55+ Best Love Caption In Bengali | Romantic Caption For FB In Bengali

আমাদের জীবনের সবথেকে সুন্দর অনুভূতি গুলোর মধ্যে একটি হলো ভালোবাসা বা প্রেম। ভালোবাসা মানে শুধু আকর্ষণ ও বিশ্বাস নয়, ভালোবাসা মানে যত্ন, ঘনিষ্ঠতা, আকর্ষণ, স্নেহ এবং বিশ্বাসের উপর তৈরী একটি মজবুত সম্পর্কক। এই সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলতে প্রেমীরা fb তে তাদের ভালোবাসার ছবি পোস্ট করে থাকে। কিন্তু এমন অনেক প্রেমী রয়েছে যারা সঠিক ছবির জন্য সঠিক ক্যাপশন খুঁজে পাইনা। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন কারণ আমরা আপনাদের জন্য সেরা ৫৫ টি Bengali Love Caption নিয়ে এসেছি।

এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রেমিক ও প্রেমিকারা তাদের ভালোবাসার অনুভূতি গুলোকে প্রকাশ করার জন্য হোয়াটস্যাপ, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মের ব্যাবহার করে। কিন্তু এই অনুভূতি গুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য সঠিক বাক্য খুঁজে পাওয়া একটা জটিল কাজ। এই জটিল কাজটি আপনাদের কাছে সহজ করে তুলতে আমরা এই Bengali Romantic Caption গুলি নিয়ে এসেছি।

Best Love Caption In Bengali

আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি !!
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন !!!

Best Love Caption In Bengali
Best Love Caption In Bengali

একটা অবাক করা বিষয় কি জানো
একটা সময় তোমাকে চিনতাম না
আর এখন তোমাকে ছাড়া আমার চলেই না।

Love Caption In Bengali
Love Caption In Bengali

তোমাকে দেখার পরে…
যে ভালোবাসা শুরু হয়েছে,
মনের ভিতর তার শেষ বলে কিছু নেই…

Bengali Caption For Love
Bengali Caption For Love

Also Read:- Romantic Love Shayari In Bengali

জীবন সঙ্গী হিসেবে তাকেই চাই,
যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও,
তার একমাত্র চয়েস শুধু আমি

বেস্ট ক্যাপশন বাংলা love
বেস্ট ক্যাপশন বাংলা love

যদি রূপ চাও,
তবে হয়তো আমি শূন্য…
তবে যদি ভরসার একটা কাঁধ
আর বিশ্বাসের দুটো হাত চাও,
তবে তাতে আমি পরিপূর্ণ

bengali love caption
bengali love caption

যদি ডাইরিতে লেখা প্রতিটা ওয়ার্ড
তোমার কাছে পৌছে যেত
তবে বুঝতে পারতে কতটা ভালোবাসি তোমায়

love caption bengali
love caption bengali

ভালোবাসা মানে,
অনুভবের রংতুলিতে
তোমায় ঘিরে হাজার স্বপ্ন আঁকা।

love bengali caption
love bengali caption

অদৃশ্য বেপরোয়া বন্ধন
জুড়ে আছে দুই হৃদয়ের মাঝে,
তোমার সাথে বৃদ্ধ হতে চাই”
বলতে পারি না লাজে।

bangla caption love
bangla caption love

পিছনে পড়ে থাকলে থাক
পুরো একটা শহর
তোমার সাথে থাকতে চাই
আমি পুরো প্রহর

bengali love captions
bengali love captions

Read This:- Bengali Love Poem

নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে
অন্য কাউকে আর ভালো লাগে না।
আমি তার কথার মুগ্ধতায় আটকে গেছি
তার হাসি টাই আমায় তাকে ভালোবাসতে শিখিয়েছে!

bangla caption about love
bangla caption about love

Bengali Caption For Love

তোমার চোখের মরনফাঁদে,
যেই দিয়েছি ডুব…
আর পারিনি উঠতে আমি,
তলিয়ে গেছি খুব….

Bengali Caption For Love
Bengali Caption For Love

মন ছুঁটে যায় মনের টানে,
ভালোবাসা তারিই যে মানে,
তুমি এসো না আমার প্রানে,
ভালোবাসি বলবো গানে গানে।

এই কাঁধে মাথা রেখে,
তুমি যখন ভালোবাসি বলো,
তখন মনে হয়
তোমাকে আরো হাজারগুন
বেশি ভালবাসি…

Also Read:- Bangla Love Sms

তোমাকে ভালো লাগার আগে,
অনেক বছর একা ছিলাম।
কিন্তু তোমাকে দেখার পরে,
যে ভালোবাসার রং লেগেছে মনে,
এখন তোমাকে ছাড়া এক
মুহূর্ত একা থাকতে মন চায় না।

