মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার গুলির মধ্যে একটি হলো ইন্টারনেট। আমরা প্রায় প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করি, এবং ইন্টারনেট ব্যবহার করার সময় আমার প্রায়শই HTTP শর্ট ফর্মটির সাথে সম্মুখীন হয়ে থাকি। কিন্তু এই HTTP আসলে কি অথবা এর ফুল ফর্ম কি তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেনা। তাই আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা HTTP কি, HTTP এর পূর্ণরূপ কি, এটি কিভাবে কাজ করে ও এর সম্পর্কে অন্যান বেসিক তথ্য গুলি জানতে চলেছি।
HTTP এর পূর্ণরূপ কি
HTTP-এর ফুল ফর্ম হলো Hypertext Transfer Protocol। বাংলা ভাষায় এইচটিটিপির পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
HTTP এর মানে কি?
এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল যা প্রধানত ইন্টারনেটে HTML (Hyper-Text Markup Language) ডেটাকে আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এই প্রোটোকলটিতে বেশকিছু নিয়ম থাকে যার ওপর ভিত্তি করে কোনও ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়।
HTTP কীভাবে কাজ করে?
HTTP সাধারণত ক্লায়েন্ট এবং সার্ভার কম্পিউটিং মডেলের ওপর ভিত্তি করে রিকোয়েস্ট-রেসপন্স প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। যেখানে ব্যাবহারকারির ওয়েব ব্রাউসার ক্লায়েন্ট হিসাবে ও ওয়েবসাইট হোস্টিং সার্ভার হিসাবে কাজ করে। ওয়েবসাইটের সমস্ত তথ্য এই সার্ভারে আগে থেকেই সঞ্চয় থাকে এবং যখন ক্লায়েন্ট কোনও তথ্যের জন্য সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় তখন সার্ভার সেই তথ্য গুলোকে ক্লায়েন্ট এর কাছে পাঠিয়ে দেয়।
HTTP এর ইতিহাস
এই প্রটোকলটি সবার প্রথম ১৯৮৯ সালে পদার্থবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লী আবিষ্কার করেন। তবে এর পরেও HTTP-র অনেক সংস্করণ হয়েছিল, যেমন- ১৯৯৭ সালের HTTP/1, ২০১৫ সালের HTTP/2 এবং এর সাকসেসর হিসাবে HTTP/3 এর সংস্করণ করা হয়।
বর্তমানে HTTP এরই একটি সুরক্ষিত রূপ HTTPS (Hypertext Transfer Protocol Secure) কে বেশিরভাগ ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে। এটি HTTP এর মতনি কিন্তু এই প্রটোকল দ্বারা পাঠানো তথ্য গুলি এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত ভাবে ক্লায়েন্ট থেকে সার্ভার ও সার্ভার থেকে ক্লায়েন্ট পৌঁছে যাই।
HTTP এর অন্যান ফুল ফর্ম
- High-Temperature Thermoplastic 👉 হাই-টেম্পারেচার থার্মো-প্লাষ্টিক
- Head To This Page 👉 হেড টু দিস পেজ
- Hyper Terminal Tracing Program 👉 হাইপার টার্মিনাল ট্রেসিং প্রোগ্রাম
- Home Tested and Tried Page 👉 হোম টেস্টেড এন্ড ট্রাইড পেজ
- Handle The Teapots Properly 👉 হ্যান্ডেল দি টিপটস প্রপারলি
- Head To The Pool 👉 হেড টু দি পুল
- High Throughput Transfer Policy 👉 হাই থ্রুপুট ট্রান্সফার পলিসি