নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু ২০২৩ প্রকল্প থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট পাওয়া যাচ্ছে। এই প্রকল্পের আওতায় এখন টাকার পরিমান দ্বিগুন করা হয়েছে অর্থাৎ কৃষকরা এখন থেকে ৫০০০ টাকার বদলে ১০০০০ টাকা পেতে চলেছে। এই সুবিধা পাবার জন্য কৃষক ভাইদের কি কি করতে হবে তা জানানোর জন্যই আজকে আমাদের এই পোস্টটি। তাই আজকের এই পোস্টটি সকল কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা নতুন আবেদন করতে চাইছেন কিংবা যারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন এবং এই প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি বড়ো আপডেট রয়েছে। যারা পুরাতন কৃষক রয়েছেন তাদেরকে এই সুবিধা লাভ করার KYC আপডেট এবং Annexure- B ফ্রম জমা দেবার কথা বলা হয়েছে। এক্ষেত্রে কৃষকদেরকে Annexure- B ফরমটি ভালোভাবে ফিলাপ করে, তার সাথে নিজেদের KYC ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং পর্চার জেরক্স কপি অ্যাটাচ করে ব্লক অফিসে জমা করতে বলা হচ্ছে।
আর যারা এই প্রকল্পের নতুন আসতে চাইছেন তাদেরকে নতুন প্রকল্পে আবেদন করা ফর্মের সাথে KYC ফর্ম এবং Annexure- B ফর্মটি ফিলাপ করে ব্লকে জমা করতে বলা হয়েছে। নতুন কৃষক ভাইদের প্রকল্পে আবেদন করা ফর্মটি বাংলা সহায়তা কেন্দ্র অথবা ব্লক অফিস থেকে সংগ্রহ করে তার সাথে ফটোকপি, ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা ও ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স যুক্ত করে জমা করতে হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক ভাবে জমা করলেই , ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আপনার আবেদন অনুমোদন করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকার পরিমান ডবল করা হয়েছে, যা ৫০০০ টাকা থেকে ১০০০০ টাকা করা হয়েছে, যার কারণে বর্তমানে এই প্রকল্পটি কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই অবশ্যই আপনারা এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে যান, আর যারা এখনো জমির আপডেট করেননি তারা এক্ষুনি Annexure B এবং KYC ডকুমেন্ট জমা করে দিন।
তো বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। আর চাকরি, প্রকল্প এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না।