তুমি জানতে চাও আমার ভালোবাসার
মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটি আবার পড়ো।

তোমাকে ভালোবেসেছি,
ভালোবাসছি আর ভবিষ্যতেও ভালোবাসবো।
নিশ্চিন্তে থেকো প্রিয়,
তোমার স্থান অন্য কারো দ্বারা পূর্ণ করা সম্ভব নয়।

সৌন্দর্য দেখে
তোমাই ভালোবাসিনি,
ভালোবাসি তাই
তুমি আমার কাছে সুন্দর…

তুই কাছে থাকিস বা দূরে,
মনে মনে বা ফোনের ইনবক্সে
তোকে আমার সময়ে অসময়ে
সবসময় প্রয়োজন

Read More:- Bengali Love Quotes

তোর প্রতি ভালোবাসা?
সে তো চিরস্থায়ী।
আর প্রেম?
সে তো রোজ পড়ি,
তোর প্রতিটা কথায়,
তোর প্রতিটা নতুন ছবিতে,
প্রতিটা পাগলামিতে।

কি বাঁধনে বেঁধেছো তুমি।
প্রেম ,প্রীতি আর আশায়!
রাধার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালবাসায়…

Bengali Romantic Caption

ঘুমোনের আগে আমার শেষ ভাবনা.!
সেটা হলো তুমি,
আর ঘুম থেকে উঠে আমার প্রথম ভাবনা
সেটা হলো তুমি।
ভালোবাসি অনেক ভালোবাসবো তোমাকে
চাই সারাজীবন থাকো আমার সাথে।

ঝগড়ার সময় যতই বলি
তোর সাথে থাকা অসম্ভব,
আসলে তোকে ছাড়া থাকাটাই
অসম্ভব।

জানিনা আমাদের ভবিষ্যৎ কেমন হবে,
জানিনা আমাদের গল্পটা পূর্ণতা পাবে কিনা,
কিন্তু তুমি পাশে থাকলে সবই সম্ভব।

মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকৃতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।

তোকে দেখার পর থেকে
আজকাল আপন মনেই একা একা হাসি,
লোকে দেখলে হয়তো বলবে পাগল,
হ্যাঁ,আমি সত্যিই পাগল,তোর প্রেমে।

সময় কারো জন্য অপেক্ষা করে না!
শুধু আমরাই কারো না কারো জন্য অপেক্ষা করি!!
কারন ভালোবাসা নামে অদ্ভুত একটা শব্দ আছে বলে!

রাখবো তোকে বুকের মাঝে,
ভালোবাসার চাদর জড়িয়ে,
থাকবো পাশে সারা জীবন,
সব আবদার মানিয়ে নিয়ে।

অনলাইনে মাসের পর মাস কথা,
তাতে তেমন অনুভূতি কাজ করে না।
যেই বাস্তবে দেখা হয়,
প্রথমদিন হাতটা ধরতেই
কেমন বুকে ধুকপুক শুরু হয়

জীবনে আমাদের প্রচুর সুন্দর ব্যক্তি থাকতে পারে,
তবে সুন্দর জীবনের জন্য কেবল একজনই যথেষ্ট…

ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।

Romantic Caption For FB In Bengali

আমার “আমি”কে ভালো রাখতে,
তোমার “তুমি”কে বড্ড বেশি প্রয়োজন।

“আমি তোমাকে ভালোবাসি”
এর থেকে মূল্যবান বাক্য হলো
“আমি তোমাকে বিশ্বাস করি”
যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করো।

যে তোমাকে পাওয়ার জন্য
সবার সাথে লড়তে পারে,
ভুল করেও তাকে হারিও না,
হারালেও পাবেনা তাকে…

যদি মাঝরাতে কারোর কথা ভাবতে গিয়ে,
তোমার চোখে জল চলে আসে,
তাহলে বুঝে নিও তুমি তাকে বড্ড ভালোবাসো…

কাউকে ভালোবাসার আগে তাকে
ভালো রাখার দায়িত্ব নিতে হয়।
কারণ,দায়িত্ববোধ থেকেই আসে
গভীর ভালোবাসা।

পৃথিবীর সকল দূরত্বকে
হার মানায় যখন তুমি
পাশে থাকো…
আমার মনের গোপন ভালোবাসা
তখন আমার চোখ আর লুকিয়ে
রাখতে পারেনা।

সাধারন ভাবে “আমি তোমাকে ভালবাসির”
অর্থ আমি তোমাকে
আমার মত করে চাই।
অথচ সত্যিকারের ভালবাসা শুধু দিতে জানে,
নিতে জানেনা।
কখনও দূরে সরে যেতে শেখায়না,
ভালবেসে প্রিয় মানুষটির পাশে থাকতে শেখায়।

তখন আমি অনেকটাই ভালো থাকি,
যখন জানতে পারি
প্রিয় মানুষটি লুকিয়ে আমার খোঁজ নেয়।

সূর্যের দীপ্তিমান কিরণকেও হার মানানো যায় আজ সেটাও দেখলাম…
রামধনুর সাত রং কেও হরণ করা যায় আজ তাও দেখলাম….
বসন্তের প্রকৃতির রূপকেও ফিকে করা যায় আজ সেটাও দেখলাম….
কারণ আজ তোমার রূপের সামনে এদের রূপ ম্লান হয়েগেছে….

