদি একটি সুন্দর রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা বা কবিতা খুঁজে থাকেন! তাহলে আপনি একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন। আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে কিছু সেরা কিছু রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা ও রাখি বন্ধন কবিতা নিয়ে এসেছি, যা আপনি খুব সহজেই কপি করে সোশ্যাল মিডিয়া অথবা নিজের প্রিয়জনদের পাঠাতে পারবেন।

রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি অন্যান্য হিন্দু উৎসবের থেকে অনেকটাই আলাদা। এই উৎসবটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা ও স্নেহের উৎসব। ভারতে এই উৎসবটি পৌরাণিক কাল থেকেই পালিত হয়ে আসছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এইদিন বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গলের জন্য তাদের হাতে রাখী পড়িয়ে থাকে। অপরদিকে এই দিন ভাইয়েরা তাদের বোনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। ভাই-বোনের এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা আপনাদের জন্য রাখি বন্ধন স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি।

শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা

এলো উৎসব রাখীর,
কত খুশীর বাহার,
বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতে
ভালোবাসায় ভরা উপহার..
শুভ রাখী পূর্ণিমা

রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা
রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা

ইচ্ছে করছে বোনরে তোকে
সোনা বলে ডাকি,
আজকে তোর ছোট্ট হাতে
পড়ব আমি রাখী।
তোর দুষ্টু দাদা তোকে
ডাকছে কাছে আয়,
যত খুশি রাখী পরিয়ে দে
এই হাতটায়।
শুভ রাখী বন্ধন

রাখি বন্ধনের শুভেচ্ছা
রাখি বন্ধনের শুভেচ্ছা

Also See:- শুভ রাখি বন্ধন ছবি

রাখীর এই পূণ্য উৎসবে
ঈশ্বরের কাছে কামনা করি
যে আমার প্রিয় বোনটাকে
যেন কখনো কোনো
দুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে।
শুভ রাখী পূর্ণিমা

শুভ রাখি বন্ধন
শুভ রাখি বন্ধন

আরতি হলো,
রাখী পড়ানো হলো,
শেষে হলো মিঠাই,
এবার তো আমার উপহারটা
দাও না দাদাভাই..
শুভ রাখীবন্ধন

রাখি পূর্ণিমার শুভেচ্ছা
রাখি পূর্ণিমার শুভেচ্ছা

আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথী,
পৃথিবী জুড়ে বাজে মধুর গীতি,
ভ্রাতার হাতে পরাবে সুতা ভগিনী,
উৎসবে মুখরিত আজ বিশ্ব ধরণী
শুভ রাখী পূর্ণিমা

রাখি বন্ধন শুভেচ্ছা
রাখি বন্ধন শুভেচ্ছা

Also Read:- Rakhi Bandhan Quotes In Bengali

চন্দনের টিকা, রেশমি সুতো।
বর্ষার এই মনোরম সৌন্দর্য,
ভাইয়ের আশা, বোনের ভালোবাসা
তোমাকে জানাই রাখী বন্ধন
উৎসবের শুভেচ্ছা

শুভ রাখি বন্ধন শুভেচ্ছা
শুভ রাখি বন্ধন শুভেচ্ছা

আজকের এই পবিত্র দিনে
সবাইকে জানাই
রাখী বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা…
সকল ভাই-বোনের সম্পর্ক
হোক নির্মল ও অটুট..
শুভ রাখীবন্ধন

শুভ রাখি বন্ধন ছবি
শুভ রাখি বন্ধন ছবি

আকাশের তারার মতন
উজ্জ্বল হোক তোমার জীবন…
খুশিতে ভরে থাকুক তোমার মন..
রাখীবন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের
তরফ থেকে তার বোনের জন্য
অনেক অনেক শুভেচ্ছা

শুভ রাখি বন্ধনের ছবি
শুভ রাখি বন্ধনের ছবি

শুভ রাখী পূর্ণিমা স্ট্যাটাস

ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ,
আমাকে এত যত্নবান বোন
উপহার দেওয়ার জন্যে
তিনি সবসময় যেন
আমার বোনকে সুখী রাখেন…
শুভ রাখীবন্ধন

শুভ রাখী পূর্ণিমা স্ট্যাটাস
শুভ রাখী পূর্ণিমা স্ট্যাটাস

প্রিয় দাদা,
রাখী হলো উপযুক্ত সময়
তোমাকে বলার যে তুমি
কতটা স্পেশাল আমার কাছে
তুমি যেন সারাজীবন খুশিতে থাকো…

শুভ রাখী পূর্ণিমা
শুভ রাখী পূর্ণিমা

করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
বোন তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

