ফেব্রুয়ারী মাসের ৭ তারিখ থেকেই শুরু হয়ে যায় Valentine’s Week । ভালোবাসার সপ্তাহের প্রথম দিনটি রোজ ডে হিসাবে পালন করা হয়। এবছর রোজ ডে ৭ ই ফেব্রুয়ারি রবিবার। এই দিনে বিশ্বের সমস্ত প্রেমিক এবং প্রেমিকারা একে অপরকে গোলাপ দিয়ে নিজের ভালবাসা কে প্রকাশ করে। এই রোজ ডের উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রোজ ডে কবিতা ও রোজ ডে sms।
রোজ ডে SMS (এস এম এস) 2021
আমি তােরই ছিলাম
তােরই থাকবাে
আর সারাজীবন তােকই
ভালােবাসবাে
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
এই SMS টা আমার জীবনের
সবথেকে প্রিয় মানুষটির জন্য।
তোমার প্রতিটা দিন যেন
গোলাপ ফুলের মত সুন্দর হােক
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
একটি গাছ দুটি গােলাপ,
গােলাপ দুটি লাল।
তােমায় আমি ভালােবাসি
থাকবাে চিরকাল।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
রােজ ডে তে আমায়
গােলাপ দিতে হবেনা।
কারণ, আমার ভালবাসার বাগানে
তুমি নিজেই তাে গােলাপ।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
গোলাপ হলো
পবিত্র ভালোবাসার প্রতীক,
তাই আজ Rose Day তে
তোমাকে জানাই
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
আজ এই স্পেশাল দিনে
গােলাপের পাপড়ি গুলাে
শুধু তােমার জন্য
আর কাঁটা গুলাে না হয়
আমাদের সম্পর্ক যারা
ভাঙার চেষ্টা করবে
তাদের জন্য তুলে রাখলাম।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
Also Read:- প্রপোজ ডে SMS
সেরা রোজ ডে কবিতা
আপনি যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে এই রোজ ডে তে একটি গোলাপের সঙ্গে প্রেমে ভরা সুন্দর একটি কবিতা অথবা এসএমএস (SMS) পাঠাতে চান? তাহলে আপনি একদম ঠিক ওয়েব পেজে এসেছেন। কারন Bengali Sms আপনাদের জন্য নিয়ে এসেছে ভালবাসায় মাখা সেরা কিছু হ্যাপি রোজ ডে কবিতা।
সবাই কে Rose Day-র
অনেক অনেক শুভেচ্ছা
সবার জীবন টা যেন
গােলাপের পাপড়ির মতাে
সুন্দর হয়ে উঠুক।
See This:- বিশ্ব ভালবাসা দিবসের এসএমএস
ওই পাগলী
কাল Rose Day!
আমি বাদে
অন্য কেউ তােমাকে
Rose দিতে এলে
মেরে তক্তা বানিয়ে দেব।
তুমি পাশে থাকলে
আমার প্রতিটি দিন
Rose Day-র মত কাটে।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
শুধু তােমার জন্য !!
ফুল ফুল করোনা,
ফুল আমি দেবনা।
ফুল জদি পেতে হয়,
ভালবাসা দিতে হয়।
ভালবাসা দিয়ে দাউ,
ফুল তুমি নিয়ে নাউ।
ফুল নিয়া চলে যাও,
I Love You বলে দাও!
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
লাল গোলাপের পাপড়ি দিয়ে,
লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে..
গাইবো প্রেমের গান।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
Read More:- প্রমিস ডে কবিতা
হ্যাপি রোজ ডে পিকচার
ফুল তাে অনেক আছে,
কিন্তু সব ফুল গােলাপ নয়।
বন্ধু তাে অনেক আছে কিন্তু,
সব বন্ধু তােমার মত নয়!
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
গােলাপে কাঁটা থাকে
তাও সে ভালােবাসার প্রতীক।
গােলাপ দিবসের
শুভেচ্ছা ও ভালােবাসা সকলকে।
ফুল লাল পাতা সবুজ,
মন কেন এতো অবুজ।
কথা কম কাজ বেশি,
মন শুধু চায় তোমার কাছে আসি।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
হাজার তারা চাইনা আমি,
একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি
একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি
একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু
তোমায় আমি পাই
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
রাতে চাঁদ দিনে আলো,
কেনো তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো।
🌹🌹হ্যাপি রােজ ডে🌹🌹
একটি বাগান, একটি ফুল
একটি ফুলের তােড়া ,
তাহার মাঝে থাকবে তুমি..
পাপড়ি দিয়ে মােড়া ।
কোনদিনও পাপড়ি ছিড়ে..
করবাে না যে ভুল।
কারণ তুমি আমার কাছে..
লাল গােলাপ ফুল।
যদি পৃথিবীর সব গোলাপ
প্রতিদিন একটা করে তোমাকে
দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি,
সব গোলাপ শেষ হয়ে যাবে..
তবুও আমার ভালবাসা শেষ হবে না..
হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের হ্যাপি রোজ ডে পিকচার গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- টেডি ডে ২০২১ এর শুভেচ্ছা বার্তা, এসএমএস, কবিতা ও পিক
- হ্যাপি চকলেট ডে শুভেচ্ছা বার্তা, কবিতা, পিকচার ও মেসেজ
- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস | ভ্যালেন্টাইন্স ডে 2021 লিস্ট
- কিস ডে এস এম এস, কিস ডে স্ট্যাটাস (পিকচার), কিস ডে কবিতা
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো রোজ ডে কবিতা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।