নাসা (NASA) ফুল ফর্ম | NASA Full Form In Bengali

নাসার ফুল ফর্ম কি, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত, নাসার কাজ কি, নাসার বিজ্ঞানীদের বেতন কত ইত্যাদি – (NASA Full Form and Meaning In Bengali)

আজকাল প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ধরণের নিউজ পোর্টালে শুনে থাকি যে নাসা (NASA) এই টেলিস্কোপ লঞ্চ করতে চলেছে, NASA ওই গ্রহে জলের সন্ধান পেয়েছে ইত্যাদি। কিন্তু এই নাসার ফুল ফর্ম কি অথবা নাসার কাজ কি তা অনেকেই জানেনা। তাই আজকের এই আর্টিকেলে আমরা নাসা সম্পর্কিত বেসিক তথ্য যেমন NASA এর পুরো নাম কি, নাসার কাজ কি, নাসার বিজ্ঞানীদের বেতন কত ইত্যাদি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।

NASA Full Form In Bengali – (NASA এর পুরো নাম কি)

NASA এর পুরো নাম হলো National Aeronautics and Space Administration। বাংলা ভাষায় নাসা-র পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন

NASA এর পুরো নাম কি - NASA Full Form In Bengali
NASA এর পুরো নাম কি – NASA Full Form In Bengali
পুরো নামNational Aeronautics and Space Administration
সদর দপ্তরওয়াশিংটন, ডি.সি., আমেরিকা
স্থাপিত১৯৫৮
প্রশাসকবিল নেলসন
কর্মচারীদের সংখ্যাপ্রায় ১৭৯৬০
বার্ষিক বাজেট২৪.০৪১ বিলিয়ন মার্কিন ডলার
নাসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য

নাসার ইতিহাস – (History of NASA in Bengali)

নাসা, বিশ্বের সবথেকে বড়ো এবং প্রভাব শালী এই মহাকাশ সংস্থাটির প্রথম বুনিয়াদ রাখা হয় ১৯৪৬ সালে National Advisory Committee for Aeronautics (NACA) এর রকেট প্লেনের পরীক্ষা থেকে। তখনকার সময়ে মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা ছিল একটি খুবিই কঠিন কাজ। তবে সোভিয়েত উনিয়ান (বর্তমান রাশিয়া) ১৯৫৭ সালে সর্বপ্রথম মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সফল হয়। এই ঘটনার ফলে আমেরিকা তার সম্পূর্ণ মনোযোগ মহাকাশ গবেষণায় দেয় এবং ১২ই জানুয়ারি ১৯৫৮ সালে গাইফোর্ড স্টিভার নেতৃত্বে NACA একটি স্পেস টেকনোলজির উপর বিশেষ কমিটি গঠন করে। তার পর ১৪ই জানুয়ারি ১৯৫৮ সালে NACA এর ডিরেক্টর হিউ ড্রাইডেন “এ ন্যাশনাল রিসার্চ প্রোগ্রাম ফর স্পেস টেকনোলজি” প্রকাশ করেন এবং ২৯শে জুলাই ১৯৫৮ সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার “ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্টে” স্বাক্ষর করে আনুষ্ঠানিক ভাবে নাসার (NASA) স্থাপন করেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

নাসা কোন দেশে অবস্থিত?

নাসা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?

নাসা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার CEO সম্পর্কিত প্রশ্ন গুলির উত্তর পেয়েছেন। আরো অন্যান্য শর্ট ফর্মের ফুলফর্ম পেতে এই পেজ টি ভিসিট করুন 👉 All Full Forms in Bengali

Leave a Comment