Banglalink Internet balance, Minute Balance, Sms Balance Check code: বাংলালিংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর। আজকের দিনে লক্ষ লক্ষ ইউজার বাংলালিংকের ডেটা, মিনিট এবং এসএমএস প্ল্যান ব্যাবহার করছে। আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন এবং জানতে চান কিভাবে বাংলালিংক মিনিট অথবা ডেটা ব্যালেন্স চেক করতে হয়। তাহলে আজকের এই Banglalink Balance Check Code সম্পর্কিত লেখাটি আপনার খুবই কাজে আসবে।
বাংলালিংক তাদের গ্রাহকদের মেন ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স এবং ডেটা ব্যালেন্স তথ্য চেক করার জন্য বেশ কয়েকটি সহজ পদ্ধতি দিয়েছে। কিন্তু এই পদ্ধতিগুলি না জানার কারণে নতুন গ্রাহকরা প্রায়ই তাদের বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে গিয়ে সমস্যায় পরেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার সঠিক নিয়ম গুলি জানবেন।
Banglalink Balance Check করার পদ্ধতি
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক মূলত দুই ভাবে করা সম্ভব। প্রথমটি হলো MyBL (My Banglalink) অ্যাপ এর মাধ্যমে আর, দ্বিতীয়টি হলো USSD কোড ডায়েল করে।
বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে কিভাবে ব্যালেন্স চেক করবেন?
My Banglalink অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে MyBL অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
এরপর লগইন অপশনে ক্লিক করে নিজের বাংলালিংক নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করার মাধ্যমে লগইন করুন। MyBL অ্যাপে সফলভাবে লগইন হলেই এর হোম পেজে আপনি আপনার বাংলালিংক সিমের সমস্ত ব্যালেন্স তথ্য দেখতে পাবেন।
Note: এই পদ্ধতিতে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার সময় আপনার স্মার্ট ফোনে ইন্টারনেট চালু থাকা প্রয়োজন। কোনো বিশেষ ক্ষেত্রে আপনার কাছে যদি ইন্টারনেট অথবা স্মার্টফোন না থেকে থাকে তাহলে আপনি USSD কোড ডায়াল করে আপনার সিমের ব্যালেন্স জেনে নিতে পারবেন। বাংলালিংক ব্যালেন্স চেক USSD কোডগুলি নিচে দেওয়া হলো।
Banglalink Balance Check করার কোড
বাংলালিংক গ্রাহকরা ইউএসএসডি কোড বা নম্বর ডায়াল করে খুব সহজেই নিজের সিমের প্ল্যানের বৈধতা, মেন ব্যালেন্স, ডেটা ব্যালেন্স, মিনিট ব্যালেন্স ও বেস্ট অফার সম্পর্কে তথ্য জেনে নিতে পারে। এখানে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার সমস্ত কোডগুলি দেওয়া হলো।
Banglalink Balance Check | *124# |
Banglalink Mb Check | *5000*500# |
Banglalink Minute Check | *121*100# |
Banglalink SMS Check | *121*100# |
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
Banglalink account balance চেক করবেন কিভাবে?
আপনার বাংলালিংক একাউন্টের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪#
Banglalink internet mb balance চেক করবেন কিভাবে?
বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনার বাংলালিংক সিম থেকে *৫০০০*৫০০# ডায়াল করুন।
Banglalink minute balance চেক করবেন কিভাবে?
আপনার বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স দেখার জন্য *১২১*১০০# ডায়াল করুন।
Banglalink sms check করবেন কিভাবে?
বাংলালিংক এসএমএস চেক করার কোডটি হলো *১২১*১০০# এবং *১২৪*৩#।
Banglalink postpaid balance চেক করবেন কিভাবে?
যদি আপনি বাংলালিংক সিমের পোস্টপেইড ব্যালেন্স চেক করতে চান, তাহলে ডায়াল করুন *৫০০০*৫০০#।
Banglalink special offers কিভাবে চেক করবেন ?
বাংলালিংক নতুন অফার সম্পর্কে তথ্য জানতে চান, ডায়াল করুন *৮৮৮#।
Banglalink emergency main balance কিভাবে পাবেন?
বাংলালিংক সিমে ইমার্জেন্সী মেন ব্যালেন্স পেতে ডায়াল করুন *৮৭৪#।
Banglalink emergency internet balance কিভাবে পাবেন?
আপনার বাংলালিংক সিমে ইমার্জেন্সী ইন্টারনেট ব্যালেন্স পেতে ডায়াল করুন *৮৭৫#।
সর্বশেষ কথা
তো বন্ধুরা আমি আশা করছি এখন আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এ বিষয়ে অন্য কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান।