Top 50 Bangla happy birthday sms | জন্মদিনের SMS

নমষ্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাদের স্বাগতম। আপনি কি বন্ধু বান্ধব অথবা পরিবারের সদস্যদের পাঠানোর জন্য Bangla Birthday Sms খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা Bangla Happy Birthday Sms দেখতে পাবেন।

Latest Bangla Happy Birthday Sms

“তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
❦~শুভ জন্মদিন~❦”
জন্মদিনের শুভেচ্ছা মেসেজ
“দিনের শেষে বলছি বটে
শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই
শুধু ভাবছি সারাদিন।
❦~শুভ জন্মদিন~❦”
best friend birthday wishes
“আজ তোমার জন্মদিন,
এলো খুশির শুভদিন,
সর্বদা থাকে যেনো তোমার মন
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦”
happy birthday shayari bengali
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦”
শুভ জন্মদিন বন্ধু
“বছর বছর আসে ফিরে
শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফট এর দিন।”
happy birthday wishes in bengali
“চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
❦~Happy Birthday~❦”
happy birthday wishes bangla
“আজকের দিনে মায়ের কোলে
আলো হয়ে তুমি এসেছিলে,
সবার আশা পূর্ণ করে
আনন্দ বুক ভরিয়েছিলে,
এমনি করেই ভুবন ভরে
থাকো তুমি চিরতরে
❦~শুভ জন্মদিন~❦”
happy birthday quotes in bengali
“আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি।
তোমার জন্মদিনের সাথী।
❦~শুভ জন্মদিন~❦”
happy birthday shayari bangali
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে,
করেছে ভুবন রঙ্গীন,
তোমাকে জানায় হৃদয় থেকে
❦~শুভ জন্মদিন~❦”
birthday wishes in bengali

জন্মদিনের SMS { নতুন }

“আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি…
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশিয়াল করে আমার
জন্য পাঠিয়েছে…
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
❦~শুভ জন্মদিন~❦”
“আমাদের ভালোবাসায়,
পুরন হোক তোমার
মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা!!
❦~শুভ জন্মদিন~❦”
“জানাই শুভ জন্মদিন,
তোমার জন্য এই পৃথিবীটা
হয়ে যাক রঙিন।
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই দিনে,
আশা রাখি জীবনের আনন্দ
যাত্রায় কখনই সত্যের পথ
থেকে সরে যাবে না,
জন্মদিনের শুভেচ্ছা নিও।
❦~শুভ জন্মদিন~❦”
“প্রতিদিনই জন্মদিনের মত
আনন্দে পরিপূর্ণ থাকুক,
আজকের দিনটা প্রান খুলে
উপভোগ করো।
❦~শুভ জন্মদিন~❦”
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইলো
অনেক শুভেচ্ছা
❦~শুভ জন্মদিন~❦”

Final word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Birthday Sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Birthday Sms in Bengali পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Categories Sms

Leave a Comment