গণিত হলো এমন একটি বিষয় যা একবার বুঝতে পেরে গেলেই এই বিষয়টি আপনার কাছে জলের মতো সহজ হয়ে যায় কিন্ত না বুঝতে পারলে এটি আপনারা কাছে একটি কঠিন বিষয় হয়েই রয়ে যায়। আর এই গণিতেরই একটি অংশ হচ্ছে LCM যাকে আমরা বাংলাতে ল.সা.গু বলি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা LCM সংক্রান্ত বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেমন LCM-এর ফুল ফর্ম কি, LCM-কিভাবে নির্ণয় করতে হয়, ইত্যাদি।
LCM Full Form In Bengali
LCM-এর ফুল ফর্ম হলো Least Common Multiple। বাংলা ভাষায় LCM-এর পূর্ণরূপ হলো লিস্ট কমন মাল্টিপল। একে বাংলাতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু. বলা হয়।
LCM কি?
দুই বা তার অধিক সংখ্যার ক্ষুদ্রতর সাধারণ গুণিতককে LCM বা ল.সা.গু. বলা হয়। মানে সেই ক্ষুদ্রতর সংখ্যা যেই সংখ্যাকে ওই দুটি সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ পাওয়া যায়না। উদাহরণ স্বরূপ ৭ ও ৫ এর ল.সা.গু. হলো ৩৫, যেখানে ৩৫ কে ৭ দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকেনা ও ৫ দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকেনা। সাধারণত এটি সরল ভগ্নাংশগুলিকে যোগ, বিয়োগ ও তুলনা করার সময় ব্যবহার করা হয়।
LCM বা ল.সা.গু. নির্ণয়ের পদ্ধতি
ল.সা.গু. নির্ণয় করার পদ্ধতিটি নিম্নরূপ-
আমরা এখানে উদাহরণ স্বরূপ ৭ ও ৫ এর ল.সা.গু. (HCF) নিৰ্ণয় করবো।
সবার প্রথমে ৭ ও ৫ এর গুণিতকগুলকে বার করতে হবে-
- ৭ এর গুণিতকগুলি হলো:- ৭,১৪,২১,২৮,৩৫,৪২,৪৯… ইত্যাদি।
- ৫ এর গুণিতকগুলি হলো:- ৫,১০,১৫,২০,২৫,৩০,৩৫,৪০,৪৫…ইত্যাদি।
এই গুণিতকগুলি মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটি হলো ৩৫, তাই ৭ ও ৫ এর ল.সা.গু. হবে ৩৫।
LCM এর অন্যান্য ফুল ফর্ম
- Living Computer Museum 👉 লিভিং কম্পিউটার মিউজিয়াম
- Logical Computing Machine 👉 লজিকাল কম্পিউটিং মেশিন
- London College of Music 👉 লন্ডন কলেজ অফ মিউজিক
- Landing Craft Mechanized 👉 ল্যান্ডিং ক্র্যাফট মেকানাইজড
- Laboratory Cabin Modules 👉 ল্যাবরেটরি কেবিন মডিউলস
- Land change modeling 👉 ল্যান্ড চেঞ্জ মডেলিং
- Laser capture microdissection 👉 লেসার ক্যাপচার মাইক্রোডিসেকশন
- Lower of cost or market 👉 লোয়ার অফ কস্ট অর মার্কেট
- Lifecycle management 👉 লাইফসাইকেল ম্যানেজমেন্ট