Top 100 Bangla Friendship Sms | Friendship Status Bangla

Hey, readers welcome to BengaliSms. If you are looking for some latest and unique Bangla Friendship Sms and bengali friendship quotes then we must say you are on the proper article. Here we have some eye-catching and original Bangla Friendship Sms for your friends. You can download and share these Friendship Massages to your friends via Whatsapp, Facebook. It will remind them that how much you take care about them.

Bangla Friendship Sms For True Friendship

“বন্ধু মানে গভীর রাতে
হটাৎ টেলিফোন,
বন্ধু মানে কথার মাঝে
হারিয়ে যাওয়া মন,
বন্ধু মানে হাসি ঠাট্টা
জয় পরাজয়,
বন্ধু মানে অশ্রু ফেলার
নীরব আশ্রয়।”

friends shayari in bengali

“আসছে সময় হাওয়ার মতো,
ভাসছি আমরা স্রোতের মতো।
একটু বালি একটু কাঁকর,
আঘাত অনেক মনের উপর।
সব ভুলে যাই তখন,
যখন, বন্ধু পাই তোমার মতন।”

bengali shayari for friends

“রাতের রঙ কালাে,
জ্যোৎস্না দেয় আলাে।
আকাশের রঙ নিল,
তারা জলে ঝিলমিল।
গােলাপের রঙ লাল,
আমাদের বন্ধুত্ব
থাকবে চিরকাল।”

bondhutto sms

“মন যদি মন্দির হয়।
পূজারী হবে কে,
বন্ধু যদি পর হয়
আপন হবে কে।”

best friend status bangla

“চাই না ফুল শুকিয়ে যাবে।
চাই না তারা লুকিয়ে যাবে।
চাই না মেঘ ঝরে যাবে।
চাই না ভালােবাসা হারিয়ে যাবে।
চাই একটা মনের মতাে বন্ধু
যে আমাকে সব সময় মিস করবে।”

bondhutto sms

“ইচ্ছে করে ম্যাসেজ হয়ে
তাের কাছে যাই,
উল্টো পাল্টা কথা লিখে
তাের মাথা খাই।
মনে মনে বলবি তখন
উফফ বন্ধু একটা বটে,
এমন বন্ধু সবার যেন
একটা করে জোটে।”

bangla bondhutto sms

“জীবনে এমন বন্ধু বানাও
যেন আয়না আর ছায়ার মতাে হয়।
কারণ আয়না কখনও মিথ্যা বলে না
আর ছায়া কখনও ছেড়ে যায় না”

bondhutto shayari

“বন্ধু তুমি কেমন আছাে
জানতে ইচ্ছে করে।
হাজার স্মৃতির মােড়ক এসে
মনে বাসা গড়ে।
যেখানেই থাকো বন্ধু
অনেক ভালাে থেকো।
আমাকে যদি পড়ে মনে
SMS দিয়ে ডেকো”

bengali friendship sms

Friendship Status Bangla

Man is a social animal so we need some friends to live. Friendship is one of the best relation in this world. A true friend is a special gift of god. But some of us can’t express their real feelings to their friends. For that reason we have prepared the most effective and unique collection of Bangla Sms For Friend.

“ওরে আমার দুষ্ট বন্ধু
মিষ্টি তাের মন।
তাইতাে তােকে সারা দিন,
মিস করছি ভীষণ।
তুই যে আমার পরান পাখি,
নীল আকাশের চাঁদ।
তাইতাে তােকে মনে পড়ে,
সকাল, সন্ধা, রাত।”

happy friendship day in bengali

“বন্ধু মানে
No Thanks No Sorry
বন্ধু মানে
Fun Is Very Very
বন্ধু মানে আমি আছিতো
Don’t Worry”

bengali friendship shayari

“বন্ধু মানে খেলার সাথী
বন্ধু মানে রাগ।
বন্ধু মানে সুখ, দুঃখের
সমান সমান ভাগ।
বন্ধু মানে হালকা হাঁসি।
চোখের কোনে একটু জল,
বন্ধু মানে দিন দুপুরে
হঠাৎ Misscall”

best friend shayari bengali

“আমাদের এই বন্ধুত্ব,
যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।
আজ হৃদয় মাঝে বন্ধু শুধু
তােমার-ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”

shayari for friend in bengali

“বন্ধু আমার অনেক দামি,
সবচেয়ে সেরা বন্ধু তুমি।
বন্ধু আমার কষ্ট বােঝে
বন্ধু শুধু আমাই খোঁজে।
বন্ধু তুমি থাকলে পাশে,
কাঁদে না মন শুধু – ই হাঁসে।
বন্ধু আমার হাঁসি মুখে,
যেন সারা জীবন বেঁচে থাকে।
থাকব মােরা মিলেমিশে,
হাঁসি কান্না যাইবা আসে।”

