আমাদের দেশ থেকে প্রতিবছরই হাজার হাজার নাগরিক চাকরি বা উচ্চশিক্ষার উদ্যেশে বিদেশে যান এবং সেখানে গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করেন। এই রকমের বিদেশি ভারতীয়দেরকেই NRI বলা হয়। আজ এই পোস্টের মাধ্যমে আমরা NRI এর পুরো নাম ও এনআরআই সংক্রান্ত বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
NRI Full Form In Bengali
NRI-র ফুল ফর্ম হলো Non-Resident Indian। বাংলা ভাষায় NRI-এর পূর্ণরূপ হলো নন-রেসিডেন্ট ইন্ডিয়ান। একে বাংলাতে অনাবাসী ভারতীয় বা প্রবাসী ভারতীয় বলা বলা হয়। আবার এদেরকে PIO (Persons of Indian Origin) বলা হয়ে থাকে। NRI সেইসব ভারতীয়দের বলা হয় যারা কাজ, শিক্ষা, বাসস্থান বা অন্য কোনও উদ্দেশ্য বিদেশে গিয়ে বসবাস করে। ভারতীয় বিদেশমন্ত্রকের অনুসারে সারা বিশ্বে প্রায় ৩.৬ কোটি NRI রয়েছে।
কাদের NRI বলা হয়?
NRI দের নিম্নরূপে ভাগ করা হয়-
- সেই সব ভারতীয় নাগরিক যারা বিদেশে পড়াশোনা, কর্মসংস্থান ও ব্যবসা করতে যান।
- সেই সব ভারতীয় নাগরিক যারা বিদেশে সরকারী সংস্থাগুলি যেমন IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল), UNO (জাতিসংঘের সংস্থা), বিশ্বব্যাংক ইত্যাদিতে কাজ করতে যান।
- সেই সব কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মকর্তারা যারা বিদেশে কাজ করছেন।
Non-Resident Indian Day বা প্রবাসী ভারতীয় দিবস
ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের (NRI) অবদানের কথা স্মরণ করে প্রতি বছর ৯ই জানুয়ারি Non-Resident Indian Day বা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন বলে এই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। প্রতি বছর হাজার হাজার অনাবাসী ভারতীয়রা এই অনুষ্ঠানে অংশগ্রন করে।
NRI এর ফুল ফর্ম কি
- National Radio Institute 👉 ন্যাশনাল রেডিও ইনস্টিটিউট
- National Resources Inventory 👉 ন্যাশনাল রিসোর্সেস ইনভেন্টরি
- Needham Research Institute 👉 নিধাম রিসার্চ ইনস্টিটিউট
- Networked Readiness Index 👉 নেটওয়ার্কের রেডিনেস ইনডেক্স
- Nomura Research Institute 👉 নমুড়া রিসার্চ ইনস্টিটিউট
- Non-roster invitee 👉 নন-রোস্টার ইনভাইট