এই ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার মানুষটিকে সেরা কিছু Happy Valentine Day Bangla Sms (ভালবাসা দিবসের এস এম এস) পাঠিয়ে দিন।
প্রতি বছরই ১৪ ই February, বিশ্ব জুড়ে Valentine’s Day (ভালোবাসা দিবস) উদযাপন করা হয়। ভালোবাসা দিবসের দিনটিকে একদিকে যেমন অনেকে নিজের ভালোবাসার মানুষটিকে ফুল, চকলেট ও Gifts দিয়ে সেলিব্রেটে করে তেমন অন্য দিকে অনেকেই এই দিনে তার প্রেমীর সাথে পার্কে ঘুরতে গিয়ে অথবা ক্যান্ডেল লাইট ডিনারে গিয়ে Valentine’s Day সেলিব্রেট করে।
ভ্যালেন্টাইন্স ডের এই রোমান্টিক দিনটির উদ্যেশে আজ আমরা আপনাদের জন্য বাছাই করা সেরা কিছু Valentines Day Bangla Sms ও ভালোবাসা দিবস এসএমএস নিয়ে এসেছি। আপনি এই ভ্যালেন্টাইন্স ডে এসএমএস গুলিকে খুব সহজেই কপি করে আপনার মনের মানুষটিকে পাঠাতে পারবেন।
Happy Valentine Day Bangla Sms
আমায় তুমি ভালোবাসো
আমিও কি কম?
সমান্তরাল ভালোবাসা
চলছে হরদম।
Happy Valentine’s DAY
অল্প অল্প করে তুমি
এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো
ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে
করতে চাই বসবাস।
Happy Valentine’sDAY
তুমি আমার শুর,
তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার
সুখের যত রেশ।
Happy Valentine’s DAY
যদি চাদঁ হতাম
সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম
সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম
তোমার কানে
চুপি চুপি বলতাম আমি
Happy Valentine’s DAY
মনের ঘড়িতে বাজছে
অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়,
আজ ভালোবাসি তোমায়।
Happy Valentine’s DAY
Read This:- হ্যাপি হাগ ডে কবিতা
ভালোবাসা দিবসের এসএমএস (Valobasha Dibosh Bangla SMS)
এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি.
আমি এখন একা,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু তোমায় চাই..
১৪ ফেবরুয়ারী
Gift টা যেনো আমি পাই..!!
ফুল ফুল করোনা,
ফুল আমি দেবনা।
ফুল জদি পেতে হয়,
ভালবাসা দিতে হয়।
ভালবাসা দিয়ে দাউ,
ফুল তুমি নিয়ে নাউ।
ফুল নিয়া চলে যাও,
I Love You বলে দাও!
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার
মাঝে শুধুই তুমি!
Happy Valentine’s DAY
হাজার তারা চাইনা আমি,
একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি
একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি
একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু
তোমায় আমি পাই
Happy Valentine’s DAY
তোমার জন্য মেঘ গুলো
ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি
উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার
বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু
আমার বিধাতা
Read More:- ভালোবাসার কবিতা
ভেলেন্টাইন ডে মেসেজ (2023)
ভালবাসা মানে শুধুই তুমি
আর তোমাকে ঘিরে
চেনাজানা পাগলামি
মানুষের জীবনে চাওয়ার
শেষ নেই।
স্বপ্নের সমাপ্তি নেই।
আকুলতার অন্তিম নেই।
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি।
আমার সব আকুলতা
শুধু তোমার মাঝে।
আমার জীবন
শুধু তোমাকে ঘিরে।
তোমায় ভালোবাসা ছিলো
আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম ও সারা জীবন বলবো।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
তোমাকে অনুভব করেছি স্বপ্নে
তোমাকে অনুভব করেছি তৃষ্ণায়!!
তোমাকে অনুভব করেছি উদাসিনতায়!!
Also Read:- Love Shayari
Bangla Valentines Day Romantic Messages
“কৃষ্ণচূড়া রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তােমার প্রেমে মজেছি।”
“ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।”
“মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি!!”
“ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।”
“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”
“চোখের কি দোষ বলো,
ভালো লাগে তােমাকে,
মনের কি দোষ বলো
ভালোবাসি তােমাকে।”
“তুমি রবে আমি রব,
আর রবে না কেউ।
Sms পাঠাবে তুমি উঠবে
প্রেমের ঢেউ।”
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
প্রেমিকাকে ভালোবাসা দিবসের দিনে কোন এসএমএস টি পাঠাবেন ?
ভালোবাসা দিবসের দিনে আপনি আপনার প্রেমিকাকে এই এসএমএস টি পাঠাতে পারেন :-
এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি.
আমি এখন একা,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু তোমায় চাই..
১৪ ফেবরুয়ারী
Gift টা যেনো আমি পাই..!!
স্ত্রী কে Valentine Day তে কোন Sms টি পাঠাবেন ?
Valentine Day এর দিনে আপনি আপনার স্ত্রীকে এই Sms টি পাঠাতে পারেন :-
তুমি আমার শুর,
তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার
সুখের যত রেশ।
Happy Valentine’s DAY
স্বামী কে ভেলেন্টাইন ডে তে কোন মেসেজ টি পাঠাবেন ?
ভেলেন্টাইন ডে এর দিনে আপনি আপনার স্বামী কে এই মেসেজ টি পাঠাতে পারেন :-
“চোখের কি দোষ বলো,
ভালো লাগে তােমাকে,
মনের কি দোষ বলো
ভালোবাসি তােমাকে।”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের Valentine day bangla sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
Valentine’s Week এর অন্যান্য দিন গুলির শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস, এসএমএস, মেসেজ ও কবিতা পেতে নিচের পোস্ট গুলি ভিসিট করতে পারেন।
Valentine’s Week এর অন্যান্য পোষ্ট গুলি পড়ুন:-
- প্রমিস ডে 2023 এর সেরা এসএমএস, কবিতা, মেসেজ ও পিকচার
- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস | ভ্যালেন্টাইন্স ডে 2023 লিস্ট
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো ভালোবাসা দিবস sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।