জানি একদিন তুমি সবকিছু বুঝবে আর অনুভব করবে আমার ভালোবাসা,
তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে
তোমার ডাক হয়তো আর শুনতে পাবোনা
দেখতে পাবো না কখনো তোমাকে,
তবুও জেনে রেখো আমার ভালোবাসা থাকবে তোমার জন্য অমলিন।

তুমি জোছনা রাতে পথ চলতে শিখালে…
তুমি শেখালে তোমার হাত টি ধরে দাঁড়াতে…
তুমি জোছনা রাতের তারা দেখালে…
দেখালে ঐ মিষ্টি চাঁদের আলো…
সত্যি বলছি…
তোমায় ছাড়া কিছু লাগে না যে ভালো…

ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি,
পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি,
তোমায় নিয়ে ফুলেফুলে স্বপ্ন উরাই আকাশ নীলে,
তোমাকে বিভোর থাকি আমি বারো মাসি,
ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি।

আমার ভিতর তুমি থাকো,
তোমার ভিতর আমি,
দুরে গেলে ভালোবাসার মরণ হবে জানি,
জনম জনম থেকো পাশে ভুলোনা আমায়,
আমি বাসবো ভালো শুধু যে তোমায়।

Valobasar Caption

ভালবাসা মানেই ,
এক নতুন স্বপ্ন দেখা।
ভালবাসা মানেই,
অচেনা তোমাকে চিনতে পারা।
ভালবাসা মানেই,
আঁধার ছেড়ে আলোতে আসা।
ভালবাসা মানেই ,
এক সুন্দর সকালবেলা।
ভালবাসা মানেই,
তোমার অপেক্ষায় থাকা।

তুমি আমাকে যতই কষ্ট দাও…
আমি তোমাকে আপন করে নেবো,
তুমি আমাকে যতই দুঃখ দাও…
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,
তুমি যদি আমাকে ভালোবাসা দাও…
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,
আমি তোমাকে সারাটি জীবন…
নিরবে ভালোবেসে যাবো..

তুই সুখ আমি সারী !
তুই আশা তুই আমার ভাষা…
তুই মান আমি তোরই অভিমান,
তুমি মেঘ আমি খোলা আকাশ
তুই যতই বৃষ্টি, বজ্র দিস না কেন,
এই আকাশ তোকে বুকে ধরে রাখবে !

আঁধার রাতের পরী যে তুমি,
আমার হিঁয়ার পাখি..
মনের আলোয় তোমারই ছবি,
কোথায় তোমাকে রাখি!
তোমারই ছোঁয়ায় প্রাণ পায় মোর
সুখ যে রাশি রাশি;
সূর্যালোকে, বর্ষা জলে
শুধু তোমাকেই ভালোবাসি…

কখনো যদি শূন্যতায়
সীমা খুঁজে না পাও,
আমায় অনুভব করো !!
পথ হয়ে খুঁজে নিবো তোমায় ..
যদি কষ্টের বিষাক্ততায়
চোখ ভিজে যায় জলে,
আমায় ডেকো !!
জল মুছে দিবো আমি ..
যদি কখনো নিরাবতার নিস্তব্ধে
একাকীত্ব অনুভব করো,
তুমি জানিয়ে দিও !!
সব কিছু বিসর্জন দিয়ে
ছুটে আসবো আমি….

দামী বাইক দেখে তোমার প্রেমে পড়ার মতো মেয়ে আমি নাহ,
আমার খুশি তো তোমার হাত ধরে রাস্তার একপাশে হাটার মাঝে!
দামী রেস্টুরেন্টে বসে খাবার খাইয়ে খুশি করার মতো মেয়ে আমি নাহ,
আমার খুশি তো ঐ এক প্লেট ফুচকার মাঝে!
দামী গিফ্ট পেয়ে খুশি হওয়ার মতো মেয়ে আমি নাহ,
আমার খুশি তো তোমার দেওয়া এক মুঠো চুড়ির মাঝে!
হাজার মানুষকে পেয়ে খুশি হওয়ার মতো মেয়ে আমি নাহ,
আমার খুশি তো তোমার মতো একজন মূল্যবান মানুষকে পাওয়ার মাঝে!
আমার শুধু তুমি হলেই চলবে, অন্য কাউকে আমার চাই নাহ!

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Romantic Photo Caption গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla Caption Love পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment