CEO এর পূর্ণরূপ কি ও সিইও মানে কি | CEO Full Form And Meaning In Bengali

CEO এর পূর্ণরূপ কি, সিইও মানে কি, সিইও বেতন, সিইও ফুল ফর্ম ইন বাঙ্গালী, সিইও ফুল মিনিং, CEO এর কাজ কি, সিইও হওয়ার যোগ্যতা ও CEO কি (CEO full form in Bengali, CEO meaning in Bengali)

আজকাল প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ধরণের নিউজ পোর্টালে শুনে থাকি যে ওই কোম্পানির নতুন CEO হচ্ছেন উমুক বা ওই কোম্পানির CEO তার পদ ত্যাগ করে দিয়েছে বা ওই কোম্পানির CEO কে পুলিশ তলব করেছে ইত্যাদি। কিন্তু এই সিইও (CEO) এর মানে কি অথবা CEO এর পুরো নাম কি তা অনেকেই জানেনা। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সিইও সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন CEO মানে কি, সিইও বেতন, CEO এর কাজ কি, সিইও হওয়ার যোগ্যতা ইত্যাদি জানতে চলছি।

CEO এর পূর্ণরূপ কি – (CEO Full Form In Bengali)

CEO এর পুরো নাম হলো Chief Executive Officer। বাংলা ভাষায় সিইও-র পূর্ণরূপ হলো চিফ এক্সেকিউটিভ অফিসার, যার বাংলা অর্থ হলো প্রধান নির্বাহী কর্মকর্তা। চিফ এক্সেকিউটিভ অফিসারকে Central Executive Officer (CEO) অথবা Chief Administrator Officer (CAO) -ও বলা হয়।

CEO এর পূর্ণরূপ কি ও সিইও মানে কি - CEO Full Form And Meaning In Bengali
CEO এর পূর্ণরূপ কি ও সিইও মানে কি – CEO Full Form And Meaning In Bengali

সিইও মানে কি – (CEO Meaning In Bengali)

চিফ এক্সেকিউটিভ অফিসার হলেন একটি সংস্থা বা কোম্পানির প্রধান কর্মকর্তা। কোম্পানির সমস্ত কার্যকলাপের নেতৃত্বে দেওয়ার দায়িত্ব সিইও-র কাঁধেই থাকে। CEO বেসরকারী কর্পোরেশন, অলাভজনক সংস্থা এমনকি কিছু সরকারী সংস্থাতেও প্রধান কর্মকর্তা রূপে থাকতে পারেন। চিফ এক্সেকিউটিভ অফিসারদের সাধারণত কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর দ্বারা নির্বাচিত করা হয়।

সিইও-র বেতন (Salary of CEO)

একটি কোম্পানি বা সংস্থার সিইও-র বেতন কত হবে তা নির্ভর করে কোম্পানি বা সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ও কোম্পানিটা কতটা বড়ো তার ওপর। এছাড়াও আরো কয়েকটি জিনিসের ওপর সিইও-র বেতন নির্ভর করে যেমন সংস্থাটি কি ধরণের সংস্থা ইত্যাদি। নিম্নে বেশ কটি সুপরিচিত কোম্পানির সিইও-র বেতন দেওয়া রইলো:-

সংস্থা (CEO)সিইওবেতন
ফেসবুক (Facebook)Mark Zuckerberg১৫৫০০০০০০ টাকা (INR) প্রায়
গুগল (Google)Sundar Pichai১৫৯০০০০০০০ টাকা (INR) প্রায়
ইউটিউব (YouTube)Susan Wojcicki১৫৫৯০০০০০০ টাকা (INR) প্রায়

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

ফেসবুকের সিইও কে?

ফেসবুকের সিইও হলেন Mark Zuckerberg.

Google এর CEO কে?

Google এর CEO হলেন Sundar Pichai.

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার CEO সম্পর্কিত প্রশ্ন গুলির উত্তর পেয়েছেন। আরো অন্যান্য শর্ট ফর্মের ফুলফর্ম পেতে এই পেজ টি ভিসিট করুন 👉 All Full Forms in Bengali

Leave a Comment