নমষ্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাদের স্বাগতম। আপনি কি Bangla Miss You Sms খুঁজছেন। তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা Miss Korar Sms ও miss u sms bangla দেখতে পাবেন।
আমরা যখন কাউকে মিস করি, বিশেষত এমন কাউকে যার সাথে আমরা প্রচুর সময় ব্যয় করেছি, তখন আমরা একাকী এবং দুঃখিত বোধ করি। এবং এই সময় নিজের মনের অনুভূতি গুলো কে প্রকাশ করার জন্য সঠিক শব্দগুলি খুঁজে পাওয়া কঠিন হয়। নীচে দেওয়া Bangla Missing Status গুলি আপনার মনের অনুভূতি গুলো কে প্রকাশ করতে সাহায্য করবে।
New Bangla Miss You Sms 2021
“গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে,
মনের মানুষকে ভুলতে
চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে।
I Miss You”
“যখন তোমায় মনে পরে
মনজে আমার কেমন করে,
তকে মিস করছি ভীষন।
যত দিন এদেহে প্রান আছে
তকে বধহয় আমার ভুলে
থাকা সম্ভব নয়।”
“একা একা সারাহ্মন
পথ চেয়ে থাকি।
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি।
বর্ষার কাব্য লাগেনা যে ভালো।
তাকে শুধু মনে পড়ে।”
“মাঝে মাঝে তোমার কথা
ভেবে আমার চোখে
জল এসে পড়ে,
এতটা Miss করি তোমাকে।”
“টিপ টিপ বৃষ্টি পড়ছে
অঝোরে আজ,
সারা দিন ধরে।
বিষন্ন ভাবনায় কাটে
না সময়,
তাকে শুধু মনে পড়ে।”
“রাতের বুকে চাঁদের আলো,
আমি তো নেই ভাল।
তুমি আমার কত আপন,
তোমার জন্য কাঁদে এ মন।
তাই জানতে চাই আছো কেমন?”
“অনেক Miss করছি,
মন পাখি তোরে,
কোথায় আছিস কেমন আছিস,
আমার চোখের আড়ালে,
শুনতে ইচ্ছে করে
তোর মিষ্টি সুর,
বলনা পাখি তুই কোথায়
আছিস কতো দূরে।”
Very Sad Miss Korar Sms
“আমার ভাবনা বলে
I Miss You,
আমার মন বলে
I Feel You,
আমার চোখ বলে
I See You,
আমার হৃদয় বলে
I Like You,
আমার SMS বলে
How Are You?”
“আমাকে মিস করার মত
সময় হয়তো তোর
হবে না জানি,
কারণ, তোর পৃথিবীতে আমি
ছাড়াও আরো অনেকে আছে,
কিন্তু আমার পৃথিবীতে তুই ছাড়া
আরকেও নেই তাইতো
আজও তোকে অনেক মিসকরি।”
“ভাবছো ভুলে গেছি,
না আজও ভুলিনি,
ভুলবো তো সে দিন,
যে দিন সাগরে আর
জল থাকবে না,
পূর্ব আকাশে আর
সূর্য উঠবে না,
ভুলবো তো সেই দিন,
যে দিন এ দেহে আর
প্রাণ থাকবে না!!
I Miss U”
“বাতাসের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ।
আমি আছি অনেক দূরে
সঙ্গে অনেক কাজ।
বাতাস তুই একটি কথা
বলে দিস তাকে,
আমি তাকে মিস করছি
হাজার কাজের ফাঁকে।”
“ফুলেফুলে সাজিয়ে দেব
তোমার জীবন,
তুমি শুধু আমায় দিও
সুন্দর ১ টা মন।
জানি না কতটা আপনভাবো
তুমি আমায়,
শুধু জানি এই অবুজ মনটা,
অনেক মিস করে তোমায়।”
“আজ অনেক বৃষ্টি ঝরছে,
তোমায় খুব মনে পড়ছে,
বৃষ্টি তে আজ ভিজব না,
সুখে দের আর খুঁজব না,
বৃষ্টি মিস করছে আমায়,
আমি মিস করছি তোমায়।”
“জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে
কাছে পাবো,
জানিনা কতটা আপন
ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা
অনেক মিস করে তোমায়।”
Missing Status Bangla For Facebook
বিভিন্ন কারণে আপনি কাউকে মিস করতে পারেন। হতে পারে আপনি Long Distance Relationship মধ্যে রয়েছেন বা হয়ত আপনি ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ যা-ই হোক না কেন, কাউকে মিস করা খুবি সাধারন একটা ব্যাপার। এবং এই bangla miss u sms গুলি আপনার একাকিত্ব বোধ কে দূর করতে সাহায্য করবে।
“সবচেয়ে বাজে অনুভুতিটা
তখনি হবে,
যখন আপনি কাউকে
খুব মিস করবেন,
তার সাথে কথা বলতে চাইবেন,
কিন্তু সেই মানুষটি আপনার
কোন কথায় সাড়া দেবে না।”
“ভালোবাসার মাঝে সুখ আছে।
ভালো থাকার মাঝে কষ্ট আছে।
দূরে রাখার মাঝে টান আছে।
মনে রাখার মাঝে প্রান আছে।
তাই মনে রেখ আমায় চিরদিন।”
“শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে
খুঁজে বেড়াই,
যদিও তুমি অনেকদুরে,
তবুও রেখেছি তোমায়
মন পাঁজরে,
নীরবে তোমায় মিস
করি সারাক্ষণ,
অথচতা তোমার কাছে
আজও গোপন..!!”
“যদি দেখা না হয়,
ভেবো না দূরে আছি।
যদি কথা না হয়,
ভেবো না ভুলে গেছি।
যদি না হাসি, ভেবো না
অভিমান করেছি।
যদি কল না দেই,
ভেবো না বদলে গেছি।
সত্যি বলতে কি,
আমি সব সময়
তোমায় মিস করি।”
“মন যদি আকাশ হতো,
তুমি হতে চাঁদ।
ভালবেসে যেতাম দুজন,
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত,
তুমি হতে হাসি।
হৃদয়ের দুয়ার খুলে
দিয়ে বলতাম,
আজও তোমায় ভালবাসি
I Miss You”
“কতো দিন হাঁটা হয়নি
হাতে রেখে হাত,
কতো দিন একসাথে দেখা
হয়নি চাঁদনী রাত।
কতো দিন বসা হয়নি
পাশাপাশি,
কতো দিন দেখা হয়নি
তোমার দুষ্ট মিষ্টি হাঁসি।
ভিষণ মিস করছি তোমাকে।”
“বন্ধু যদি হও,
মেঘ এর মত,
দুরে যেতে দিব না তো।
বন্ধু যদি হও,
পাখির মতো,
উড়ে যেতে দিবো না তো।
কি করে বোঝাবো তোমায়
Miss করছি কতো।”
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Miss You Sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- 120+ Romantic Bangla Valentines Day Sms For Lover
- 100+ Best Painful Sad Bangla breakup sms shayari
- 53+ Best Marriage Anniversary Wishes In Bengal for Every Couple
- 39+ Sweet And Cute Bangla Love Sms For Husband
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Miss Korar Sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।