Phd Full Form In Bengali | পিএইচডি-র পুরো নাম কি

সকলেই জীবনে কিছু না কিছু করার স্বপ্ন দেখে, এবং আপনি যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক বা অন্য কোনো ক্ষেত্রে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে নিশ্চয় পিএইচডি কমপ্লিট করতে হবে। কিন্তু PhD কমপ্লিট করার আগে PhD সংক্রান্ত বেসিক তথ্য গুলি আপনার জেনে রাখা দরকার। যেমন PhD কি, পিএইচডি-র ফুল ফর্ম কি, PhD কত বছরে কোর্স, PhD করতে কত খরচ হয় ইত্যাদি।

Phd Full Form In Bengali

Phd Full Form In Bengali
Phd Full Form In Bengali

PhD-র ফুল ফর্ম হলো Doctor of Philosophy। বাংলা ভাষায় পিএইচডি-র পূর্ণরূপ হলো ডক্টর অব ফিলোসফি। এটি ডক্টরেট ডিগ্রি নামেও পরিচিত। অক্সফার্ড উনিভার্সিটি সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে PhD-কে DPhil বলা হয়।

PhD কি?

PHD একটি উচ্চ স্তরের শিক্ষাগত ডিগ্রী। মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পরেই আপনি PhD করতে পারবেন। যে ব্যাক্তি PhD কমপ্লিট করে তার নামের আগে ডক্টর (Dr.) উপাধিটি যুক্ত হয়ে যায়। সাধারণত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক বা অন্য ক্ষেত্রে বিজ্ঞানী হিসাবে কাজ করার জন্য এই ডিগ্রিটির প্রয়োজন হয়।

PhD কত বছরে কোর্স?

সাধারণত PhD কমপ্লিট করতে চার থেকে পাঁচ বছর সময় লাগে। তবে PhD কমপ্লিট করার জন্য কোনো নিদিষ্ট সময় সীমা নেই। এটা সম্পূর্ণ সেই দেশের উপর নির্ভর করে যেই দেশে আপনি পড়াশোনা করছেন।

PhD করতে কত খরচ হয়?

এই প্রশ্নটা বেশিরভাগ বিদ্যার্থীর মাথাতেই ঘোরে। যে PhD করার জন্য কত টাকার প্রয়োজন হয়। তবে এই প্রশ্নটার কোনো নিদিষ্ট উত্তর নেই। কারণ এটি সম্পূর্ণ সেই বিশ্ববিদালয়ের ওপর নির্ভর করে যেই বিশ্ববিদালয়ের আপনি PhD করতে চান। সাধারণত বেসরকারি বিশ্ববিদালয়ের থেকে সরকারি বিশ্ববিদালয় গুলোতে তুলনা মূলক ভাবে কম খরচ হয়। তবে সরকারি বিশ্ববিদালয়ে PhD করার সুযোগ খুব মেধাবী ও পরিশ্রমী বিদ্যার্থীরাই পায়।

কোন কোন বিষয়ে PhD করা যাই?

আপনি নিজের পছন্দ মতো যেকোনো বিষয়েই PhD করতে পারেন। পিএইচডি করার জন্য কয়েকটি কমন বিষয়-

  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • ভূগোল
  • সায়েন্স
  • রসায়ন
  • পদার্থবিদ্যা
  • বায়োলজি
  • অ্যাকাউন্টিং
  • প্রাণিবিদ্যা
  • সার্জারি ইত্যাদি।

Leave a Comment