কিভাবে জানবেন আপনার বাড়ির পাশে নতুন আধার কার্ড কোথায় হচ্ছে অথবা আপনার বাড়ির পাশে কোথায় আধার কার্ড আপডেট করা হচ্ছে – (How to know where the new Aadhaar card is being generated in Bengali)
পরিবারের নতুন সদস্যের আধার কার্ড বানাতে চান? কিন্তু আপনার বাড়ির পাশে কোথায় নতুন আধার কার্ড তৈরী করা হচ্ছে তা জানেননা? অথবা আধার কার্ড সংসোধন এবং আপডেট করার জন্য আধার এনরোলমেন্ট সেন্টার খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক আর্টিকেলে এসেছেন। কারণ আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তা কিভাবে জানবেন তার একটি স্টেপ-বাই-স্টেপ গাইড নিয়ে এসেছি।
কিভাবে জানবেন নতুন আধার কার্ড কোথায় হচ্ছে
বর্তমান সময়ে আধার কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে উঠেছে। সরকারি স্কিম থেকে শুরু করে ব্যাঙ্কের KYC ও কোভিড ভ্যাকসিন এখন সর্বত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। তাই ছোটো থেকেই সকল ভারতীয় নাগরিকের আধার কার্ড থাকা প্রয়োজনীয়। এবং আপনিও নিশ্চয় আপনার সন্তানের জন্য নতুন আধার কার্ড এপ্লাই করতে চান। কিন্তু আপনার এলাকায় নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তা কি করে জানবেন?
আজকের এই আর্টিকেলে আমরা এই প্রশ্নের উত্তরই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
আরো জানুন:- KYC (কেওয়াইসি) কি ও এর পুরো নাম কি
নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তা জানার পদ্ধতি
- নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তা জানার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আধার কার্ডের সরকারি ওয়েবসাইটে https://uidai.gov.in/ এ যেতে হবে।
- তার পর সেখান থেকে আপনার পছন্দের ভাষা বেছে নিতে হবে। যেহেতু বর্তমানে বাংলা ভাষাটি ঠিক ভাবে কাজ করছেনা, তাই আমি এখানে “English” বেছে নিয়েছি।
- তার পর আপনার মোবাইলে আধার পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে, এখন থেকে Get Aadhaar শাখার অন্তর্গত “Locate an Enrolment Center” এ ক্লিক করতে হবে। এর পর আপনার মোবাইলে একটি নতুন উইন্ডো খুলবে।
- নতুন উইন্ডোতে এসে “Postal (PIN) Code” বাটনে ক্লিক করলে একটি ফর্ম খুলবে।
- এই ফর্মে আপনার পোস্টাল পিন কোড দিয়ে নিচের ক্যাপচাটি ফিলাপ করে “Locate Enrolment Center” বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করতে হবে।
- তারপর আপনার এলাকায় যেখান যেখানে নতুন আধার কার্ড তৈরী করা হচ্ছে তার একটি লিস্ট চলে আসবে।
নতুন আধার কার্ড করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে
নতুন আধার কার্ডের জন্য এপ্লাই করতে চার ধরণের ডকুমেন্টের প্রয়োজন হয়। এগুলি হলো:-
- Identity proof
- Address proof
- Date of birth proof
- Proof of relationships
তবে আবেদনকরি পাঁচ বছরের কম বয়সী হলে তার আধার কার্ড করার জন্য নিম্নের ডকুমেন্ট গুলি লাগবে।
- তার পিতামাতা/অভিভাবকদের একজনকে সন্তানের পক্ষে প্রমাণীকরণ করতে হবে এবং তালিকাভুক্তি ফর্মে স্বাক্ষর করে নাবালকের তালিকাভুক্তির জন্য সম্মতি দিতে হবে।
- যদি শিশুটি একজন (NRI) এনআরআই হয় তাহলে তার Identity proof এর জন্য ভারতীয় পাসপোর্ট প্রয়জন হবে।
- যদি শিশুটি ভারতীয় বাসিন্দা হয় তাহলে Proof of relationships এর জন্য জন্ম সার্টিফিকেটে ও পিতামাতার আধার কার্ডের প্রয়োজন হবে।
আরো জানুন:- এনআরআই এর পুরো নাম কি ও NRI কাদের বলে
তবে যদি আবেদনকরি ৫ থেকে ১৮ বছরের মধ্যে হয় এবং তার কাছে Identity proof এর ডকুমেন্ট যেমন ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড এবং Address proof এর ডকুমেন্ট রেশন কার্ড, পাসবুক, ব্যাংক দলিল, বীমা নথি ইত্যাদি থাকে তাহলে Proof of relationships এর ডকুমেন্টের প্রয়োজন হবেনা।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
বাচ্ছাদের আধার কার্ড করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়?
বাচ্ছাদের আধার কার্ড করার জন্য পিত/মাতার আধার কার্ড ও শিশুর জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয়।
নতুন আধার কার্ড তৈরী করার জন্য কত টাকা লাগে?
নতুন আধার কার্ড বিনা মূলে তৈরী হয়।
NRI শিশুদের আধার কার্ড করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়?
NRI শিশুদের আধার কার্ড করার জন্য ভারতীয় পাসপোর্টের প্রয়োজন হয়।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন