নমষ্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাদের স্বাগতম। আপনি কি আপনার Wife কে পাঠানোর জন্য Cute & Romantic Bangla Love Sms খুঁজছেন। তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা Bangla Love Sms For Wife ও bangla love sms for girlfriend দেখতে পাবেন। আপনি এই Bangla Love Sms গুলি কে খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে Whatsapp -এর মাধ্যমে, নিজের জীবন সঙ্গী কে পাঠাতে পারবেন।
Sweet Bangla Love Sms For Wife
“কাজল কালাে আঁখি তোমার,
চাঁদের মতাে মুখ।
না দেখলে বন্ধু তােমায়,
লাগে না যে সুখ।”
“শত ব্যস্ততার মাঝেও
যাকে Miss করতে ভুলি
না সেটা তুমি।”
যদি প্রতিদিন তোমাকে
একটা করে গোলাপ দিয়ে বলি,
আমি তোমাকে ভালবাসি,
পৃথিবীর সব গোলাপ শেষ হয়ে যাবে..
তবুও আমার ভালবাসা শেষ হবে না..
হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি।
“চাহনি তােমার মিষ্টি বড়াে
ওগাে শ্যামলী সুন্দরী।
দেখলে তােমায় মন যে
জুড়ায় আহা মরি মরি।”
“হৃদয় ভালবাসা ছাড়া শূন্য,
মাথা জ্ঞান ছাড়া শূন্য।
চোখ স্বপ্ন ছাড়া শূন্য,
আর তুমি ছাড়া জীবন শূন্য।”
রূপকথার পরি তুমি,
দুই নয়নের আলো।
সারা জীবন তোমায় আমি
বেসে যাব ভালো।
তুমি আমার রাত জাগা
সুন্দর একটা পাখি।
তোমায় ছাড়া বন্ধু আমি
কেমন করে বাঁচি।
“তােমাকে ঠিক ততটাই
ভালবেসেছি যতটা
ভালােবাসলে একজীবনে
আর নতুন করে কাউকে
ভালােবাসার আগ্রহ জন্মাবে না।”
“হাতটি ধরেছি ছেড়ে দেবার জন্যে নয়।
অনেক ভালবাসায় অনেক
যত্ন নিয়ে ধরেছি।
কথা দিলাম আরো শক্ত করে
রাখবো ধরে তোমার হাত।”
“লাল পরী, নীল পরী,
নানা রং এর পরীর দেশ।
কিছু ভালাে লাগে না আমার,
না পেলে তােমার SMS।”
কথা দিলাম তোমায়,
সুখের সাগর গড়বো দুজন
সুখের দোলায় ভেসে।
হাসিলে তুমি মুক্তা ঝড়ে,
পাগল হয় আমার মন।
দুচোখের আড়াল হলে তুমি,
বুকে নামে শ্রাবন।
Also Read:- Marriage Anniversary Wishes In Bengali
Romantic Bangla Love Sms For Girlfriend
বিবাহ হল একটি পবিত্র সম্পর্ক। যেখানে দুটি হৃদয় একত্রিত হয় এবং আজীবন একে অপরের সাথে থাকার প্রতিজ্ঞা করে। কিন্তু বছর গুলি যত কেটে যাই, আমরা আমাদের কর্তব্য এবং কর্মের মাধ্যমে একে অপরের প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করতে ভুলে যাই। নীচে দেওয়া স্ত্রীর জন্য Bangla Love Sms গুলি আপনার ভালবাসা কে, আপনার স্ত্রী-এর কাছে প্রকাশ করতে সাহায্য করবে।
“তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।”
“নয়ন ডুবেছে কেন চোখের জলে।
যাচ্ছি না গাে প্রাণেশ্বরী
তােমায় একা ফেলে।”
“মারাে দম্ মারাে দম্
গাঁজার কলক তুলে।
মেজাজটা মাের খাপ্পা হয়
তোমার SMS না এলে।”
“দু হাতে সােনার চুরি,
সােনার কত দাম।
সে সোনায় লেখা আছে,
তােমার আমার নাম।”
“হায় হায় হরি হরি,
আমি সদাই ভেবে মরি।
কী কারণে অভিমান,
বলােনা গাে সুন্দরী।”
“পত্নীনিষ্ঠ শান্তশিষ্ট এক
ভদ্রলােক আমি।
মহারুদ্র হয়ে যাই যখন,
বাপের বাড়ি যাও তুমি।”
“কত না ফুটেছে ফুল,
গৌরী চাপার বনে।
শুধু SMS-টা না আসাতেই
আমার সুখ নেইকো মনে।”
আজকে আমি এসেছি গাে
তােমায় দেখব নয়ন ভরে।
মুখ ফিরিয়ে থেকো না গাে
অভিমান করে।
“হৃদয়েশ্বরী, প্রাণেশ্বরী যতই
বলাে তুমি।
পাইনি সাতদিন SMS
কেন জানতে পারি?”
হে বন্ধু মাের, হে প্রিয়তম,
করােনি কেন SMS।
দেখছি তুমি আমায় ভুলে
আছ তাে দিব্যি বেশ।
“আমার জীবনে কেউ নেই
তুমি ছাড়া,
আমার জীবনে কোনো
স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা
তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা
তোমায় ছাড়া ,
আমি কিছু বুঝতে চাইনা
তোমায় ছাড়া !”
Read More:- Bangla Love Sms For Husband
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের স্ত্রীর জন্য ভালোবাসার মেসেজ গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Best 150+ Bangla Miss You Sms | Miss Korar Sms
- 120+ Romantic Bangla Valentines Day Sms For Lover
- 100+ Best Painful Sad Bangla breakup sms shayari
- 53+ Best Marriage Anniversary Wishes In Bengal for Every Couple
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bangla love sms for girlfriend পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।