১৪২৯ সালের ফাল্গুন মাসের বিয়ের তারিখ, বাংলা পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুভ বিবাহের সময় ও লগ্ন – (Bengali Marriage Date and Time of Falgun 2023)
সনাতন সংস্কৃতি অনুযায়ী অন্নপ্রাশন থেকে শুরু করে গৃহপ্রবেশ, গৃহারম্ভ, ব্যবসার উদ্বোধনের মতো শুভ কাজ গুলির জন্য একটি নির্দিষ্ট শুভদিন ও মুহূর্ত থাকে এবং বিবাহের মতো গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির জন্যেও হিন্দু পঞ্জিকাতে বেশ কয়েকটি শুভ দিন রয়েছে। এই শুভ দিন গুলির মধ্যে ১টি শুভ দিন এবছর ফাল্গুন মাসে রয়েছে। আজকের এই আর্টিকেলে আমার ২০২৩ সালের ফাল্গুন মাসের বিয়ের তারিখ, সময় ও লগ্নের সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
আরো দেখুন:- ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার ১৪২৯
ফাল্গুন মাসের বিয়ের তারিখ ২০২৩
বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর ফাল্গুন মাসে শুভ বিবাহের দিন-ক্ষণ অন্যান্য মাসের তুলনায় কম। ২০২৩ এর ফাল্গুন মাসে ১টি মাত্র বিবাহের শুভ দিন রয়েছে। নিম্নে এই বিবাহের দিনটির সময় ও লগ্নের সম্পূর্ণ তথ্য বাংলা ও ইংরেজি তারিখ সহ দেওয়া রইলো।
বিয়ের দিন | ইংরেজি তারিখ |
---|---|
২৪শে ফাল্গুন, বৃহস্পতিবার | 9th March |
আরো দেখুন:- বাংলা ক্যালেন্ডার ১৪২৯
ফাল্গুন মাসের শুভ বিবাহের সময় ও লগ্ন
২৪শে ফাল্গুন, বৃহস্পতিবার:- রাত্রি ০১:৩১ থেকে রাত্রি ০২:৪৯ পর্যন্ত ধনু লগ্নে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
২০২৩ সালে ফাল্গুন মাসে কটি বিয়ের দিন আছে?
২০২৩ সালে ফাল্গুন মাসে মাত্র ১টি বিয়ের দিন আছে।
ফাল্গুন মাসের কত তারিখে শুভ বিবাহের দিন আছে?
ফাল্গুন মাসের ২৪ তারিখে (09th March) শুভ বিবাহের দিন আছে।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।