GPS এর পূর্ণরূপ কি | GPS Full Form In Bengali

একসময় আমার মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদির সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় করতাম। আর এখন আমরা মোবাইলের মাধ্যমেই কয়েক সেকেন্ডের মধ্যেই ভূপৃষ্ঠের যেকোনো স্থানের একদম সঠিক অবস্থান নির্ণয় করতে পারি। এই পুরো বিষয়টাই সম্ভব হয়েছে শুধুমাত্র GPS সিস্টেমের জন্য। কিন্তু এই GPS সিস্টেম আসলো কি, অথবা এর পুরো নাম কি তা অনেকেই জানেনা। তাই আজ এর আর্টিকেলের মাধ্যমে আমার GPS কি, GPS এর পূর্ণরূপ কি, এটি কিভাবে কাজ করে ও GPS এর অন্যান বেসিক তথ্য গুলি আপনাদের জানাতে চলেছি।

GPS এর পূর্ণরূপ কি

GPS এর পূর্ণরূপ কি
GPS এর পূর্ণরূপ কি

GPS এর ফুল ফর্ম হলো Global Positioning System। বাংলা ভাষায় জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। বাংলাতে একে “বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থা” বলা হয়। এর আসল নাম হলো Navstar GPS।

GPS কি ও কাকে বলে

“গ্লোবাল পজিশনিং সিস্টেম” এই পূর্ণরূপটিই জিপিএস এর ব্যাপারে অনেক কিছু ব্যাখ্যা করে দেয়। GPS হলো একটি বৈশ্বিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম যা পৃথিবীতে আমাদের বর্তমান অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে প্রায় সকল ধরণের স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে প্লেন, জাহাজ, গাড়ি ও অন্যান যানবাহনে এই ন্যাভিগেশন সিস্টেম দেখতে পাওয়া যায়।

GPS কিভাবে কাজ করে

GPS এর মাধ্যমে পৃথিবীতে আমাদের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য মহাকাশে মোট ২৯ টি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপন করা হয়েছে, এবং এই ২৯ টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ২৪ টি কৃত্রিম উপগ্রহ চালু অবস্থায় ও ৫ টি কৃত্রিম উপগ্রহ অতিরিক্ত হিসাবে রাখা হয়েছে। এই কৃত্রিম উপগ্রহ গুলিকে এমন ভাবে মহাকাশে স্থাপন করা হয়েছে যাতে পৃথিবীর যেকোন জায়গা থেকে যে কোন সময় কমপক্ষে চারটি কৃত্রিম উপগ্রহ দৃশ্যমান হয়। এই কৃত্রিম উপগ্রহ থেকে আসা সিগন্যালকে GPS রিসিভার দ্বারা গ্রহণ করা হয় তারপর নিদিষ্ট একটি পোগ্রামের মাধ্যমে এই সিগন্যালকে প্রসেস করে আমাদের অবস্থান নির্ণয় করা হয়।

GPS এর ইতিহাস

১৯৭৩ সালে মার্কিন যুক্ত রাষ্ট্র তাদের সামরিক বাহিনীর সুবিধার্থে এই প্রজেক্টটি শুরু করেছিল। এই ন্যাভিগেশন সিস্টেমেরে মাধ্যমে মার্কিন যুক্ত রাষ্ট্র শত্রু দেশের সামরিক জাহাজ, প্লেন ও ট্যাংকের অবস্থান নির্ণয় করতো। কিন্তু ১৯৯৩ সালে একটি যাত্রী পরিবাহী প্লেনে দুর্ঘটনার ফলে মার্কিন যুক্ত রাষ্ট্র GPS সিস্টেমকে সাধারণ জনগণের ব্যবহারের জন্যও উম্মুক্ত করে দেয়।

GPS এর অন্যান ফুল ফর্ম

  • Geometrical Product Specifications 👉 জিওমেট্রিক্যাল প্রোডাক্ট স্পেসিফিকেশন্স
  • Generalized Processor Sharing 👉 জেনেরালাইজেড প্রসেসর শেয়ারিং
  • General Problem Solver 👉 জেনারেল প্রব্লেম সলভার
  • Generac Power Systems 👉 জেনেরেক পাওয়ার সিস্টেমস
  • Going Perfectly Straight 👉 গোয়িং পারফেক্টলি স্ট্রেইট
  • General Pavement Studies 👉 জেনারেল পেভমেন্ট স্টাডিস
  • Giant Penguin Slingshot 👉 জায়ান্ট পেংগুইন সিলিংসট
  • Gunners Primary Sight 👉 গানার্স প্রাইমারি সাইট
  • Girlfriend Positioning System 👉 গার্লফ্রেইন্ড পজিশনিং সিস্টেম
  • Go Perfectly Straight 👉 গো পারফেক্টলি স্ট্রেইট
  • Gravity Plating System 👉 গ্রাভিটি প্লেটিং সিস্টেম

Leave a Comment