friendship sms bangla 2020

“তুমি তো আমার
আকাশের তারা নও
যে রাতে আলো ছড়িয়ে
দিনে দূরে কোথাও হারাবে।
তুমি তো আমার বাগানের
ফুল নও যে সুভাষ
ছড়িয়ে ঝরে যাবে।
তুমি আমার বন্ধু,
যে চিরদিন রয়ে যাবে।”

friendship bengali shayari

“ভালো লাগে পুরনো
সেই দিন গুলো।
ভালো লাগে অতীতের
সেই গান গুলো।
ভালো লাগে হাজার ব্যাস্ততার
মাঝে তোমার একটা
ম্যাসেজ পাওয়া।”

bondhutto status

“ইচ্ছে করে ইচ্ছে টাকে
সঙ্গে নিয়ে চলি।
ইচ্ছে করে তোমার সাথে
একটু কথা বলি।
ইচ্ছে করে ঘুরে বেড়াই স্বর্গ
থেকে ভূমি।
ইচ্ছে হলে সঙ্গ দিতে চলে
এসো তুমি।”

bangla friendship sms

“বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয় ,
বন্ধু হল সুখ–দুঃখের সাথী,
এমন বন্ধু রেখাে না যে
তােমার করে ক্ষতি !!”

friendship status bangla

Bangla Sms For Friend

“তাকিয়ে থাকো তুমি
মিষ্টি করে হেঁসে।
পড়বে মনে অনেক কথা
আমার SMS এ।
ঝগরা-ঝাটি, কান্না কাটি,
অনেক হাঁসাহাঁসি।
ছিলাম, আছি, থাকবো
তবু তোমার পাশাপাশি।”

dosti shayari bangla

“বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা।
কেউ যানেনা কবে কখন,
কার সাথে গিয়ে মিলবে জীবন।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া।”

best friend status bangla

“গোলাপ ফুল তুলতে গিয়ে,
হাতে ফুটল কাঁটা,
বন্ধুর কথা হয়ে পড়লে
প্রানে লাগে ব্যাথা।”

best friend sms bangla

“কষ্ট করে লিখলাম বন্ধু,
মন দিয়ে পড়াে।
পড়ার পরে হৃদয় দিয়ে আমায়
মনে করাে।
তােমার কাছে কে প্রিয়
জানি না তাে আমি,
আমার কাছে সাবার চেয়ে
প্রিয় বন্ধু তুমি”

friendship day sms bangla

“মেঘের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে,
হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে
দিও তাকে,
বন্ধু তােমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে!”

bangla messages for friends

“তুমি আমার কেমন বন্ধু,
নীওনা আমার খােঁজ!
তােমার সাথে কথা বলতে,
ইচ্ছে করে রােজ!
কথা বলার সুযােগ যদি,
নাইবা তুমি পাও!
চ্যাট করে এই বন্ধুটির,
একটু খবর নাও।‍‍”

best friend sms bangla

“বন্ধুত্ব হয় Onetime,
But সত্যিকারের বন্ধুত্ব গুলােই
টিকে থাকে Lifetime”

shayari for friend in bengali

“নদীর পারে আমি একা,
নদী চলে আঁকাবাঁকা।
আমি বন্ধু বড়াে একা,
এখন ভাবছি তােমার কথা।
তােমার সাথে আমার
কিগাে হবেনা কখোনাে দেখা?”

bengali friendship shayari

“বুকের ভিতর মন আছে।
মনের ভিতর তুমি।
বন্ধু হয়ে তােমার হৃদয়ে,
থাকতে চাই আমি।”

best friend shayari bengali

Bangla Friendship Shayari

“সবাই আমার বন্ধু নয়।
আবার,
আমার বন্ধু সবার মত নয়।
সে আমার কথা মনে
রাখে শত কাজের ভিরে।
ফ্রী হলে ডাকে ও আমায়,
আছি আমি তোমার দুয়ারে।”

bangla friendship sms

“আমি একটা দিন চাই
আলয় আলয় ভরা।
আমি একটা রাত চাই,
অন্ধকার ছারা।
আমি একটা ফুল চাই,
সুন্দর সুবাস ভরা।
আর একটা ভালো বন্ধু
চাই সবার চেয়ে সেরা।”