রাখি পূর্ণিমা 2022
রাখি পূর্ণিমা 2022

শুভ রাখী পূর্ণিমা
আমার ছোট্ট বোনকে..
ঈশ্বর যেন সর্বদা
সুখী রাখেন…

হ্যাপি রাখি
হ্যাপি রাখি

দূরত্বে দৃষ্টি ঝাপসা হতে পারে,
কিন্তু ভাই বোনের ভালোবাসা
দূরত্বের উপর নির্ভর করে না!
ভাই-বোনের ভালোবাসা যেন
চিরকাল এমনই অমলিন থাকে।
শুভ রাখী বন্ধন

রাখি বন্ধন এর শুভেচ্ছা
রাখি বন্ধন এর শুভেচ্ছা

কাছে দুরে যেখানেই থাকো
আমার এই রাখী তোমায়
আমার কথা মনে করাবে..
তোমায় রক্ষা করবে..
তোমার সব বিপদ কাটাবে…
শুভ রাখী বন্ধন

শুভ রাখি বন্ধন ভাই
শুভ রাখি বন্ধন ভাই

আজ তুই দিলি বেঁধে
হাতে ভালোবাসার বন্ধন,
এই বন্ধন হয়ে থাকে
যেনো সদা চিরন্তন।
শুভ রাখী পূর্ণিমা

শুভ রাখী পূর্ণিমা 2022
শুভ রাখী পূর্ণিমা 2022

শুভ রাখি বন্ধন কবিতা

মায়ের পরে যদি কোন
ভালবাসা থাকে
তা হলও বোনের ভালবাসা
শুভ রাখী পূর্ণিমা

শুভ রাখি বন্ধন কবিতা
শুভ রাখি বন্ধন কবিতা

আছি আমি অনেক দূরে,
যায়নি আমি তোমায় ভুলে!
আজকে তাই পড়ছে মনে,
ভাবায় আমায় ক্ষনে ক্ষনে!
হৃদয় জুড়ে আছো তুমি,
আমার মনে, আমার প্রাণে !
শুভ রাখী পূর্ণিমার শুভেচ্ছা

রাখি বন্ধন কবিতা
রাখি বন্ধন কবিতা

রাখী হলো শুধুমাত্র একটি উপসর্গ
তোমাকে এটা বলার জন্য,
যে তুমি পৃথিবীর সবথেকে ভালো দাদা।
শুভ রাখী বন্ধন

রাখি বন্ধনের কবিতা
রাখি বন্ধনের কবিতা

রাখী হলো এমন এক সুতো,
যা দুটোকে আত্মাকে একটি
আনন্দের বাঁধনে বেঁধে রাখে…
শুভ রাখী পূর্ণিমা

রাখি বন্ধন কবিতা 2022
রাখি বন্ধন কবিতা 2022

যেদিন তুই ডেকেছিলি
দাদা বলে আমাকে,
ভরে ছিলো মন আমার
তোর ওই মুখের ডাকে।
শুভ রাখীবন্ধন

শুভ রাখি বন্ধন কবিতা  2022
শুভ রাখি বন্ধন কবিতা 2022

আমার এত বন্ধু থাকা সত্ত্বেও
যখন আমার মন খারাপটা
কেউ ভালো করতে পারে না,
তখন শুধুমাত্র আমার
মিষ্টি বোনের মিষ্টি হাসি
আমায় মন ভালো করে দেয়।
তাই তো আমার এই
বোনটাকে আমি এত ভালবাসি…
শুভ রাখীবন্ধন

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

বোনের জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধন কবিতা কোনটি?

বোনের জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধন কবিতা টি হলো:-
ইচ্ছে করছে বোনরে তোকে
সোনা বলে ডাকি,
আজকে তোর ছোট্ট হাতে
পড়ব আমি রাখী।
তোর দুষ্টু দাদা তোকে
ডাকছে কাছে আয়,
যত খুশি রাখী পরিয়ে দে
এই হাতটায়।
শুভ রাখী বন্ধন

দিদির জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা কোনটি?

দিদির জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা টি হলো:-
ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ,
আমাকে এত যত্নবান দিদি
উপহার দেওয়ার জন্যে।
তিনি সবসময় যেন
আমার দিদিকে সুখী রাখেন।
শুভ রাখীবন্ধন

দাদার জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধনের মেসেজ কোনটি?

দাদার জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধনের মেসেজ বার্তা টি হলো:-
প্রিয় দাদা, রাখী হলো উপযুক্ত সময়
তোমাকে বলার যে তুমি
কতটা স্পেশাল আমার কাছে।
তুমি যেন সারাজীবন খুশিতে থাকো।

ভাই এর জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধন স্ট্যাটাস কোনটি?

ভাই এর জন্য রাখি পূর্ণিমার সেরা রাখি বন্ধনের স্ট্যাটাস বার্তা টি হলো:-
করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
ভাই তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের রাখি বন্ধন কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো রাখি বন্ধনের শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment