১৪২৯ সালের অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ, বাংলা পঞ্জিকা অনুযায়ী ২০২২ সালের শুভ বিবাহের সময় ও লগ্ন – (Bengali Marriage Dates and Time of Agrahan 1429)
শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি শুভ কাজের জন্য একটি নির্দিষ্ট শুভদিন ও মুহূর্ত থাকে এবং বিবাহের মতো গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির জন্যেও হিন্দু পঞ্জিকাতে বেশ কয়েকটি শুভ দিন রয়েছে। এই শুভ দিন গুলির মধ্যে মোট ৮ টি শুভ দিন এবছর অগ্রহায়ণ মাসে মাসে রয়েছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমার ২০২২ সালের অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ, সময় ও লগ্নের সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
আরো দেখুন:- অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2022
অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ ও লগ্ন
বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবন মাসের পর বিবাহের শুভ মুহূর্ত অগ্রহায়ণ মাসেই রয়েছে, ফলে অগ্রহায়ণ মাসে অন্যান্য মাসের তুলনায় একটু বেশি বিয়ে হয়। ১৪২৯ সালে অগ্রহায়ণ মাসে মোট আটটি বিবাহের শুভ দিন রয়েছে। নিম্নের টেবিলে এই বিবাহের দিন গুলির বাংলা ও ইংরেজি তারিখ দেওয়া রইলো।
আরো দেখুন:- বাংলা ক্যালেন্ডার ১৪২৯
সেইসঙ্গে এই শুভ বিবাহের দিন গুলির সময় ও লগ্নের সম্পূর্ণ তথ্যও নিম্নে দেওয়া রয়েছে।
বিয়ের দিন | ইংরেজি তারিখ |
---|---|
২রা অগ্রহায়ণ, শনিবার | 19th November |
৩রা অগ্রহায়ণ, রবিবার | 20th November |
৪ঠা অগ্রহায়ণ, সোমবার | 21st November |
৮ই অগ্রহায়ণ, শুক্রবার | 25th November |
১০ই অগ্রহায়ণ, রবিবার | 27th November |
১৭ই অগ্রহায়ণ, রবিবার | 04th December |
২১শে অগ্রহায়ণ, বৃহস্পতিবার | 8th December |
২৮শে অগ্রহায়ণ, বৃহস্পতিবার | 15th December |
অগ্রহায়ণ মাসের বিয়ের সময় ও লগ্ন
- ২রা অগ্রহায়ণ, শনিবার:- রাত্রি ০৬:৩৭ থেকে রাত্রি ১০:০৬ পর্যন্ত মিথুন ও কর্কট লগ্নে।
- ৩রা অগ্রহায়ণ, রবিবার:- রাত্রি ১০:৫৩ থেকে রাত্রি ০১:০২ পর্যন্ত কর্কট ও সিংহ লগ্নে।
- ৪ঠা অগ্রহায়ণ, সোমবার:- রাত্রি ১১:২৬ থেকে রাত্রি ০১:০৯ পর্যন্ত সিংহ লগ্নে এবং শেষরাত্রি ০৫:৩৩ থেকে শেষরাত্রি ০৬:০০ পর্যন্ত বৃশ্চিক লগ্নে।
- ৮ই অগ্রহায়ণ, শুক্রবার:- শেষরাত্রি ০৫:১৬ থেকে শেষরাত্রি ০৬:০২ পর্যন্ত বৃশ্চিক লগ্নে।
- ১০ই অগ্রহায়ণ, রবিবার:- রাত্রি ০৮:২৬ থেকে রাত্রি ১০:৩৩ পর্যন্ত কর্কট লগ্নে।
- ১৭ই অগ্রহায়ণ, রবিবার:- বিকাল ০৫:৩৭ থেকে রাত্রি ০১:০৭ পর্যন্ত মিথুন, কর্কট, সিংহ ও কন্যা লগ্নে।
- ২১শে অগ্রহায়ণ, বৃহস্পতিবার:- বিকাল ০৫:২২ থেকে রাত্রি ১১:২৯ পর্যন্ত এবং রাত্রি ০১:০৯ থেকে রাত্রি ০২:১৩ পর্যন্ত মিথুন, কর্কট, সিংহ ও কন্যা লগ্নে। শেষরাত্রি ০৪:২৭ থেকে শেষরাত্রি ০৬:১০ পর্যন্ত বৃশ্চিক লগ্নে।
- ২৮শে অগ্রহায়ণ, বৃহস্পতিবার:- শেষরাত্রি ০৪:২০ থেকে শেষরাত্রি ০৬:১৫ পর্যন্ত বৃশ্চিক লগ্নে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
১৪২৯ সালে অগ্রহায়ণ মাসে কটি বিয়ের দিন আছে?
১৪২৯ সালে অগ্রহায়ণ মাসে মোট ৮টি বিয়ের দিন আছে।
এবছর অগ্রহায়ণ মাসে কি কোনো অতিরিক্ত বিবাহের দিন আছে?
না, এবছর অগ্রহায়ণ মাসে কোনো অতিরিক্ত বিবাহের দিন নেই।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।