চকলেট ডে ভালবাসার সপ্তাহের তৃতীয় দিনে পালন করা হয়। চকোলেট দিবসে প্রেমীরা একে অপরকে হৃদয়ের আকারের চকোলেট দিয়ে তাদের ভালবাসা কে প্রকাশ করে। আপনি যদি কনো কারোনে আপনার Lover-কে চকোলেট না দিতে পারেন, তাতে চিন্তার কনো করন নেই। আপনি তাকে একটি সুন্দর চকলেট ডে কবিতা অথবা এস এম এস পাঠিয়ে খুব সহজেই খুসি করতে পারবেন। নিচে দেওয়া হ্যাপি চকলেট ডে পিকচার, চকলেট ডে কবিতা ও চকলেট দিবসের SMS গুলোকে আপনি খুব সহজেই আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে পাঠাতে পারবেন।
চকলেট ডে SMS (মেসেজ)
তোমার প্রিয় চকলেট
আর তোমার আমার
ভালোবাসা দিয়েই শুরু হোক
আজকের এই সুন্দর মুহূর্তটা
🍫💞শুভ চকলেট ডে💞🍫
Five Star এর মতো দেখতে তুমি
Dairy Milk এর হাসি,
তাইতো তোমায় আমি
আনেক ভালবাসি।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
মিষ্টি মিষ্টি চকলেট দিয়ে
কেড়ে নিলে মন ,
তােমায় দেখতে ব্যাকুল বন্ধু..
আমার দুনয়ন।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
হৃদয় ভালবাসা ছাড়া শূন্য,
মাথা জ্ঞান ছাড়া শূন্য।
চকলেট ডে চকলেট ছাড়া শূন্য,
আর তুমি ছাড়া আমার জীবন শূন্য।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
তোমার আমার ভালোবাসায়
থাকবে শুভ দৃষ্টি।
তোমার আমার সম্পর্ক
চকলেটের চেয়েও মিষ্টি।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
Also Read:- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস
2023-এর সেরা চকলেট ডে কবিতা
ওই পাগলী
কাল Chocolet Day!
আমি বাদে
অন্য কেউ তােমাকে
চকলেট দিতে এলে
মেরে তক্তা বানিয়ে দেব।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
আমি একটা দিন চাই
Cadbury-তে ভরা।
আমি একটা রাত চাই
KitKat-এ ভরা।
আর একটা তোমার মত
সাথি চাই সবার চেয়ে সেরা।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
চোখে আছে কাজল
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
মুখে চকলেটি হাঁসি,
এমন একজন মেয়েকে
সত্যি আমি ভালোবাসি।
🍫💞শুভ চকলেট ডে💞🍫
লোকে বলে তোমার মুখটা
চকলেটের মত মিষ্টি,
কিন্তু তুমি আমার
কাছে Cadbury.
🍫💞শুভ চকলেট ডে💞🍫
Read More:- টেডি ডে কবিতা
চকলেট দিবসের মিষ্টি শুভেচ্ছা।
শুধু তোমার জন্য
চকলেট দিবস এর পিকচার (ছবি)
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের হ্যাপি চকলেট ডে পিকচার গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
Valentine’s Week এর অন্যান্য দিন গুলির শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস, এসএমএস, মেসেজ ও কবিতা পেতে নিচের পোস্ট গুলি ভিসিট করতে পারেন।
Valentine’s Week এর অন্যান্য পোষ্ট গুলি পড়ুন:-
- হ্যাপি হাগ ডে কবিতা, হাগ ডে শুভেচ্ছা বার্তা ও হাগ ডে পিকচার
- প্রমিস ডে 2023 এর সেরা এসএমএস, কবিতা, মেসেজ ও পিকচার
- টেডি ডে ২০২৩ এর শুভেচ্ছা বার্তা, এসএমএস, কবিতা ও পিক
- রোজ ডে তারিখ, কবিতা, শুভেচ্ছা বার্তা ও পিক | Bangla Rose Day Sms
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো হ্যাপি চকলেট ডে SMS পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।