নমষ্কার পাঠক, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাকে স্বাগতম। মনের ভেতরে জমে থাকা দুঃখ কে প্রকাশ করার জন্য নতুন কষ্টের স্ট্যাটাস ও কষ্টের কথার ছবি খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং বাছাই করা সেরা কিছু কষ্টের কবিতা এবং কষ্টের sms ছবি দেখতে পাবেন। আপনি এই ছবি গুলোকে খুব সহজেই Whatsapp ও Facebook-এ শেয়ার করতে পারবেন।
বুক ফাটানো কষ্টের স্ট্যাটাস
পাওয়ার জন্য,
কারাে না কারাে কাছে একবার
ঠকে যাওয়াটা খুব দরকার।”
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।”
কষ্টের Sms With Photo
এমন অনেক কারণ রয়েছে যা আমাদের মন খারাপ করতে পারে। কিন্তু সেই দুঃখ কে মনের ভেতর জমিয়ে রাখা উচিৎ নয়। এমন পরিস্থিতিতে মনের কষ্টোকে বাইরে প্রকাশ করে দেওয়া উচিং। তাই আমরা আপনাদের বিশেষ দাবিতে নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু দুঃখের স্ট্যাটাস ও কষ্টের ছন্দ। আমাদের কষ্টের কবিতা ছবি গুলো কে ব্যাবহার করে আপনি আপনার মনের কষ্টোকে খুব সহজেই প্রকাশ করতে পারবেন।
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
- Also Read:- Koster Sms Bangla | New Bangla Sad Sms 2020
প্রয়ােজন শেষ…
তাই আর যােগাযােগ রাখে না !”
ভালাে না।
‘অতি’
শব্দটাই খারাপ!”
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।”
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
কষ্ট দিয়ে ফেলি,
তখন নিজেকে বড়ো
অপরাধী মনে হয়!
আর কেউ যখন আমাকে
কষ্ট দেয়,
তখন মনে হয়,
এটাই আমার পাওনা ছিল!”
Koster Status Pic
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।”
সে ভালােবাসাও বুঝে না”
এখন আর কষ্ট পাই না।
কারণ কষ্ট পাওয়াটা এখন
আমার অভ্যাস হয়ে গেছে!”
মানুষ না ভাগ্য?”
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।”
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়…
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়!”
যার কাছে প্রয়ােজন ছাড়া,
তােমার আর কোনাে মূল্য নেই!
তাকেই ভালােবাসাে যে
প্রয়ােজনে অপ্রয়ােজনে তােমার
প্রয়ােজন অনুভব করবে!”
রাতের কষ্টের স্ট্যাটাস
খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর
কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো
মানুষই পাবে না..!!”
খুব সহজ
স্বার্থপর হয়ে যাও,
অনেক সুখে থাকবে..!!”
তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে
যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন
ও পারবো না..
তবে ভুলে থাকার অভিনয়
করতে পারবো..!!”
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে!!”
সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে
জানে তার ভালোবাসার
গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা
বেশি তার কষ্টও অনেক বেশি।”
চোখে বারবার,
তুমি না ফিরলে
আমি হবো কার?”
তোমায় অনুভব করি।
তুমি আমার হবে না জানি,
তবুও তোমার পথ
চেয়ে আছি।
স্বপ্ন সত্যি হবে না জানি
তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
কারণ আমি যে তোমায়
ভীষণ ভালবাসি।”
যে কাউকে মন থেকে
ভালোবাসে.!!”
আবেগি মনের কষ্টের কথা
সরল অংকে যেমন যোগ
বিয়োগ গুন ভাগ ও
বন্দনী থাকে।
তেমনি প্রেমেও হাসি-ট্টাটা,
মান-অভিমান বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ
আর না পাওয়ার সিমাহীন
বেদনা থাকে।”
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”
অঝর নয়নে,
খুব আপন যে আমার
সে আছে দূরে..!!
তবুও মনের ব্যাথা
বলিনি তারে,
যদি কষ্ট পেয়ে তার চোখে
অশ্রু ঝরে আমি যে
খুব ভালোবাসি তারে।”
কিছু কিছু সম্পর্ক
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়।”
দুঃখ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে।”
একবার ভালোবেসে ফেলা হয়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।”
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু
তোমার কথা বলে,
মনের কথা বুঝোনা তুমি
মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই!!”
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছো ভেবে
পাতা উল্টাই।”
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
আছে একটু খানি পানি,
মুছে দিতে আসবেনা কেউ
এ-কথাও জানি…
অনেক আপন ছিলে তুমি
হঠাৎ হলে পর,
আমার খবর নাইবা নিলে,
তোমার কি খবর?”
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায়।”
অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন।
আপন মনে ঘুরে বেড়ায়
নীল আকাশের বুকে।
তাইতো নিজে দুখী হয়েও,
সুখী সবার চোখে…”
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।”
দুজনের পথ চলার পথে,
সে দিন ও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি
পথ চেয়ে…”
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।”
মনটা তাই উদাস উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন,
দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন,
বল তুমি আছ কেমন..?”
স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে
ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।”
Final word
ধন্যবাদ, আসা করছি ওপরের কষ্টের স্ট্যাটাস ছবি এবং কষ্টের কথা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- 99+ শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা | বাছাই করা সেরা শুভ রাত্রির মেসেজ
- 150+ জন্মদিনের শুভেচ্ছা বার্তা | বাছাই করা সেরা জন্মদিনের কবিতা
- 147+ শুভ সকাল এর মেসেজ | সুপ্রভাত এর কবিতা এসএমএস
- সেরা 49+ ভালোবাসার কবিতা | বাছাই করা নতুন Valobasar Kobita
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো কষ্টের স্ট্যাটাস পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।