LPG এর পুরো নাম কী, LPG এর মূল উপাদান কী, LPG এর পূর্ণরূপ কি, LPG শব্দের অর্থ কি – (LPG Full Form And Meaning In Bengali)
বর্তমানে সব বাড়িতেই রান্না করার জন্য এলপিজি (LPG) গ্যাস ব্যবহার হয়। এলপিজি (LPG) গ্যাস বাড়িতে রান্নার কাজ থেকে শুরু করে গাড়ির ইন্ধন ও আরো অনেক ক্ষেত্রে এই গ্যাস ব্যাবহৃত হয়। কিন্তু আপনি কি এই LPG এর পুরো নাম কী অথবা এলপিজি শব্দের অর্থ কি তা জানেন। যদি না জেনে থাকেন তাহলে আপনি একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন। কারন আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা এলপিজি (LPG) সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন এলপিজি কি, LPG এর পূর্ণরূপ কি, LPG এর মূল উপাদান কী ইত্যাদি জানতে চলেছি।
LPG এর পূর্ণরূপ কি – (LPG Full Form In Bengali)
LPG এর পুরো নাম হলো Liquefied Petroleum Gas। বাংলা ভাষায় এলপিজির পূর্ণরূপ হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যার বাংলা অর্থ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস।
এলপিজি কি ও LPG এর মূল উপাদান কি কি
এলপিজি (LPG) হলো একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস যা মূলত ইন্ধন হিসাবে ব্যাবহৃত হয়। এটি প্রধানত প্রোপেন ও বিউটেন গ্যাস দিয়ে তৈরি করা হয়। এলপিজি (LPG) বর্ণহীন ও গন্ধহীন হওয়ার কারণে গ্যাস লিকেজ বোঝাযায় না ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভবনা থাকে এই কারণে এলপিজিতে Ethyl mercaptan (ইথাইল মারকাপটান) নামক দুর্গন্ধ গ্যাস মেশানো হয়। এছাড়াও এলপিজি (LPG) তে প্রোপিলিন, বিউটিলিন, ইথিন, ইথিলিন আইসোবুটেনে ইত্যাদি গ্যাস থাকে।
এলপিজি গ্যাসের ব্যবহার
এলপিজি (LPG) গ্যাস মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়। তবে এলপিজি (LPG) গ্যাসের আরো অন্যান্য ব্যবহার রয়েছে যেমন:-
- হিটার ফিউল:- বেশির ভাগ ইউরোপীয় দেশে LPG শীতকালে ঘর গরম করার জন্য ব্যবহার করা হয়।
- গাড়ির ইন্ধন হিসাব:- এলপিজি বিভিন্ন ধরনের গাড়ি, বাস ও অন্যান্য যানবাহনে জ্বালানী হিসাবে ব্যবহৃত করা হয়। এটি অন্যান্য জ্বালানীর থেকে কম পরিবেশ দূষণ করে এবং এতে ধোঁয়াও হয় না।
- বিদ্যুৎ উৎপাদনে:- এলপিজি বেশ কয়েকটি দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এলপিজি ইলেকট্রিক জেনারেটারেও ইন্ধন হিসাব ব্যবহৃত করা হয়।
এলপিজি (LPG) গ্যাসের সুবিধা – অসুবিধা
- এলপিজি (LPG) গ্যাসের মূল সুবিধা হলো এটি অন্যান্য জ্বালানীর থেকে কম পরিবেশ দূষণ করে এবং এলপিজি থেকে কোনো ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়না।
- এলপিজি (LPG) গ্যাসকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাই।
তবে এলপিজি (LPG) গ্যাসের কিছু খারাপ দিকও রয়েছে যেমন অসাবধানতার কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, পেট্রোলিয়াম গ্যাস হওয়ার কারণে এলপিজি (LPG) গ্যাস থেকে CO2 নির্গত হয় ইত্যাদি।
এলপিজি (LPG) গ্যাসের পরিবেশের ওপর প্রভাব
এলপিজি (LPG) একটি পেট্রোলিয়াম গ্যাস হওয়ার কারণে এথেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তবে এটি অন্যান্য পেট্রোলিয়াম জ্বালানির তুলনায় কম কার্বন ডাই অক্সাইড নির্গত করে। Liquefied Petroleum Gas (এলপিজি) এক ইউনিট বিদুৎ উৎপন্ন করতে কয়লার থেকে ৭০ শতাংশ কম এবং খনিজ তেলের থেকে ৮০ শতাংশ কম কার্বন ডাই অক্সাইড নির্গত করে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি?
এলপিজি গ্যাসের প্রধান উপাদান হলো প্রোপেন ও বিউটেন।
LPG এর ক্যালরিফিক মান কত?
LPG এর ক্যালরিফিক মান হলো “55000 kJ/kg”।
এলপিজি গ্যাসে গন্ধের জন্য কোন গ্যাস মেশানো হয়?
এলপিজি গ্যাসে গন্ধের Ethyl mercaptan (ইথাইল মারকাপটান) নামক দুর্গন্ধ গ্যাস মেশানো হয়।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার LPG সম্পর্কিত প্রশ্ন গুলির উত্তর পেয়েছেন। আরো অন্যান্য শর্ট ফর্মের ফুলফর্ম পেতে এই পেজটি ভিসিট করুন 👉 All Full Forms in Bengali