LED সস্তা ও দীর্ঘ মেয়াদি হওয়ার ফলে এটি রাস্তার আলো থেকে শুরু করে টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এটি একটি বৈদ্যুতিক উপাদান যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা এলইডি সম্পর্কিত বেসিক তথ্য গুলি জানতে চলেছি, যেমন- LED কি, LED এর পূর্ণরূপ কি, এটি কিভাবে কাজ করে ইত্যাদি।
- LCD এর পূর্ণরূপ কি
- CPU এর পূর্ণরূপ কি
- RAM এর পূর্ণরূপ কি
LED এর পূর্ণরূপ কি
LED এর ফুল ফর্ম হলো Light Emitting Diode। বাংলা ভাষায় এলইডি এর পূর্ণরূপ হলো লাইট এমিটিং ডায়োড। বাংলাতে একে “আলোক নিঃসারী ডায়োড” বলা হয়।
LED কি ও কিভাবে কাজ করে
এলইডি এক ধরণের সেমিকন্ডাক্টর, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে আলোক নিঃসরণ হয়। সেমিকন্ডাক্টরের মধ্যে অবস্থিতি Electron (ইলেকট্রন) গুলি Electron hole (ইলেকট্রন হোল্স) এর সাথে পুনর্মিলিত হওয়ার ফলে Photon (ফোটন) উৎপন্ন হয় যা আলোর উৎস হিসাবে কাজ করে। এটি দৃশ্যমান আলোক রশ্মির পাশাপাশি ইনফ্রারেড এবং অতিবেগুনী আলোক রশ্মির নির্গমন করতে সক্ষম। এলইডি অন্যান আলোর তুলনায় কম শক্তি ব্যবহার করে এবং এর আয়ু দীর্ঘ কাল হয়।
LED এর ইতিহাস
বর্তমানে আমরা যে LED ব্যবহার করছি তা আজকের অবস্থায় আসতে প্রায় একশো বছর সয় লেগেছে। সর্বপ্রথম ১৯০৭ সালে ব্রিটিশ পরীক্ষক Henry Joseph Round লক্ষ করেন যে Silicon Carbide এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করলে তার মধ্যে থেকে হলুদ রঙের আলোক রশ্মি উৎপন্ন হয়। তবে ১৯২৭ সালে রাশিয়ান বিজ্ঞানী Oleg Vladimirovich Losev এ বিষয়ে সর্বপ্রথম তদন্ত ও তত্ত্ব প্রদান করেন। এর পর ১৯৫৫ সালে Rubin Braunstein লক্ষ করেন যে সাধারণ ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করলে তার মধ্যে থেকে ইনফ্রারেড রশ্মির নির্গত হয়। তার পর ১৯৬১ সালে Gary Pittman ও Bob Biard আবিষ্কার করেন যে Gallium-Arsenide ডায়োডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করলে তার মধ্যে থেকে ইনফ্রারেড রশ্মির নির্গত হয়।
১৯৬২ সালে Nick Holonyak Jr সর্বপ্রথম এমন একটি LED আবিষ্কার করেন যা থেকে দৃশ্যমান আলোক রশ্মি নির্গত হয়, এটি মূলত লাল রঙের ছিল। এর পর ১৯৭২ সালে M. George Craford হলুদ LED আবিষ্কার করেন ও ১৯৭৯ সালে Shuji Nakamura সালে নীল LED আবিষ্কার করেন।
LED এর অন্যান ফুল ফর্ম
- Live Electronic Dance 👉 লাইভ ইলেকট্রনিক ডান্স
- Low Energy Demand 👉 লো এনার্জি ডিমান্ড
- Low Energy Detector 👉 লো এনার্জি ডিটেক্টর
- Laser Enhanced Destruction 👉 লেসার এনহ্যান্সড ডেস্ট্রাকশন
- Laser Erasing Disc 👉 লেসার ইরেসিং ডিস্ক
- Laser Equipped Disc 👉 লেসার একুইপেড ডিস্ক
- Lighted Electronic Display 👉 লাইটেড ইলেকট্রনিক ডিসপ্লে
- Lamp Enhanced Display 👉 ল্যাম্প এনহ্যান্সড ডিসপ্লে
- Look Examine and Do 👉 লুক এক্সামিনে এন্ড ডু
- Light Evacuated Device 👉 লাইট এভাকুয়েটেড ডিভাইস
- Laptop Entry Disc 👉 ল্যাপটপ এন্ট্রি ডিস্ক
- Local Economic Development 👉 লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট