বৌদ্ধ ধর্মের সবথকে পবিত্র উৎসব গুলির মধ্যে অন্যতম হলো বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। প্রায় খ্রিস্টপূর্বে ৫৬৩ আব্দে এই পবিত্র দিনেই ভগবান বুদ্ধ প্রাচীন ভারতে জন্মগ্রহণ করেন। প্রতি বছর এই পবিত্র দিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। এই বছর, ২৬ শে মে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। এই পবিত্র দিনের উদেশ্যে আমরা আপনাদের জন্য বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, এসএমএস ও ছবি নিয়ে এসেছি।
বৌদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অন্যান্য প্রিয়জনদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা বার্তা, ম্যাসেজ ও ছবি গুলি নিচে দেওয়া রয়েছে। এই বুদ্ধ পূর্ণিমার কবিতা ও ছবি গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে প্রিয়জনদের হোয়াটস্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারবেন।
বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালবাসা ও শুভ কামনা।
শুভ বুদ্ধ পূর্ণিমা
ভগবান বুদ্ধর হাত সর্বদা আপনার মাথায় থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ বুদ্ধ পূর্ণিমা
ভগবান বুদ্ধের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য
আর আনন্দে ভরে উঠুক।
শুভ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমার মতোই
আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ বুদ্ধ পূর্ণিমা
এই SMS টাতে যতটা শুভেচ্ছা ধরানো যায়,
ততটা শুভেচ্ছা ও শুভ কামনা দিয়েই!
তোমাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।
এই বুদ্ধ পূর্ণিমায়,
ভগবান বুদ্ধের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পরিপূর্ণ থাকুক…
শুভ বুদ্ধ পূর্ণিমা
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা
তোমার জন্য…
ভগবান বুদ্ধের আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক
শুভ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ছবি
দুঃখ গুলো ভুলে গিয়ে
বুদ্ধ পূর্ণিমার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে বুদ্ধ পূর্ণিমার
শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উৎসবের দিনে,
ভগবান বুদ্ধ তোমার জীবন
আনন্দে ভরে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক,
শুভ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ।
শুভ বুদ্ধ পূর্ণিমা
এই বুদ্ধ পূর্ণিমা তোমার জীবনে
অনেক সুখ নিয়ে আসুক,
সকল কাছের মানুষ
এবং পরিজনদের সাথে
এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন
ভালোবাসায় ভরে উঠুক..
শুভ বুদ্ধ পূর্ণিমা
ওই উঠেছে পূর্ণিমার চাঁদ,
মিটে যাক সব বাগড়া-বিবাদ…
শুভ বুদ্ধ পূর্ণিমা
সবসময় হাসতে থাকো,
যেমন ভাবে ফুল হাসে…
দুনিয়ার সব দুঃখ যাও ভুলে…
চারিদিকে ছড়িয়ে দাও আনন্দের গান
এই আসা নিয়েই তোমাকে জানাই
শুভ বুদ্ধ পূর্ণিমা
এই বুদ্ধ পূর্ণিমা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশা নিয়েই আপনাকে শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি।
এই বুদ্ধ জয়ন্তীর পূর্ণিমার চাঁদের আলো
আমাদের সকলের জীবনে চির সুখ ও শান্তি আসুক।
শুভ বুদ্ধ পূর্ণিমা
Buddha Purnima Wishes In Bengali
ভগবান বুদ্ধ আপনাকে
ভালবাসা, শান্তি
এবং সত্যের পথে দেখাক।
শুভ বুদ্ধ পূর্ণিমা
ভগবান বুদ্ধের আশীর্বাদে
আমাদের জীবনের
সমস্ত পাপ এবং বাধা
ধ্বংস হয়ে যাক।
শুভ বুদ্ধ পূর্ণিমা
এই বুদ্ধ পূর্ণিমায়,
ভগবান বুদ্ধের আশীর্বাদে
সকলের জীবনে সুখ-শান্তি
এবং সুস্বাস্থ্য আসুক…
আমার তরফ থেকে আপনাকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
বুদ্ধ পূর্ণিমার দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।
শুভ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা,
বুদ্ধ পূর্ণিমা ভালো কাটুক সুন্দর কাটুক শান্তিতে কাটুক।
চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়…
কার্ড দিয়ে নয়,
কল দিয়ে নয়…
মনের গভীর থেকে
মিষ্টি SMS দিয়ে
সবাই কে জানাই
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা
বৌদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে…
জীবনের সব আনন্দ তোমাকে ঘিরে রাখুক,
সব আপনজনের ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন,
তোমার সব সমস্যা মিটে যাক…
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই
বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ম্যাসেজ পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।