বাঙালি পিঠে প্রেমিদের Bengali Sms-এ স্বাগতম। সবার প্রথমে Bengalisms.com-এর তরফ থেকে আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যদের কে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।
আপনি কি পিঠে পার্বনে উপলখ্যে বন্ধু, বান্ধব, পরিবারের সদ্যস ও আত্মিয়দের পিঠে পার্বনে শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা বার্তা খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক ওয়েব পেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা মকর সংক্রান্তির শুভেচ্ছা ও পৌষ পার্বণ শুভেচ্ছা বার্তা পাবেন।
Makar Sankranti Wishes in Bengali
মহা ধূমধাম,
ঘরে ঘরে পিঠে গড়ে,
ধন্য পল্লীগ্রাম।
Happy Makar Sankranti”
গড়ে পিঠে কেউ,
সারা গাঁয়ে বয়ে যায়,
আনন্দের ঢেউ।
Happy Makar Sankranti”
করি এই কামনা,
সকলকে করি আমন্ত্রণ
না খেয়ে কেউ যাবেন না।
Happy Makar Sankranti”
খাওয়ার আলাদাই মজা,
এই পিঠে হলাে যেন
রাজার চেয়েও রাজা।
Happy Makar Sankranti”
খুশি খুশি রব তাই,
পৌষ পার্বণের দিনে পিঠে
পেট ভরে খাওয়া চাই।
Happy Makar Sankranti”
পরিবার কে মকর সংক্রান্তির
অনেক অনেক শুভেচ্ছা
শুভ মকর সংক্রান্তি”
পৌষ পার্বণ শুভেচ্ছা
মকর সংক্রান্তি হল একটি হিন্দু উৎসব। এই উৎসবটি মূলত প্রতিবছর জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে এই উৎসবটি পৌষ পার্বণ ও পিঠে পার্বণ নামেও পরিচিত। পিঠে পার্বণে বিভিন্ন রকমের পিঠে থাকে যেমন সড়াই পিঠে, পাটি-সাপটা, পুলি, ভাপা পিঠে ইতাদ্যি।
পুলকিত প্রাণ
পৌষের ডাকে তাকে
ভাসিয়ে দিলাম…
শুভ পৌষ পার্বণ”
মকর সংক্রান্তির
শুভেচ্ছা”
পৌষ পার্বণের শুভেচ্ছা”
পিঠে পুলি খাওয়ার দিন!
মায়ের তৈরি পিঠের স্বাদই আলাদা!
শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা বন্ধুরা”
আপনার পরিবারের সমস্ত
স্বপ্ন সত্যি হোক!
শুভ পৌষ পার্বণ!”
পরিবার কে এক
স্বাস্থ্যকর এবং সুখী
মকর সংক্রান্তি শুভেচ্ছা”
শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা
December মাস থেকেই পশ্চিমবঙ্গে একটি খুশি বাতাস বয়ে যায়। কারন বড়দিন এবং নতুন বছরের পরেই মকর সংক্রান্তি আসে। বাঙালির সবথেকে বড় উৎসব গুলির মধ্যে একটি হল মকর সংক্রান্তি।
অনেক আনন্দ করুন,
আর জমিয়ে পিঠে-পায়েস খান!”
আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য,
শান্তি এবং সমৃদ্ধি কামনা করি!”
মকর সংক্রান্তির শুভেচ্ছা!
পৌষ পার্বণ খুব আনন্দে কাটুক।”
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
মকর সংক্রান্তির শুভেচ্ছা”
শীতের মাতল বাতাসে,
জানায় শুভেচ্ছা সংক্রান্তির
ভোরের আকাশে।
পিঠের গায়ে তিলের তারার আদরে,
স্বাদের গুড়ে শস্য অন্ন্যের চাদরে,
মাতব সবাই পিঠে পুলির স্বদেতে।”
উদীয়মান সূর্য
আপনার জীবনকে প্রচুর আনন্দ
এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে।
শুভ মকর সংক্রান্তি”
শুভ মকর সংক্রান্তি-র জন্য
আমার আন্তরিক শুভেচ্ছা”
Makar Sankranti Bengali Image
Final word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Makar Sankranti Wishes In Bengali গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Top 50 Bangla happy birthday sms | জন্মদিনের SMS
- প্রিয় বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা | birthday wishes for GF in bengali
- Inspiring Bengali Quotes | Best Bangla Quotes In 2021
- বিখ্যাত বাংলা উক্তি | বাছাই করা সেরা মোটিভেশনাল উক্তি {ছবি সহ}
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Makar Sankranti Bengali Image পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
nice post