আমরা অনেক সময়ই খবরের কাগজে অথবা টিভিতে CBI বা CBI তদন্তের ব্যাপারে শুনে থাকি। কিন্তু সিবিআই কি, সিবিআই এর ফুল ফর্ম কি অথবা CBI কিভাবে কাজ করে সেই সম্পর্কে বেশিরভাগ মানুষই কিছুই জানেনা। ঠিক সেই জন্যেই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা CBI সংক্রান্ত এই বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
CBI Full Form In Bengali
CBI-র ফুল ফর্ম হলো Central Bureau Of Investigation। বাংলা ভাষায় সিবিআই-র পূর্ণরূপ হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বাংলাতে একে কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা বলা হয়। এটি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার সদর দফতর নিউদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের কাছে সিজিও কমপ্লেক্সে অবস্থিত।
CBI কিভাবে কাজ করে?
CBI কেন্দ্রীয় সরকার অথবা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে হত্যা, অপহরণ এবং সন্ত্রাসবাদের মতো জটিল অপরাধ গুলির তদন্ত করে থাকে। সাধারণত CBI-এ কয়েকজন দক্ষ SP, DIG, SI ও কনস্টেবল তদন্তের কাজ করেন। এবং তাদেরকে একজন সিনিয়র আইপিএস (IPS) অফিসার প্রতিনিধিত্ব করেন।
CBI-এর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের তালিকা-
- সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা।
- দেশের ভেতরে এবং কখনও কখনও দেশের বাইরেও সকল ধরণের অপরাধের তদন্ত করা।
- অন্যান্য পুলিশ বিভাগের অমীমাংসিত মামলাগুলি সমাধান করা।
- দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ বাহিনীকে নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করা।
CBI-এর ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশে দুর্নীতি ও ঘুষখোরের তদন্তের জন্য ১৯৪১ সালে ব্রিটিশ সরকার দ্বারা একটি স্পেশাল পুলিশ ফোর্স তৈরী করা হয়েছিল। এবং পরে গিয়ে ১৯৬৩ সালে এই স্পেশাল পুলিশ ফোর্সকে CBI নাম দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশে দুর্নীতি ও ঘুষখোরের তদন্তের জন্য ১৯৪১ সালে ব্রিটিশ সরকার দ্বারা একটি স্পেশাল পুলিশ ফোর্স তৈরী করা হয়েছিল। এবং পরে গিয়ে ১৯৬৩ সালে এই স্পেশাল পুলিশ ফোর্সকে CBI নাম দেওয়া হয়। তারপর ১৯৮৭ সালে CBI কে Anti-Corruption Division, Special Crimes Division, Economic Offences Division, Policy and International Police Cooperation Division, Administration Division, Directorate of Prosecution Division এবং Central Forensic Science Laboratory Division এ ভাগ করে দেওয়া হয়।