সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গুলির সুবিধা নেওয়ার জন্য আমাদেরকে অনেক সময়ই আমাদের এলাকার নিদিষ্ট ব্লকে যেতে হয়। আর এই ব্লকের অফিসিয়াল অফিসিয়াল ইনচার্জকেই বলা হয় BDO। আজ এই পোস্টের মাধ্যমে আমরা বিডিওর ফুল ফর্ম, BDO কাকে বলা হয়, BDO-র কাজ কি ও বিডিও সংক্রান্ত অন্যান্য বেসিক তথ্য গুলি জানতে চলেছি।
BDO Full Form In Bengali
BDO-র ফুল ফর্ম হলো Block Development Officer। বাংলা ভাষায় বিডিও-র পূর্ণরূপ হলো ব্লক ডেভলপমেন্ট অফিসার। এনাকে বাংলাতে ব্লক উন্নয়ন আধিকারি বলা হয়। সাধারণত কোনো একটি নিদিষ্ট ব্লক বা এলাকার উন্নয়নের দায়িত্ব এনার উপরেই থাকে।
BDO অফিসারের দায়িত্ব ও কাজ
একটি ব্লকের অফিসিয়াল ইনচার্জ হওয়ার জন্য ব্লক উন্নয়ন আধিকারির কাঁধে নিম্নলিখিত দায়িত্ব গুলি থাকে।
- ব্লকের অন্তর্গত এলাকা গুলির সামগ্রিক উন্নয়ন যেমন বিদ্যুৎ, জল ও রাস্তা তৈরীর মতো কাজ গুলির দায়িত্ব এনার উপরেই থাকে।
- কেন্দ্র ও রাজ্য সরকারে প্রকল্প গুলিকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া।
- ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বাজেট যাচাই ও অনুমােদন করা।
- গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করা।
- ইত্যাদি।
BDO অফিসার হওয়ার যোগ্যতা
BDO অফিসার হওয়ার জন্য আপনাকে PCS পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে PCS পরীক্ষায় বসার জন্য আপনাকে সবার প্রথমে Graduation কমপ্লিট করতে হবে।
BDO অফিসারের বয়সসীমা
সাধারণত BDO অফিসারের বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকে, তবে SC/ST ও OBC দের জন্য
বয়সসীমাটা পাঁচ বছর করে বাড়ানো থাকে। নিচের ছকে ব্যাপারটা আরো ভালো করে বোঝানো আছে।
General | ২১ থেকে ৪০ বছর |
SC/ST | ২১ থেকে ৪৫ বছর |
OBC | ২১ থেকে ৪৫ বছর |
BDO-র অন্যান্য ফুল ফর্ম
- BDO Global 👉 বিডিও গ্লোবাল
- Behavior Detection Officer 👉 বিহেভিয়ার ডিটেকশন অফিসার
- Big Day Out 👉 বিগ ডে আউট
- Big Dumb Object 👉 বিগ ডাম্ব অবজেক্ট
- Black Desert Online 👉 ব্ল্যাক ডেসার্ট অনলাইন
- British Darts Organization 👉 ব্রিটিশ ডার্টস অর্গানাইজেসন
- Business Depot Ogden 👉 বিসনেস ডিপোট ওগডেন