“চোখের আড়াল মানে,
হারিয়ে যাওয়া নয়,
হারিয়ে গেলে খুজে
নিতে হয়,
খুজে না পেলে হাত
বাড়াতে হয়,
হাত ধরে বুঝে নিতে হয়,
আসল বন্ধু কয়জন বা হয়।”

“সেই প্রকৃত বন্ধু
যে বন্ধুর চোখের
প্রথম ফোটা জল​ দেখে
দ্বিতীয় ফোটা পরার
আগে ধরে ফেলে
আর তৃতীয়​ ফোটা
পরার আগে তা হাঁসিতে
পরিনত করে…।”

“সকাল হলে এসো তুমি,
শিশির কণা হয়ে..
সন্ধ্যা হলে এসো তুমি,
রক্ত জবা হয়ে..
রাত হলে জ্বলো তুমি,
জোনাকি পোকা হয়ে..
সারা জীবন থেকো তুমি,
আমার বন্ধু হয়ে।”

“সুর্যের বন্ধুত্ব সকাল
থেকে সন্ধা পর্যন্ত,
চাঁদের বন্ধুত্ব সন্ধা
থেকে সকাল পর্যন্ত,
কিন্তু আমার বন্ধুত্ব শুরু
থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!”

“বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক,
গল্প করবো তোমার সাথে
আমি সারারাত
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার কর,
হাতে রেখে হাত…”

“রাত সুন্দর হ​য় চাঁদ উঠলে,
দিন সুন্দর হ​য় সূর্য উঠলে,
বাগান সুন্দর হ​য় ফুল ফুটলে,
আর জীবন সুন্দর হ​য়
তোমার মত ভাল একটা
বন্ধু থাকলে।”

“আমি সেই বৃষ্টি চাইনা,
যে বৃষ্টিতে বন্যা হয়,
আমি সেই আকাশ চাইনা,
যে আকাশ মেঘলা হয়,
আমি এমন বন্ধু চাইনা
যে নতুন কাউকে পেয়ে
আমাকে ভুলে যাবে।”

“বন্ধু তোমায় আকাশ দেবো,
দেবো ফুলের মালা,
তুমি শুধু মনে রেখো
আমায় সারা বেলা।
চোখের কান্না মুছে দেবো
দেবো তোমায় হাঁসি,
তাই তো আমি বন্ধু তোমায়
এতো ভালবাসি।”

Friendship Caption In Bengali

“বন্ধু মানে জোসনা
ভেজা গল্প বলা রাত..
বন্ধু মানে ভালোবাসার
শিক্ত দুটি হাত..
বন্ধু মানে মনের যত
গোপন কথা বলা..
বন্ধু মানে তোমার সাথে
সারা জীবন চলা”

“আমি মুছে দিবো
তোর চোখের জল,
বন্ধু ভেবে সব কিছু
আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে
রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে
হাত রাখ হাতে।”

“বন্ধু তোকে কাছে না
পাওয়ার যন্ত্রনা যে কি,
তোর হলে তুই বুজতিস,
তোকে দোষ দিবনা,
দোষ আমারি,
আমি তোকে আমার
ভালোবাসা দিয়ে আগলে
রাখতে পারিনি,
তাই ছুটে চলিস বহুদূরে”

“আমি মেঘের মতো
চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি,
বৃষ্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি
শুধু তোমার কথা ভাবি।”

“একটি বই একশ
বন্ধুর চেয়ে ভালো,
একটি ভালো বন্ধু
একটি লাইব্রেরির সমান।”

“কে তোমার সব চেয়ে
ভালো বন্ধু
সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে
খুব প্রয়োজন হবে!!”

“একটা ভালো গান
5 মিনিটের জন্য,
একটা ভালো ছবি
3 ঘন্টার জন্য,
একটা ভালো কলেজ
2 বছরের জন্য,
আর একটা ভালো
বন্ধু সারা জীবনের জন্য।”

“পেপসি, কোলা, লেমন
বন্ধু তুমি কেমন?
চিড়া, মুড়ি, খই
বন্ধু তুমি কই?”

“বন্ধু আমার জানের জান
SMS শুধু পড়তে চান,
লিখতে গেলে মন আনচান
ব্যালেন্স নিয়ে শুধু টেনশান,
এই করে শুধু টাকা বাচান,
কিপটামী ছেড়ে SMS পাঠান!”

“নরমাল হাতের সুইট লেখা।
বন্ধু আমি ভারী একা।
চাঁদের গাঁয়ে জোসনা মাখা,
মনটা আমার ভিষন ফাঁকা।
ফাঁকা মনটা পূরণ করো,
একটু আমায় স্বরন করো।”

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Friendship Sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla Friendship Sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment