Twitter CEO Parag Agrawal Biography In Bengali | পরাগ আগরওয়াল জীবনী

পরাগ আগরওয়াল জীবনী (Parag Agarwal Biography, height, net worth In Bangla): পরাগ আগরওয়াল হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, যিনি বর্তমানে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম Twitter-এর CEO পদে কর্মরত রয়েছেন। আজ এই পোস্টে আমরা পরাগ আগরওয়ালের জীবনী ও তাঁর Twitter CEO হওয়ার যাত্রার ব্যাপারে বিস্তারিত জানতে চলেছি।

পরাগ আগরওয়াল কে?

পরাগ আগরওয়াল হলেন একজন ইন্দো-মার্কিন প্রযুক্তি নির্বাহী ও সুপরিচিত মাইক্রো ব্লগিং সাইট Twitter-এর বর্তমান সিইও।

কিভাবে টুইটারের সিইও হলেন পরাগ আগরওয়াল?

পরাগ আগরওয়াল ২০১১ সালে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রূপে টুইটার কোম্পানির সাথে যুক্ত হন এবং ২০১৭ সালে তাঁর কর্ম দক্ষতার ওপর নির্ভর করে তাঁকে টুইটার কোম্পানির Chief Technology Officer (CTO) রূপে নিযুক্ত করা হয়। এরপর ২০২১ সালের ২৯-শ নভেম্বর Twitter-এর CEO পদ থেকে জ্যাক ডরসি পদত্যাগ করার পর এই পদের দায়িত্ব পরাগ আগরওয়ালের হাতে দেওয়া হয়।

পরাগ আগরওয়ালের জীবনী (Parag Agrawal Biography In Bengali)

Twitter CEO Parag Agrawal Biography In Bengali | পরাগ আগরওয়াল জীবনী
Twitter CEO Parag Agrawal Biography In Bengali | পরাগ আগরওয়াল জীবনী
নাম (Name) পরাগ আগরওয়াল
বিখ্যাত হওয়ার কারণ (Famous For)টুইটারের নতুন সিইও
টুইটারে যোগদান করার সাল২০১১
জন্ম তারিখ (Date of birth)১৯৮৩ অথবা ১৯৮৪
বয়স (Age)৩৭ বছর
জন্মস্থান (Birth Place)মুম্বাই, মহারাষ্ট্র
বর্তমান ঠিকানা (Hometown)সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক, পিএইচডি
বিদ্যালয় (School )অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল, মুম্বাই
কলেজ (Collage )আইআইটি মুম্বাই, ভারত।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র।
পেশা (Profession) টুইটার সিইও
ধর্ম (Religion)হিন্দু
চোখের রঙ (Eye Color)কালো
চুলের রঙ (Hair Color)কালো
জাতীয়তা (Nationality)ভারতীয়
বৈবাহিক অবস্থা (Marital Status)বিবাহিত
স্ত্রীর নাম (Wife)বিনীতা আগরওয়াল
মোট সম্পদ (Net Worth ) $1.5 Million
পরাগ আগরওয়ালের জীবনী (Parag Agrawal Biography In Bengali)

পরাগ আগরওয়াল প্রাথমিক জীবন

পরাগ আগরওয়াল আগরওয়াল ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় পরমাণু শক্তি বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন এবং তার মা একজন বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পরাগ আগরওয়াল শিক্ষা জীবন

পরাগ আগরওয়াল অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল থেকে তার হায়ার সেকেন্ডারি কপ্লিট করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি (PhD) লাভ করেন। স্ট্যানফোর্ডে পড়ার সময় তিনি মাইক্রোসফট, ইয়াহুর মতো টেক কোম্পানিতে ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন।

পরাগ আগরওয়াল মোট সম্পদ

ইন্টারনেট থেকে সংগৃহিত তথ্য অনুযায়ী টুইটারের নতুন সিইও পরাগ আগরওয়ালের সম্পদ প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন মুদ্রার আশপাশে হবে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি ২৬ লক্ষ টাকার মতো হবে।

সালমোট সম্পদ (USD)মোট সম্পদ (INR)
2021$1.5 Million₹11,26,89,750.00
2020$1.3 Million₹9,76,30,650.00
2019$1 Million₹7,51,00,500.00
2018$0.7 Million₹5,25,81,340.00
2017$0.5 Million₹3,75,58,100.00
পরাগ আগরওয়াল মোট সম্পদ সাল অনুযায়ী

পরাগ আগরওয়ালের সোশ্যাল একাউন্টস

আরও পড়ুন:- হরনাজ সান্ধু (মিস ইউনিভার্স 2021) জীবন পরিচয়

Leave a Comment